Babar Azam: দেশে ফিরেই নেতৃত্ব ছাড়ছেন বাবর আজম!
ICC World Cup, Pakistan Cricket: এশিয়া কাপের আগে থেকেই পাকিস্তান ক্রিকেটে চাপান-উতোর চলছে। বোর্ডের কেন্দ্রীয় চুক্তি নিয়ে প্রবল অসন্তোষ ছিল পাকিস্তান টিমের সিনিয়র প্লেয়ারদের মধ্যে। এই তালিকায় ছিলেন বাবর আজম, শাহিন আফ্রিদির মতো প্লেয়ারও। এশিয়া কাপের আগে শ্রীলঙ্কার মাটিতে আফগানিস্তানের বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজ খেলেছিল পাকিস্তান। সিরিজের মাঝেই শ্রীলঙ্কায় গিয়ে বাবরদের সঙ্গে মিটিং প্লেয়ার্স ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান জাকা আশরফ।

কলকাতা: ভারতের মাটিতে বিশ্বকাপের আগে প্রবল আত্মবিশ্বাসী ছিল পাকিস্তান শিবির। তবে সে দেশের ক্রিকেট কি আদৌ সঠিক পরিস্থিতিতে ছিল? একেবারেই নয়। বিশ্বকাপে তারও প্রভাব পড়তে পারে। কারণ যাই হোক, বিশ্বকাপে পারফরম্যান্সের জেরে স্বস্তিতে নেই অধিনায়ক বাবর আজম। লিগ পর্বের শেষ ম্যাচ খেলার আগের দিন পাকিস্তানের অনুশীলনে হাজির হয়েছিলেন রামিজ রাজা। পাকিস্তানের এই বিশ্বজয়ী ক্রিকেটার সে দেশের বোর্ডের প্রাক্তন চেয়ারম্যানও। বাবর আজমের সঙ্গে তাঁর সু-সম্পর্ক। ইডেন গার্ডেন্সে বাবরের সঙ্গে দীর্ঘ সময় কথা বলেন। দেশে ফিরেই নেতৃত্ব ছাড়তে চলেছেন বাবর আজম। এমনটাই ইঙ্গিত রামিজ রাজার। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
বিশ্বকাপের আগে এশিয়া কাপেও ব্যর্থ পাকিস্তান। সুপার ফোর পর্বে হার, ফাইনালে উঠতে পারেননি বাবররা। এশিয়া কাপের আগে থেকেই পাকিস্তান ক্রিকেটে চাপান-উতোর চলছে। বোর্ডের কেন্দ্রীয় চুক্তি নিয়ে প্রবল অসন্তোষ ছিল পাকিস্তান টিমের সিনিয়র প্লেয়ারদের মধ্যে। এই তালিকায় ছিলেন বাবর আজম, শাহিন আফ্রিদির মতো প্লেয়ারও। এশিয়া কাপের আগে শ্রীলঙ্কার মাটিতে আফগানিস্তানের বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজ খেলেছিল পাকিস্তান। সিরিজের মাঝেই শ্রীলঙ্কায় গিয়ে বাবরদের সঙ্গে মিটিং প্লেয়ার্স ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান জাকা আশরফ। সমস্যা পুরোপুরি মেটেনি। বেশ কিছু শর্ত নিয়ে অসন্তোষ ছিলই। সব ভুলে বিশ্বকাপেই ফোকাসের কথা বলেছিলেন অধিনায়ক বাবর আজম।
পাকিস্তানের বোলিং আক্রমণ বরাবরই প্রশংসার যোগ্য। বিশ্বকাপের আগে পাক বোলিং লাইন আপকে ভয়ঙ্করই মনে হয়েছিল। শেষ মুহূর্তে নাসিম শাহ ছিটকে যান। টুর্নামেন্টের শুরুতে ক্যাপ্টেন্স মিটে অধিনায়ক বাবর আজম দলের প্রধান শক্তি হিসেবে বোলিংয়ের কথাই বলেছিলেন। কার্যক্ষেত্রে সেটা দেখা যায়নি। ধারাহিকতার অভাব স্পষ্ট। ফিল্ডিংয়েও ডুবেছে দল। লিগ পর্বেই বিদায় নিয়েছে পাকিস্তান। দল ব্যর্থ হলে তাঁর মূল দায় বর্তায় ক্যাপ্টেনের ওপরই। টুর্নামেন্টের মাঝপথে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটাররা সমালোচনায় ভরিয়ে দিয়েছেন বাবর আজমকে। আর তাতেই বিধ্বস্ত বাবর। ইংল্যান্ড ম্যাচের আগের দিন রামিজ রাজার সঙ্গে সেই হতাশাই ভাগ করে নিয়েছিলেন।
লিগ পর্বের শেষ ম্যাচে ইডেনে ইংল্যান্ডের কাছেও হার পাকিস্তানের। বিশ্বকাপে ধারাভাষ্য দিতে আসা রামিজ রাজা এই ম্যাচ শেষে পাকিস্তান ক্রিকেট নিয়ে নানা কথাই বলেন। বাবরের সমালোচনার চেয়ে পাক বোর্ডের যে সমস্যা, সেটা নিয়ে কথা বলা বেশি জরুরি বলেই মনে করেন রামিজ। তার ফাঁকেই ইঙ্গিত, তিনি যদি ভুল না হন, দেশে ফিরেই নেতৃত্ব ছাড়তে চলেছেন বাবর আজম।
