IND vs AUS: বিশ্বকাপের আগে ‘সুর-তাল-ছন্দ’ মিলিয়ে নেওয়ার লক্ষ্যে টিম ইন্ডিয়া

Sep 22, 2023 | 8:15 AM

India vs Australia 1st ODI Preview: শুভমন গিলের জন্য গর্বের মুহূর্ত হতে চলেছে। নিজের হোম গ্রাউন্ড মোহালিতে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলতে চলেছেন। এশিয়া কাপে অনবদ্য পারফর্ম করেছেন। একটি সেঞ্চুরিও রয়েছে। এ বছর তাঁর স্বপ্নের কাটছে। সেই ঘোর যাতে না কাটে, ভারতীয় টিমেরও সেটাই প্রত্যাশা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দু-ম্যাচে পরীক্ষার অনেক জায়গা। বিশেষ করে বলতে হবে-ওয়াশিংটন সুন্দর, রবিচন্দ্রন অশ্বিন, সূর্যকুমার যাদব, শ্রেয়স আইয়ারের কথা।

IND vs AUS: বিশ্বকাপের আগে সুর-তাল-ছন্দ মিলিয়ে নেওয়ার লক্ষ্যে টিম ইন্ডিয়া
Image Credit source: X

Follow Us

সদ্য এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছে ভারত। লক্ষ্য বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া। ১৯৮৩, ২০১১। ওয়ান ডে ফরম্যাটে দু-বার বিশ্বকাপ জিতেছে ভারত। তবে আইসিসি ট্রফির খরা চলছে দীর্ঘদিন। শেষ বার ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি। মাল্টি টিম ইভেন্টেও ট্রফি খরা চলছিল। পাঁচ বছর পর এশিয়া কাপে সেই খরা মিটেছে। এ বার কি ঘরের মাঠে আইসিসি ট্রফির খরাও কাটবে? ২০১১ সালে ঘরের মাঠেই চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। বিশ্বকাপের আগে সব দিক ঠিক রয়েছে কিনা দেখে নিতেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজ। আজ মোহালিতে প্রথম ম্যাচ। নজরে বেশ কিছু বিষয়। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

শুভমন গিলের জন্য গর্বের মুহূর্ত হতে চলেছে। নিজের হোম গ্রাউন্ড মোহালিতে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলতে চলেছেন তিনি। এশিয়া কাপে অনবদ্য পারফর্ম করেছেন। একটি সেঞ্চুরিও রয়েছে। এ বছর তাঁর স্বপ্নের কাটছে। সেই ঘোর যাতে না কাটে, ভারতীয় টিমেরও সেটাই প্রত্যাশা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দু-ম্যাচে পরীক্ষার অনেক জায়গা। বিশেষ করে বলতে হবে-ওয়াশিংটন সুন্দর, রবিচন্দ্রন অশ্বিন, সূর্যকুমার যাদব, শ্রেয়স আইয়ারের কথা।

বিশ্বের অন্যতম সেরা হোয়াইট বল ব্যাটার সূর্যকুমার যাদব। টি-টোয়েন্টি ফরম্যাটে বিশ্বের এক নম্বর। ওয়ান ডে ক্রিকেটে সুযোগ সে ভাবে কাজে লাগাতে পারছেন না। বিশ্বকাপের স্কোয়াডেও রয়েছেন সূর্য। হেড কোচ রাহুল দ্রাবিড় পরিষ্কার করে দিয়েছেন, বিশ্বকাপের ভাবনায় পুরোপুরি রয়েছেন সূর্য। কিন্তু কোন পজিশনে খেলবেন! প্রথম দু-ম্যাচে রোহিত শর্মা, বিরাট কোহলি বিশ্রামে। ফলে মোহালিতে নজর থাকবে ব্যাটিং লাইন আপে। ওপেনিংয়ে শুভমন গিলের সঙ্গে কে? প্রথম দু-ম্যাচের নেতা লোকেশ রাহুল কি ওপেন করবেন? সম্ভাবনা ক্ষীণ। ওপেনিংয়ে শুভমনের সঙ্গে দেখা যেতে পারে ঈশান কিষাণকে। আবার অন্য অঙ্কও ঘুরছে।

অনেক ক্ষেত্রেই দেখা গিয়েছে, যে ব্যাটার ফর্মে নেই তাঁকে দিয়ে ওপেন করানো হয়। এই ম্যাচে শ্রেয়সকে দেখা যেতে পারে! এশিয়া কাপে মাত্র এক ম্যাচেই ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিলেন। পাকিস্তানের বিরুদ্ধে সেই ম্যাচ বৃষ্টির কারণে নিষ্ফলাই ছিল। লোকেশ রাহুল সুপার ফোরের আগে দলে যোগ দেওয়ার পরই চোট পান শ্রেয়স। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে তাঁরও পরীক্ষা। রাহুল দ্রাবিড় জানিয়েছিলেন, চার নম্বরে শ্রেয়সেই ভরসা রাখছেন। তাহলে কি চারেই নামবেন!

ব্যাটিং অর্ডারে ধোঁয়াশার পাশাপাশি বোলিংয়ে নজর রবিচন্দ্রন অশ্বিনের দিকে। দেড় বছর পর হঠাৎই ওয়ান ডে দলে ডাক পেয়েছেন অশ্বিন। স্কোয়াডে রয়েছেন আর এক অফস্পিনার অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরও। প্রথম দু-ম্যাচে অশ্বিন সুযোগ পাবেন, নিশ্চিত করেছেন হেড কোচ রাহুল দ্রাবিড়। সাফল্য পেলে বিশ্বকাপের দলেও এন্ট্রি মিলতে পারে অশ্বিনের। তাহলে বাদ পড়বেন কে?

প্রতিপক্ষ অস্ট্রেলিয়া সদ্য দক্ষিণ আফ্রিকায় পাঁচ ম্যাচের সিরিজ হেরে এসেছে। প্রথম দু-ম্যাচ জিতে ২-০ এগিয়ে ছিল তারা। বাকি তিন ম্যাচেই হার। তাও আবার একশোর বেশি রানের ব্যবধানে। অস্ট্রেলিয়া শিবিরে স্বস্তি, এই সিরিজে খেলবেন নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স। চোট সারিয়ে ফিরেছেন তারকা ব্যাটার স্টিভ স্মিথও।

Next Article