IND vs AFG: টিমে থেকেও নেই! ভারতের বিরুদ্ধে খেলবেন না আফগান তারকা
India vs Afghanistan T20I Series: ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলার জন্য জাতীয় দলের হয়ে অনেকেই খেলা এড়িয়ে যাচ্ছিলেন, এমনটাই মনে করে আফগান বোর্ড। সে কারণেই মুজিব উর রহমান, নবীন উল হক এবং ফজলহক ফারুকিকে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলার ছাড়পত্র বন্ধ করে দিয়েছিল আফগান বোর্ড। ভারত সফরে আসার পর সেই 'নির্বাসন' তুলে নিয়েছে আফগান বোর্ড। রশিদ খানের অনুপস্থিতিতে মহম্মদ নবি, মুজিব উর রহমান এবং চায়নাম্যান নুর আহমেদ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে, মনে করেন আফগান অধিনায়ক জাদরান।
ভারত সফরের জন্য অনেক আগেই স্কোয়াড ঘোষণা করেছিল আফগানিস্তান। বেশ কয়েকদিন মোহালিতে প্রস্তুতিও সারছে আফগান দল। স্কোয়াডে রয়েছেন আফগানিস্তানের তারকা লেগ স্পিনার রশিদ খানও। তখন থেকেই অবশ্য ধোঁয়াশা ছিল। এর আগের সিরিজে খেলেননি রশিদ। ভারতের বিরুদ্ধে স্কোয়াডে ফেরেন। প্রস্তুতিতেও বোলিং করতে দেখা যায় রশিদকে। কিছুটা আশা ছিল, হয়তো তিনি রিকোভার করেছেন এবং ভারতের বিরুদ্ধে খেলবেনও। যদিও চিত্রটা বদলায়নি। দলের সঙ্গে ভারতে এলেও, প্রস্তুতি সারলেও ম্যাচ খেলার মতো ফিট নন রশিদ। এমনটাই জানিয়েছেন আফগান অধিনায়ক ইব্রাহিম জাদরান। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
বৃহস্পতিবার শুরু ভারত-আফগানিস্তান তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। প্রথম ম্যাচ মোহালিতে। ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে রশিদ প্রসঙ্গে আফগানিস্তান অধিনায়ক ইব্রাহিম জাদরান বলেন, ‘ও পুরোপুরি ফিট নয়। রিহ্যাব চলছে। পুরো সিরিজেই ওকে পাব না। নিঃসন্দেহে এটা আমাদের কাছে ধাক্কা। তবে বাকিদের ওপর ভরসা রয়েছে।’ ভারতের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপের পর থেকে আর খেলেননি রশিদ। আইপিএলের আগে তিনি ফিট হয়ে উঠবেন বলেই মনে করা হচ্ছে।
ভারতের মাটিতে বহু সিরিজ খেলেছে আফগানিস্তান ক্রিকেট টিম। নিজেদের হোম সিরিজগুলো ভারতেই খেলত। তবে ভারতের বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজ খেলার সুযোগ সেই অর্থে হয় না বললেই চলে। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিতে এই সিরিজ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করেন আফগানিস্তান অধিনায়ক ইব্রাহিম জাদরান।
কিছুদিন আগেই অবশ্য আফগানিস্তানের তিন তারকা ব্যাপক সমস্যায় পড়েছিলেন। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলার জন্য জাতীয় দলের হয়ে অনেকেই খেলা এড়িয়ে যাচ্ছিলেন, এমনটাই মনে করে আফগান বোর্ড। সে কারণেই মুজিব উর রহমান, নবীন উল হক এবং ফজলহক ফারুকিকে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলার ছাড়পত্র বন্ধ করে দিয়েছিল আফগান বোর্ড। ভারত সফরে আসার পর সেই ‘নির্বাসন’ তুলে নিয়েছে আফগান বোর্ড। রশিদ খানের অনুপস্থিতিতে মহম্মদ নবি, মুজিব উর রহমান এবং চায়নাম্যান নুর আহমেদ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে, মনে করেন আফগান অধিনায়ক জাদরান।