Rohit Sharma: ছয় বছর পর মিডল অর্ডারে রোহিত শর্মা, ‘সেরা’ পরিসংখ্যান সঙ্গ দিল না!
India vs Australia Pink Ball Test: রোহিত কোথায় খেলবেন? অবশেষে তাঁকে সাদা বলের ক্রিকেটের মতো টেস্টেও ওপেনিংয়ের প্রস্তাব দেওয়া হয়। সেটাই টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায়। সাদা বলের পাশাপাশি টেস্টেও বিশ্বের অন্যতম সেরা ওপেনার হয়ে ওঠেন রোহিত শর্মা। অ্যাডিলেডে ফিরতে হল মিডল অর্ডারে।
দীর্ঘ ছয় বছর। ছয় নম্বর। কেরিয়ারের শুরুর দিকে মিডল অর্ডারেই ব্যাট করতে রোহিত শর্মা। সে সময় শক্তিশালী ওপেনিং জুটি। মিডল অর্ডার ছাড়া উপায় ছিল না। তবে ভারতের তারকা ক্রিকেটাররা অবসর নিতে পরিস্থিতি বদলায়। সেটা প্রাথমিক ভাবে খারাপ হলেও আদতে রোহিতের জন্য শাপে বর হয়ে দাঁড়ায়। বিরাট কোহলি, চেতেশ্বর পূজারা, অজিঙ্ক রাহানে! রোহিত কোথায় খেলবেন? অবশেষে তাঁকে সাদা বলের ক্রিকেটের মতো টেস্টেও ওপেনিংয়ের প্রস্তাব দেওয়া হয়। সেটাই টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায়। সাদা বলের পাশাপাশি টেস্টেও বিশ্বের অন্যতম সেরা ওপেনার হয়ে ওঠেন রোহিত শর্মা। অ্যাডিলেডে ফিরতে হল মিডল অর্ডারে। কিন্তু সেরা পরিংসখ্যান সঙ্গ দিল না।
পারথ টেস্টে ছিলেন না ক্যাপ্টেন রোহিত শর্মা। তার আগে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হতাশার সিরিজ কেটেছে। অ্যাডিলেডে ফিরে আরও চাপে পড়েন। পারথ টেস্টে ভারতের ওপেনিং জুটি দুর্দান্ত পারফরম্যান্স করেছে। দ্বিতীয় ইনিংসে ডাবল সেঞ্চুরির পার্টনারশিপ। রোহিত ফেরায় এই জুটি ভাঙার সম্ভাবনা ছিল। কিন্তু টিম ম্যানেজমেন্ট, রোহিত কেউই সেটা চাননি। ক্যাপ্টেন রাজী হয়েছিলেন যশস্বী-রাহুলই ওপেন করুক। তিনে শুভমন। তিনি মিডল অর্ডারে ব্যাট করবেন, তবে নম্বর তখনও ঠিক হয়নি।
ছয় বছর পর মিডল অর্ডারে নামলেন। ছয় নম্বরই বেছে নিলেন রোহিত। একদিক থেকে মনে হয়েছিল, সঠিক সিদ্ধান্তই নিয়েছেন। দ্বিতীয় সেশনে ব্যাট করা সুবিধার। যদিও হতাশায় মাঠ ছাড়তে হল রোহিতকে। স্কট বোল্যান্ডের ডেলিভারিতে লেগ বিফোর। রিভিউয়ের কথা ভাবনায় এলেও পন্থের সঙ্গে আলোচনার পর না নেওয়ারই সিদ্ধান্ত নেন। রিভিউ নিলেও লাভ হত না। সে কারণেই এমন সিদ্ধান্ত। ২৩ বলে ৩ রানেই শেষ ক্যাপ্টেনের ইনিংস।
পরিসংখ্যান বলছে, টেস্টে ছয় নম্বরে ২৬ ইনিংসে তাঁর হাজারের উপর রান ছিল। ব্যাটিং গড় ৫৪.৭! ব্যাটিং অর্ডারে ৩-৪-৫ নম্বরে যা খুবই খারাপ। তিনে ব্যাটিং গড় ২১.৪, চারে ১ ইনিংসে ৪ রান, পাঁচে ১৬ ইনিংসে ৪৩৭ রান, গড় ২৯.১। ওপেনিংয়ে ৬৪ ইনিংসে ৪৪ গড়ে ২৬৮৫ রান রয়েছে তাঁর। পরিসংখ্যান যতই বলুক ছয় নম্বরেই রোহিত সেরা, কিন্তু ছয় বছর পর তা হল না।