কলকাতা: টেস্ট ক্রিকেটের চূড়ান্ত রোমাঞ্চ। কেপটাউন টেস্টে এমনই দেখা যাচ্ছে। তবে অস্বস্তিও রয়েছে। ভারতের লজ্জার রেকর্ড। প্রথম ইনিংসে শেষ ৬ উইকেট ০ রানে হারিয়েছে ভারত। এর আগে ০ রানে ৫ উইকেট হারানোর রেকর্ড ছিল বাংলাদেশের বিরুদ্ধে। লজ্জা, উচ্ছ্বাস যাই হোক না কেন, বিরাট কোহলির আচরণ ফের সম্মান আদায় করে নিল। বিরাটের এমন নানা মুহূর্তই রয়েছে। কিং কোহলি মাঠে যতই আগ্রাসী হোন, তাঁর স্পোর্টসম্যান স্পিরিট বরাবরই শিরোনামে। কেপটাউন টেস্টের প্রথম দিন ঘটনাবহুল হয়ে রইল। তৈরি হল নানা মুহূর্তও। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকাকে মাত্র ৫৫ রানেই অলআউট করে ভারত। জবাবে ভারতের ইনিংস শেষ ১৫৩ রানে। প্রথম ইনিংসে ৯৮ রানের গুরুত্বপূর্ণ লিড নেয় ভারত। প্রথম টেস্ট হেরে ব্যাকফুটে রোহিত শর্মারা। স্বাভাবিক ভাবেই ভারতের লক্ষ্য এখন দ্রুত দক্ষিণ আফ্রিকাকে ফের অলআউট করা। দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকা দারুণ শুরু করে। বিদায়ি টেস্ট খেলতে নামা ডিন এলগার এবং আর এক ওপেনার এইডেন মার্কর্যাম ভালো ব্যাটিং করছিলেন। প্রথম ইনিংসে নজর কেড়েছিলেন ভারতের তরুণ পেসার মুকেশ কুমার। দ্বিতীয় ইনিংসে তাঁকেই প্রথম পরিবর্ত বোলার হিসেবে আনেন রোহিত শর্মা।
রোহিতের ভরসার মর্যাদা রাখেন মুকেশ। দ্রুতই দ্বিতীয় ইনিংসে তাঁর প্রথম শিকার ডিন এলগার। স্লিপে ক্যাচ নেন বিরাট কোহলি। কেরিয়ারের প্রথম টেস্টের প্রথম ইনিংসে আউট হয়েছিলেন মিচেল জনসনের বোলিংয়ে। কেরিয়ার শেষ হল মুকেশ কুমারের ডেলিভারিতে। প্রোটিয়া শিবিরে ধাক্কা দিয়ে সেলিব্রেশনে মেতেছিলেন মুকেশ কুমার। এমনটাই স্বাভাবিক। যদিও দ্রুতই তাঁকে মানা করেন বিরাট কোহলি। এর কারণ একেবারেই ভিন্ন। টেস্ট ক্রিকেটে শেষ বারের মতো ব্যাট হাতে ক্রিজ ছাড়ছিলেন ডিন এলগার। সেলিব্রেশন থামিয়ে একে একে ভারতীয় ক্রিকেটাররা তাঁকে শুভেচ্ছা জানান। দারুণ একটা দৃশ্য তৈরি হয় নিউল্যান্ডস ক্রিকেট গ্রাউন্ডে।
প্রোটিয়া শিবিরে দ্বিতীয় ধাক্কাও দেন মুকেশ কুমার। জোড়া উইকেট নিয়ে উচ্ছ্বাসে ফেটে পড়েন বাংলার পেসার। ভারতীয় দলও বাড়তি তাগিদ নিয়ে বোলিং চালিয়ে যায়। জসপ্রীত বুমরার সৌজন্যে তৃতীয় ধাক্কা। একদিকে মুকেশ কুমার, অন্যদিকে জসপ্রীত বুমরা। প্রোটিয়া শিবিরে আতঙ্ক বাড়তে থাকে। দিনের শেষ দিকে সময় নষ্টের খেলায় মাতেন প্রোটিয়া ওপেনার এইডেন মার্কর্যাম। যা দেখে প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে ওঠেন বিরাট কোহলি, লোকেশ রাহুলরা।
এইডেন নতুন করে গার্ড নিচ্ছিলেন। বিরক্ত বিরাট স্লিপ থেকে এসে উইকেটের বেল বদলে দেন। যা সময় ছিল, তাতে মুকেশ কুমার দিনের শেষ ডেলিভারি করছেন এমনটাই মনে করা হচ্ছিল। নতুন ওভার যাতে আর সামলাতে না হয়, সে কারণেই সময় নষ্ট করছিলেন এইডেন মার্কর্যাম। মুকেশ কুমার রেডি ছিলেন। বিরাটের বেল বদলে অবশ্য কোনও ম্যাজিক হল না। শেষ ডেলিভারি সামলে দেন এইডেন মার্কর্যাম। ৬২-৩ স্কোরে দিনের খেলা শেষ করে দক্ষিণ আফ্রিকা। ভারত এগিয়ে ৩৬ রানে।