KL Rahul: দেড় বছর পর টেস্টে ফিরেই উইকেট! কাহানি মে টুইস্ট…
India vs Australia Pink Ball Test: ঘরের মাঠে তাঁর পারফরম্যান্স নজরকাড়া। অ্যাডিলেডে একাদশে এসেই ইমপ্যাক্ট রাখতে চেয়েছিলেন। কিন্তু কাহানি মে এমন টুইস্ট হবে, সেটা যেন ভাবতে পারেননি। ভারতের স্কোরবোর্ডে সেই মুহূর্তে কোনও ড্যামেজ হয়নি বলাই যায়।
চোটের জন্যই হোক কিংবা ‘মন্তব্য’ জশ হ্যাজলউড অ্যাডিলেড টেস্টে নেই। প্রত্যাশিত ভাবেই তাঁর জায়গায় অজি একাদশে জায়গা পেয়েছেন স্কট বোল্যান্ড। শেষ বার অ্যাসেজ সিরিজে খেলেছিলেন। ঘরের মাঠে তাঁর পারফরম্যান্স নজরকাড়া। অ্যাডিলেডে একাদশে এসেই ইমপ্যাক্ট রাখতে চেয়েছিলেন। কিন্তু কাহানি মে এমন টুইস্ট হবে, সেটা যেন ভাবতে পারেননি। ভারতের স্কোরবোর্ডে সেই মুহূর্তে কোনও ড্যামেজ হয়নি বলাই যায়।
ইনিংসের প্রথম বলে উইকেট নিয়ে ‘মাহোল’ তৈরি করে দিয়েছিলেন মিচেল স্টার্ক। প্রথম পরিবর্ত বোলার হিসেবে আক্রমণে স্কট বোল্যান্ড। পারথে দু-ইনিংসেই দুর্দান্ত পারফর্ম করা লোকেশ রাহুল খাতা খোলার অপেক্ষায়। উল্টো দিকে শুভমন গিল দুর্দান্ত ব্যাটিং করছেন। খাতা খোলার চেষ্টায় সময় নিচ্ছেন রাহুল। স্কট বোল্যান্ড আক্রমণে এসেই রাইজিং ডেলিভারি। কট বিহাইন্ডের আবেদন করেই সেলিব্রেশনে মত্ত অজি শিবির। কিন্তু একদমই পরিস্থিতি বদলে গেল।
অন ফিল্ড আম্পায়ার নো-বলের সিগন্যাল দেন। রিপ্লে-তে পরিষ্কার ধরা পড়ে ওভারস্টেপিংয়ের জন্য নো-বল। তা হলে কি বড় মিস করল অস্ট্রেলিয়া? কিন্তু রিপ্লেতে দেখা যায়, রাহুলের ব্যাট কিংবা গ্লাভসে বল লাগেনি। তবে এতটাই ক্লোজ কল ছিল, নো বল না হলে এবং আম্পায়ার অজি ফিল্ডারদের জোশ দেখে আউট দিলে, রাহুল আদৌ ডিআরএস নিতেন কি না, সন্দেহ রয়েছে।
সে সময় ১৯ বল খেলেছিলেন লোকেশ রাহুল। ২১ নম্বর ডেলিভারিতে অবশেষে খাতা খুললেন। আর তারপর দুর্দান্ত বাউন্ডারিও। একেই বলে কাহানি মে টুইস্ট। স্লিপে একটি ক্যাচও ওঠে, যদিও তা ড্রপ। ভাগ্য এখনও সঙ্গ দিয়েছে রাহুলের।
‘KL’ucky Rahul! 😮💨#ScottBoland’s dramatic start to the #PinkBallTest: No-ball dismissal of #KLRahul on the first delivery and a dropped catch on the fifth ball! 🏏🎭
Will he make it BIG now? 👀#AUSvINDOnStar 2nd Test 👉 LIVE NOW on Star Sports! #AUSvIND | #ToughestRivalry pic.twitter.com/dCYLDKv2Pd
— Star Sports (@StarSportsIndia) December 6, 2024