IND vs ENG: ভারত সফর থেকে নাম তুললেন ইংল্যান্ডের তারকা ব্যাটার, পরিবর্তে স্পিনার!

India vs England Test Series: ভারতের মাটিতে প্রায় এক যুগ আগে শেষ বার টেস্ট সিরিজ জিতেছিল ইংল্যান্ড। এ বারের দল অনেক শক্তিশালী। যদিও হ্যারি ব্রুকের না থাকা বড় সমস্যা হয়ে দাঁড়াতে পারে ইংল্যান্ড শিবিরে। ২০২২ সালে টেস্ট অভিষেক হয় ব্রুকের। ১২ ম্যাচে ৬২.১৫ ব্যাটিং গড় তাঁর। স্ট্রাইকরেট ৯১.৭৬! ইংল্যান্ডের বাজবল স্টাইল ক্রিকেটের সাফল্যের অন্যতম কারিগর হ্যারি ব্রুক। তাঁর পরিবর্ত হিসেবে দলে ড্যান লরেন্স। কালকের মধ্যেই ভারতে পৌঁছবেন এই স্পিন বোলিং অলরাউন্ডার।

IND vs ENG: ভারত সফর থেকে নাম তুললেন ইংল্যান্ডের তারকা ব্যাটার, পরিবর্তে স্পিনার!
Image Credit source: ECB
Follow Us:
| Updated on: Jan 21, 2024 | 11:23 PM

কলকাতা: ভারত সফরের আগেই চাপ বাড়ল ইংল্যান্ড শিবিরে। শেষ মুহূর্তে দল থেকে নাম তুলে নিলেন ইংল্যান্ডের তারকা ব্যাটার। আজই হায়দরাবাদে পৌঁছনোর কথা ইংল্যান্ড টিমের। ভারত সফরের প্রস্তুতিতে আবু ধাবিতে শিবির করেছেন বেন স্টোকসরা। ভারত সফরে পাঁচ ম্যাচের সিরিজ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য এই সিরিজ খুবই গুরুত্বপূর্ণ। দু-দলই চাইবে যতটা সম্ভব পয়েন্ট নিতে। দুবাই থেকে ইংল্যান্ড টিমের বাকিরা ভারতে এলেও দেশে ফিরছেন তারকা ব্যাটার। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

ভারত-ইংল্যান্ড পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ শুরু ২৫ জানুয়ারি। হায়দরাবাদে সিরিজের প্রথম টেস্ট। ব্যক্তিগত কারণে পুরো সিরিজ থেকেই সরে দাঁড়ালেন হ্যারি ব্রুক। টেস্ট ক্রিকেটে তাঁর উত্থান নজর কাড়ার মতোই। গত বছর বিধ্বংসী ফর্মে ছিলেন। খেলেছিলেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও। ভারতে খেলার অতীত অভিজ্ঞতা থেকে তাঁকে দলের গুরুত্বপূর্ণ অংশ ধরা যায়। ভারতে যে স্পিন সহায়ক পিচ হবে, এ কথা বলাই যায়। হ্যারি ব্রুকের পরিবর্ত হিসেবে কোনও স্পিন বিকল্পই খুঁজছিল ইংল্যান্ড।

হ্যারি ব্রুককে নিয়ে এক বিবৃতিতে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড জানিয়েছে, ‘হ্যারি ব্রুক দ্রুতই দেশে ফিরছেন। ব্যক্তিগত কারণে ভারত সফর থেকে সরে দাঁড়িয়েছেন। পুরো সিরিজেই থাকছেন না। ব্রুকের পরিবার এই সময়ে গোপনীয়তা চেয়ে অনুরোধ করেছে। বোর্ডের অনুরোধ, ব্রুক কিংবা ওর পরিবারকে কোনও ভাবে যোগাযোগের চেষ্টা না করা হোক।’ বোর্ড পুরো সিরিজে তাঁর অনুপস্থিতির কথা জানালেনও, সূত্রের খবর পরের দিকে আসতেও পারেন ব্রুক।

ভারতের মাটিতে প্রায় এক যুগ আগে শেষ বার টেস্ট সিরিজ জিতেছিল ইংল্যান্ড। এ বারের দল অনেক শক্তিশালী। যদিও হ্যারি ব্রুকের না থাকা বড় সমস্যা হয়ে দাঁড়াতে পারে ইংল্যান্ড শিবিরে। ২০২২ সালে টেস্ট অভিষেক হয় ব্রুকের। ১২ ম্যাচে ৬২.১৫ ব্যাটিং গড় তাঁর। স্ট্রাইকরেট ৯১.৭৬! ইংল্যান্ডের বাজবল স্টাইল ক্রিকেটের সাফল্যের অন্যতম কারিগর হ্যারি ব্রুক। তাঁর পরিবর্ত হিসেবে দলে ড্যান লরেন্স। কালকের মধ্যেই ভারতে পৌঁছবেন এই স্পিন বোলিং অলরাউন্ডার। অফস্পিনার, মিডল অর্ডারে ব্যাট করেন লরেন্স। ১১টি টেস্টে ৪টি হাফসেঞ্চুরি রয়েছে তাঁর। উইকেট মাত্র তিনটি।