IND vs NZ, Semi-Final: সেমিফাইনালে প্রবল চাপে থাকবে ভারত, মত কিউয়ি কিংবদন্তির!
India vs New Zealand ICC world Cup 2023, Ross Taylor: ইংল্যান্ডে ২০১৯ বিশ্বকাপেও ফেভারিট ছিল ভারত। লিগ পর্বে অনবদ্য পারফরম্যান্স। ওপেনার রোহিত শর্মা একাই পাঁচটি সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। সেমিফাইনালে ব্যর্থ ভারতের টপ অর্ডার। তার অন্যতম কারণ হতে পারে, আবহাওয়া। ওয়ান ডে ফরম্যাট হলেও গত বার ভারত-নিউজিল্যান্ড সেমিফাইনাল হয়েছিল দু-দিনে। বৃষ্টির কারণে ম্যাচ গড়িয়েছিল রিজার্ভ ডে-তে।
মুম্বই: আইসিসি টুর্নামেন্টে ভারতের শক্ত গাঁট নিউজিল্যান্ড। দীর্ঘ ২০ বছরের ব্যবধানে ওডিআই বিশ্বকাপের মঞ্চে এ বার নিউজিল্যান্ডকে হারিয়েছে ভারত। ধরমশালায় একটি রুদ্ধশ্বাস ম্যাচ হয়েছিল। লিগ পর্বের সঙ্গে নকআউটের বিশাল পার্থক্য। ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড। চার বছরের ব্যবধানে আবারও ভারতের কাছে প্রবল চাপের ম্যাচ। ঘরের মাঠে বিশ্বকাপ। লিগ পর্বে ৯ ম্যাচেই জিতেছে ভারত। তারপরও সেমিফাইনালে ভারতই প্রবল চাপে থাকবে বলে মনে করছেন কিউয়ি কিংবদন্তি রস টেলর। ২০১৯ বিশ্বকাপে তিনি ছিলেন প্লেয়ার। তেইশের বিশ্বকাপে বিশেষজ্ঞ হিসেবে রয়েছেন। আইসিসির ওয়েবসাইটে একটি কলামে ভারত-নিউজিল্যান্ড ম্যাচ নিয়ে লিখেছেন। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
ইংল্য়ান্ডে ২০১৯ বিশ্বকাপেও ফেভারিট ছিল ভারত। লিগ পর্বে অনবদ্য পারফরম্যান্স। ওপেনার রোহিত শর্মা একাই পাঁচটি সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। সেমিফাইনালে ব্যর্থ ভারতের টপ অর্ডার। তার অন্যতম কারণ হতে পারে, আবহাওয়া। ওয়ান ডে ফরম্যাট হলেও গত বার ভারত-নিউজিল্যান্ড সেমিফাইনাল হয়েছিল দু-দিনে। বৃষ্টির কারণে ম্যাচ গড়িয়েছিল রিজার্ভ ডে-তে। মহেন্দ্র সিং ধোনি এবং রবীন্দ্র জাডেজা মরিয়া লড়াই করলেও ফাইনালের সঙ্গে দূরত্ব থেকেই গিয়েছিল ভারতের।
ফের একবার ভারত-নিউজিল্যান্ড বিশ্বকাপ সেমিফাইনাল প্রসঙ্গে টেলর লিখেছেন, ‘চার বছর আগে বিধ্বংসী ফর্মে থেকেই সেমিতে উঠেছিল ভারত। আমরা কোনওরকমে নেট রান রেট ঠিক রেখে। এ বছর ভারত আরও অনেক বেশি ফেভারিট। ঘরের মাঠে লিগ পর্বে দুর্দান্ত খেলেছে। আমাদের কাছে কিন্তু হারানোর কিছু নেই। এই নিউজিল্যান্ড আরও বেশি ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। টুর্নামেন্টে নিউজিল্যান্ডই এমন একটা দল যাদের বিরুদ্ধে স্নায়ুর চাপে থাকবে ভারত।’
গত বিশ্বকাপ সেমিফাইনাল প্রসঙ্গে রস টেলর আরও বলেন, ‘গত বারও ভারতের বিরুদ্ধে আমরাই অ্যাডভান্টেজ ছিলাম। ম্যাচটা দু-দিনে হয়েছিল। একটা অদ্ভূত পরিস্থিতি ছিল। ঠিক যেন টেস্ট ম্যাচের মতো পরিস্থিতি। সেটাই চাপের। ম্যাঞ্চেস্টারে ৮০ শতাংশ দর্শক ভারতকে সমর্থন করছিল। নিউজিল্যান্ডের জন্য খুব কম সমর্থন।’ ঘরের মাঠে ভারতের জন্য এ বার সমর্থন আরও বেশি। প্রত্যাশারও চাপও ততটাই বেশি।