IND vs ENG: রজত না সরফরাজ, কার অভিষেক হচ্ছে? মত দিলেন ব্যাটিং কোচ

Jan 31, 2024 | 8:00 PM

India vs England Test Series: শুক্রবার শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট। বিরাট কোহলির মতো তারকা ব্যাটার না থাকায় এমনিতেই চাপে ভারত। চোট আঘাতে চাপ বেড়েছে। বিশাখাপত্তনমে টেস্ট অভিষেক হবে সরফরাজ খান কিংবা রজত পাতিদারের মতো কোনও একজনের। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্স এবং সদ্য ভারত এ দলের হয়ে সেঞ্চুরি হাঁকানো সরফরাজ খানই যেন কিছুটা এগিয়ে। আর দু-জনকেই খেলানো হলে!

IND vs ENG: রজত না সরফরাজ, কার অভিষেক হচ্ছে? মত দিলেন ব্যাটিং কোচ
Image Credit source: INSTAGRAM

Follow Us

কলকাতা: ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে পিছিয়ে ভারত। হায়দরাবাদ টেস্টে ভারত হেরেছে মাত্র ২৮ রানে। ব্যাটিং বিভাগ আর একটু ধৈর্য দেখালে পিছিয়ে পড়তে হত না। হারের পাশাপাশি আরও নানা সমস্যা ভারতীয় শিবিরে। হ্যামস্ট্রিংয়ে চোট রবীন্দ্র জাডেজার। দ্বিতীয় টেস্টে তাঁকে পাওয়া যাবে না। পুরো সিরিজেই অনিশ্চিত জাডেজা। চোটে দ্বিতীয় ম্যাচ থেকে ছিটকে গিয়েছেন লোকেশ রাহুলও। ভারতের স্কোয়াডে দুই নতুন মুখ রজত পাতিদার এবং সরফরাজ খান রয়েছেন। বিশাখাপত্তনমে কার অভিষেক হবে? ব্যাটিং কোচ বিক্রম রাঠোর নিজের চিন্তার কথা বললেন। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

শুক্রবার শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট। বিরাট কোহলির মতো তারকা ব্যাটার না থাকায় এমনিতেই চাপে ভারত। চোট আঘাতে চাপ বেড়েছে। বিশাখাপত্তনমে টেস্ট অভিষেক হবে সরফরাজ খান কিংবা রজত পাতিদারের মতো কোনও একজনের। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্স এবং সদ্য ভারত এ দলের হয়ে সেঞ্চুরি হাঁকানো সরফরাজ খানই যেন কিছুটা এগিয়ে। আর দু-জনকেই খেলানো হলে!

ব্যাটিং অর্ডারে সরফরাজ না রজত এই প্রসঙ্গে সাংবাদিক সম্মেলনে ব্যাটিং কোচ বিক্রম রাঠোর বলেন, ‘সত্যি বলতে, খুবই কঠিন কাজ। দু-জনেই দুর্দান্ত প্লেয়ার। টিমের সম্পদ। ঘরোয়া ক্রিকেটে ওরা কত ভালো পারফর্ম করেছে, আমরা সকলেই জানি। এই ধরনের পিচে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে সরফরাজ, রজতের মতো ব্যাটার।’ তা হলে কি দু-জনকেই খেলানোর সম্ভাবনা রয়েছে? বিক্রমের প্রশ্নে সেই ধোঁয়াশাও থাকল। বলছেন, ‘আমাদের যদি কোনও একজনকে বেছে নিতে হয়, নিঃসন্দেহে সেটা খুবই কঠিন কাজ হতে চলেছে। এই সিদ্ধান্তটা রাহুল দ্রাবিড় ও রোহিত শর্মা মিলেই নেবে।’

Next Article