IND vs ENG: সেট ব্যাটার জনি বেয়ারস্টোকে যে ভাবে বোকা বানালেন জাডেজা…

Jan 27, 2024 | 9:57 PM

India vs England 1st Test: বুমরার বিরুদ্ধে জো রুট ও বেয়ারস্টোর ব্যাটিংয়ে টেকনিক্যাল পার্থক্য ছিল। রুট অফ ও মিডল স্টাম্প গার্ড নিয়েছিলেন। বুমরা উইকেট টার্গেট করেই বল করছিলেন। সঙ্গে গতির হেরফের। তাতেই উইকেট আসে। মিডল স্টাম্পে পড়ে সামান্য ভেতরে ঢোকা বলে লেগ বিফোর হন রুট। বেয়ারস্টোকে দেখা যায় ওপেন স্টান্সে। মিডল ও লেগ স্টাম্প গার্ড নিয়েছিলেন। ফলে বুমরার ডেলিভারি তাঁকে বেশি বিব্রত করতে পারেনি।

IND vs ENG: সেট ব্যাটার জনি বেয়ারস্টোকে যে ভাবে বোকা বানালেন জাডেজা...
Image Credit source: X

Follow Us

কলকাতা: সিরিজ শুরুর আগেই এই নিয়ে আলোচনা হয়েছিল। স্পিন সহায়ক পিচে বল টার্ন না করলে কী হবে! যেটা হল জনি বেয়ারস্টোর সঙ্গে। জো রুটের উইকেট হারিয়ে অস্বস্তিতে ইংল্যান্ড। সে সময় বিধ্বংসী বোলিং করছেন জসপ্রীত বুমরা। পরিস্থিতি সামাল দিলেন জনি বেয়ারস্টো। রুটের সঙ্গে টিকনিক্যাল কিছু পার্থক্য রেখেই বুমরাকে দারুণ ভাবে সামলালেন জনি বেয়ারস্টো। এমনকি রবীন্দ্র জাডেজাকেও নিখুঁত টেকনিকে অস্বস্তিতে রেখেছিলেন। এরপরই খেই হারালেন। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

বুমরার বিরুদ্ধে জো রুট ও বেয়ারস্টোর ব্যাটিংয়ে টেকনিক্যাল পার্থক্য ছিল। রুট অফ ও মিডল স্টাম্প গার্ড নিয়েছিলেন। বুমরা উইকেট টার্গেট করেই বল করছিলেন। সঙ্গে গতির হেরফের। তাতেই উইকেট আসে। মিডল স্টাম্পে পড়ে সামান্য ভেতরে ঢোকা বলে লেগ বিফোর হন রুট। বেয়ারস্টোকে দেখা যায় ওপেন স্টান্সে। মিডল ও লেগ স্টাম্প গার্ড নিয়েছিলেন। ফলে বুমরার ডেলিভারি তাঁকে বেশি বিব্রত করতে পারেনি।

হায়দরাবাদের পিচে প্রথম দিন থেকেই বল টার্ন করছে। তৃতীয় দিন আরও বেশি টার্ন হবে এমনই প্রত্যাশিত। হলও তাই। রবীন্দ্র জাডেজা রাউন্ড দ্য উইকেট বোলিং করছিলেন। ডান হাতি ব্যাটার বেয়ারস্টোর ক্ষেত্রে বেশির ভাগ বলই বাইরে যাচ্ছিল। এই ফাঁদেই পড়েন বেয়ারস্টো। টার্নিং পিচে বল টার্ন করা কতটা বিপজ্জনক, টের পেলেন বেয়ারস্টো। অফস্টাম্পে বল পড়েছিল। স্বাভাবিক ভাবেই জনি বেয়ারস্টো ভেবেছেন টার্ন নিয়ে তা বাইরে যাবে। অফস্টাম্প গার্ড করে বল ছেড়ে দেন। কিন্তু সেই আর্ম বল বেয়ারস্টোর উইকেট ছিটকে দেয়।

রবীন্দ্র জাডেজার অন্যতম সেরা অস্ত্র আর্ম বল। যা পড়ার পর সোজা যায়। কিছু ক্ষেত্রে পিচের জন্যও এমন হয়। বাকিটা নিঃসন্দেহে জাডেজার দক্ষতা। টার্নিং পিচেও সোজা বল করার। ধারাভাষ্যে ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রীও বাঁ হাতি স্পিনার জাডেজার বিশেষ দক্ষতার প্রশংসা করেন।

Next Article