ICC World Cup 2023: বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ, জার্সি বিক্রি হচ্ছে ধোনির!
ICC World Cup 2023, MS Dhoni Jersey: দেখে যেন ধাঁধা লেগেছিল চোখে, এইটা ইডেন নাকি এম এ চিদম্বরম স্টেডিয়াম? বোঝা দায় হয়ে উঠেছিল-সেই ম্যাচ চেন্নাইয়ের হোম ম্যাচ ছিল নাকি কলকাতার! ধোনি মাঠে নামার সময় গোটা স্টেডিয়াম দাঁড়িয়ে পড়েছিল। মোবাইলের টর্চ জ্বালিয়ে ধোনি সম্ভাষণ করেছিল ৬৭ হাজারের ক্রিকেট নন্দনকানন। সে তো আইপিএল। কিন্তু দেশীয় জার্সিতে ৩ বছর আগে যে ক্রিকেটারের নামের আগে প্রাক্তন বসে গিয়েছে, তাঁর জার্সি কেন বিক্রি হবে?

রক্তিম ঘোষ
কলকাতা: তিনি আন্তর্জাতিক ক্রিকেটে নেই ৩ বছর পেরিয়ে গিয়েছে। করোনা কালেই অবসরের সিদ্ধান্ত ঘোষণা করেছিলেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। এত বছর পরেও ইডেনে তাঁর আবেদন যে একইরকম, প্রমাণ পাওয়া গেল বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
ধর্মতলা থেকে ইডেন গার্ডেন্সের রাস্তা। শখানেক জার্সি বিক্রেতা বসে আছেন ক্রেতার অপেক্ষায়। সংগ্রহে বাংলাদেশের জার্সি। ভারতের টুপি। বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে শহরের যে বিরাট আগ্রহ আছে, তেমন নয়। বরং শহর অনেক বেশি অপেক্ষা করছে রবিবাসরীয় ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ ঘিরে। মানে বিরাট, রোহিত, সামিদের জন্য। ভারতীয় ক্রিকেটের সেই ব্রহ্মান্ডের দূর দূরেও তো নেই মহেন্দ্র সিংহ ধোনি। কিন্তু না থেকেও যেন তিনি আছেন। বিরাটের সঙ্গে সমান তালে। বিরাট আর ধোনির জার্সি বিক্রি হল সমান তালে। বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের প্রাক্কালে।
ধোনির জার্সি নিয়ে এত আগ্রহ কেন? এক জার্সি বিক্রেতার কথায়, ‘দেখেননি গত আইপিএলে ইডেন তো পুরো হলুদ হয়ে গিয়েছিল’। ঠিকই তো, সদ্যসমাপ্ত আইপিএলে চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস বনাম কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ ঘিরে কলকাতার ধোনি উন্মাদনা তো ছিল চোখে পড়ার মত। ট্রেনে, বাসে, মেট্রোয়-সেই ম্যাচে ইডেনমুখী জনতার সিংহভাগের গায়ে তো ছিল হলুদ জার্সি। দেখে যেন ধাঁধা লেগেছিল চোখে, এটা ইডেন নাকি এম এ চিদম্বরম স্টেডিয়াম? বোঝা দায় হয়ে উঠেছিল-সেই ম্যাচ চেন্নাইয়ের হোম ম্যাচ ছিল নাকি কলকাতার! ধোনি মাঠে নামার সময় গোটা স্টেডিয়াম দাঁড়িয়ে পড়েছিল। মোবাইলের টর্চ জ্বালিয়ে ধোনি সম্ভাষণ করেছিল ৬৭ হাজারের ক্রিকেট নন্দনকানন। সে তো আইপিএল। কিন্তু দেশীয় জার্সিতে ৩ বছর আগে যে ক্রিকেটারের নামের আগে প্রাক্তন বসে গিয়েছে, তাঁর জার্সি কেন বিক্রি হবে? জনৈক জার্সি বিক্রেতার দাবি, ধোনিকে নিয়ে কলকাতার আগ্রহ এখনও অটুট। সেই জার্সি বিক্রেতার আবার আগাম ভবিষ্যদ্বাণী, ‘দেখবেন, সেদিন কত জার্সির পিঠে লেখা থাকবে ধোনি!’

ইডেনে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের দিন জার্সি বিক্রি। ছবি: রাহুল সাধুখাঁ
তাঁর ভবিষ্যদ্বানীর একটা আঁচ পাওয়া গেল রবিবাসরীয় ম্যাচের ৫দিন আগেই। বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের দিন। ধোনির শ্বশুরবাড়ির শহরের স্টেডিয়ামে যদি ভারতীয় সমর্থকদের একাংশ ধোনির জার্সি গায়ে চাপিয়ে বিরাটদের সমর্থনে আসেন রবিবার, অবাক হওয়ার থাকবে না। যতই বিশ্বকাপের ভরা বাজারে নিশ্চুপে কলকাতা সফর করুন মহেন্দ্র সিংহ ধোনি। এখনও যে তাঁকে নিয়ে এই শহরের এক আবেগ, এক উন্মাদনা।





