IND vs ENG: ‘ভারতই জিতবে…’, সিরিজ শুরুর আগেই ইংল্যান্ডকে হারিয়ে দিলেন আথারটন!
India vs England Test Series: প্রায় এক যুগ হতে চলল ভারতের মাটিতে টেস্ট সিরিজ জেতেনি ইংল্যান্ড। স্বাভাবিক ভাবেই এই সিরিজ নিয়ে বাড়তি উন্মাদনা। ইংল্যান্ড দলে দক্ষ ব্যাটার রয়েছেন। শেষ মুহূর্তে ব্যক্তিগত কারণে হ্যারি ব্রুক নাম তুলে নেওয়ায় মনে হয়েছিল ইংল্যান্ড অস্বস্তিতে। তবে তাঁর পরিবর্তে নেওয়া হয়েছে ড্যান লরেন্সকে। ব্যাটিংয়ের পাশাপাশি ইংল্যান্ডের স্পিন বিভাগও শক্তিশালী হয়েছে এতে। ভারতে আসার আগে আবু ধাবিতে দীর্ঘ শিবির করেছে ইংল্যান্ড ক্রিকেট দল।
কলকাতা: হাই-ভোল্টেজ সিরিজের মঞ্চ তৈরি। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। ২৫ জানুয়ারি থেকে প্রথম টেস্ট। হায়দরাবাদে হবে প্রথম ম্যাচটি। আজ থেকে চূড়ান্ত অনুশীলনে নামছে ভারত-ইংল্যান্ড দু-দল। সিরিজ শুরুর আগেই নিজেদের দলকে হারিয়ে দিলেন ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার! ভারতের সঙ্গে মানসিক লড়াইয়ে এগিয়ে থাকতেই কি এমন মন্তব্য? তাঁর যুক্তি, স্পিন বোলিং আক্রমণের জন্যই ভারত এগিয়ে এবং এই সিরিজে ভারতই জিতবে। আর কী বলছেন ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার মাইকেল আথারটন? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
প্রায় এক যুগ হতে চলল ভারতের মাটিতে টেস্ট সিরিজ জেতেনি ইংল্যান্ড। স্বাভাবিক ভাবেই এই সিরিজ নিয়ে বাড়তি উন্মাদনা। ইংল্যান্ড দলে দক্ষ ব্যাটার রয়েছেন। শেষ মুহূর্তে ব্যক্তিগত কারণে হ্যারি ব্রুক নাম তুলে নেওয়ায় মনে হয়েছিল ইংল্যান্ড অস্বস্তিতে। তবে তাঁর পরিবর্তে নেওয়া হয়েছে ড্যান লরেন্সকে। ব্যাটিংয়ের পাশাপাশি ইংল্যান্ডের স্পিন বিভাগও শক্তিশালী হয়েছে এতে। ভারতে আসার আগে আবু ধাবিতে দীর্ঘ শিবির করেছে ইংল্যান্ড ক্রিকেট দল। মূলত স্পিনের বিরুদ্ধেই যাবতীয় পরিকল্পনা বেন স্টোকসদের।
ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার মাইকেল আথারটন অবশ্য বলছেন, ‘ভারতই সিরিজ জিতবে।’ প্রথম দু-ম্যাচের স্কোয়াড ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। রয়েছেন চার স্পিনার। রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাডেজার থাকা নিশ্চিতই ছিল। অক্ষর প্যাটেলও রয়েছেন। দীর্ঘ সময় পর টেস্টে সুযোগ পেয়েছেন চায়নাম্যান কুলদীপ যাদব।
মাইক আথারটনের কথায়, ‘আমার মনে হয় ভারত জিতবে। ওদের স্পিন আক্রমণ ইংল্যান্ডের তুলনায় অনেক ভালো। স্পিনাররাই এই সিরিজে পার্থক্য গড়ে দেবে। অতীতেও তাই হয়েছে। ভারতের চার স্পিনারই ভিন্ন ধরনের। দু-জন বাঁ হাতি ফিঙ্গার স্পিনার রয়েছে জাডেজা এবং অক্ষর প্যাটেল। বাঁ হাতি রিস্ট স্পিনার কুলদীপ রয়েছে। আর রবিচন্দ্রন অশ্বিন সর্বকালের একজন সেরা স্পিনার।’
অভিজ্ঞতায় ইংল্যান্ডের স্পিন আক্রমণ পিছিয়ে বলেই মনে করেন আথারটন। স্কাই স্পোর্টসকে আরও বলেন, ‘ইংল্যান্ডের দক্ষ স্পিনার বাঁ হাতি জ্যাক লিচ। বাকি তিন স্পিনার টম হার্টলি, শোয়েব বশির, রেহান আহমেদ তিনজনই অনভিজ্ঞ।’ তবে শেষ মুহূর্তে ড্যান লরেন্সকে নেওয়া হয়তো ইংল্যান্ড স্পিন বোলিংকে কিছুটা হলেও বাড়তি ভরসা দেবে। সঙ্গে জো রুটের স্পিনের ক্ষমতা ভুললেও চলবে না।