IND vs ENG: লাঞ্চের আগেই ইংল্যান্ডের পাঁচ উইকেট ‘খেয়ে নিল’ ভারত

India vs England 4th Test: জসপ্রীত বুমরা না থাকায় মহম্মদ সিরাজের বোলিং সঙ্গী হিসেবে মুকেশ কুমার কিংবা আকাশ দীপের মধ্যে কোনও একজনকে বেছে নিতে হত। তবে পিচে যেমন ফাঁটল ছিল, বাড়তি স্পিনার খেলানোর লোভ সামলানোও কঠিন। অক্ষর প্যাটেলও দৌড়ে ছিলেন। তবে আকাশ দীপকেই খেলানোর সিদ্ধান্ত নেয় ভারতীয় টিম ম্য়ানেজমেন্ট। প্রথম সেশনেই নিজের দক্ষতা প্রমাণ করেন। আবহাওয়া যেমন, সুইং করানোর মতো নয়। তাই পিচ থেকেই সুবিধা আদায় করে নিতে হত। আকাশ দীপ সেটাই করলেন।

IND vs ENG: লাঞ্চের আগেই ইংল্যান্ডের পাঁচ উইকেট 'খেয়ে নিল' ভারত
Image Credit source: BCCI
Follow Us:
| Updated on: Feb 23, 2024 | 12:03 PM

টস জিতে ব্যাটিং নিতে দ্বিধা করেননি ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। ম্যাচের আগের দিন বারবার বলেছেন, এমন পিচ তিনি দেখেননি। কিন্তু ইংল্যান্ডের শুরুটা দেখে মনে হয়েছিল, সঠিক সিদ্ধান্তই নিয়েছেন বেন স্টোকস। কিন্তু অভিষেককারী পেসার আকাশ দীপের এক ওভারে জোড়া ধাক্কা ইংল্য়ান্ডকে প্রবল চাপে ফেলে। আর টেস্ট ক্রিকেট মানেই যে ধৈর্যের পরীক্ষা। সেই ধৈর্য দেখাতে ব্যর্থ ইংল্যান্ড। নিজেদের ‘বাজবল’ দ্বিধায় প্রথম সেশনে ব্যাকফুটে। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

জসপ্রীত বুমরা না থাকায় মহম্মদ সিরাজের বোলিং সঙ্গী হিসেবে মুকেশ কুমার কিংবা আকাশ দীপের মধ্যে কোনও একজনকে বেছে নিতে হত। তবে পিচে যেমন ফাঁটল ছিল, বাড়তি স্পিনার খেলানোর লোভ সামলানোও কঠিন। অক্ষর প্যাটেলও দৌড়ে ছিলেন। তবে আকাশ দীপকেই খেলানোর সিদ্ধান্ত নেয় ভারতীয় টিম ম্য়ানেজমেন্ট। প্রথম সেশনেই নিজের দক্ষতা প্রমাণ করেন। আবহাওয়া যেমন, সুইং করানোর মতো নয়। তাই পিচ থেকেই সুবিধা আদায় করে নিতে হত। আকাশ দীপ সেটাই করলেন।

পিচ থেকে মুভমেন্ট আদায় করে নিলেন। তাঁর গতি বেশি হওয়ায় তাঁর বোলিং বুঝে উঠতে পারেনি ইংল্যান্ডের টপ অর্ডার। ইংল্যান্ড ইনিংসের প্রথম তিন উইকেট আকাশ দীপের ঝুলিতেই। প্রথম স্পেলে ৭ ওভারে ৩ উইকেট। টেস্ট ক্রিকেটকে নিজের মতো আলিঙ্গন করে নিলেন বাংলার পেসার আকাশ দীপ। পরবর্তী ধাক্কা রবিচন্দ্রন অশ্বিনের। বাজবলের অন্যতম অস্ত্র সুইপ। অশ্বিনের বলে সুইপ খেলতে গিয়ে মিস। সেট হয়েও উইকেট খোয়ালেন জনি বেয়ারস্টো। ইংল্যান্ডের বিরুদ্ধে ১০০ উইকেটের নজির অশ্বিনের।

বেন স্টোকস আগেই বলেছিলেন পিচ নিয়ে তিনি ধোঁয়াশায়। তাঁর সেই নেতিবাচক ভাবনা আরও যেন বাড়ল। রবীন্দ্র জাডেজার ডেলিভারি যতটা বাউন্স হবে ভেবেছিলেন, হয়নি। লেগ বিফোর হন স্টোকস। ১১২ রানেই পঞ্চম উইকেট হিসেবে স্টোকসকে হারায় ইংল্যান্ড। এরপরই লাঞ্চ ব্রেক নেওয়া হয়। ইংল্যান্ডের ভরসা এখন জো রুট।