AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IND vs ENG, Rohit Sharma: বিরাটের বিকল্প রজত? রোহিত বললেন, আর কবে…

India vs England 1st Test: চলতি মরসুমে রঞ্জি ট্রফিতে রাহানে সে ভাবে মেলে ধরতে পারেননি নিজেকে। কিন্তু পূজারা যথেষ্ট ফর্মে আছেন। সদ্য প্রথম শ্রেণির ক্রিকেটে ২০ হাজার রানের অবিস্মরণীয় রেকর্ড পূরণ করে ফেলেছেন। সুনীল গাভাসকর, সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড়ের ক্লাবে নাম লেখানোর পর থেকেই পূজারাকে নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছিল। বিরাট ব্যক্তিগত কারণে সরে যাওয়ার পর পূজারাকে ভারতীয় টিমে ফেরানোর দাবি তুলে দিয়েছিলেন ক্রিকেট ভক্তরা।

IND vs ENG, Rohit Sharma: বিরাটের বিকল্প রজত? রোহিত বললেন, আর কবে...
Image Credit: PTI
| Edited By: | Updated on: Jan 24, 2024 | 6:07 PM
Share

কলকাতা: বিরাট কোহলির পরিবর্ত রজত পাতিদার? কোনও ভাবেই মেনে নিতে পারছে না ক্রিকেটমহল। তাই ঘুরে-ফিরে ঢুকে পড়ছে একই প্রশ্ন, চেতেশ্বর পূজারা-অজিঙ্ক রাহানের মতো সিনিয়র ক্রিকেটাররা থাকা সত্ত্বেও কেন টিমে সুযোগ পেলেন না? ইংল্যান্ড পাঁচ টেস্টের সিরিজ খেলতে পা রেখেছে ভারতে। ২৫ জানুয়ারি হায়দরাবাদে শুরু হচ্ছে প্রথম টেস্ট। বেন স্টোকসের টিম প্রতিপক্ষ হিসেবে যথেষ্ট কঠিন। সেই টিমের বিরুদ্ধে প্রথম দুটো দুটো টেস্টে বিরাটের মতো প্লেয়ারের না থাকা ভারতের পক্ষে নেতিবাচক দিক। কী ভাবে সামাল দেবেন রোহিত শর্মা? মাঠে নামার আগে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়তে হল ভারতের ক্যাপ্টেনকে। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

চলতি মরসুমে রঞ্জি ট্রফিতে রাহানে সে ভাবে মেলে ধরতে পারেননি নিজেকে। কিন্তু পূজারা যথেষ্ট ফর্মে আছেন। সদ্য প্রথম শ্রেণির ক্রিকেটে ২০ হাজার রানের অবিস্মরণীয় রেকর্ড পূরণ করে ফেলেছেন। সুনীল গাভাসকর, সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড়ের ক্লাবে নাম লেখানোর পর থেকেই পূজারাকে নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছিল। বিরাট ব্যক্তিগত কারণে সরে যাওয়ার পর পূজারাকে ভারতীয় টিমে ফেরানোর দাবি তুলে দিয়েছিলেন ক্রিকেট ভক্তরা। রোহিত কিন্তু বলে দিলেন, ‘আমরা ভেবেছিলাম, কোহলির অনুপস্থিতি পূরণ করতে পারবে এমন অভিজ্ঞ প্লেয়ারই নেওয়া উচিত। তার পর মনে হয়েছে, তা হলে আর কবে তরুণদের সুযোগ দেব?’

রোহিতের যুক্তি কিন্তু ফেলে দেওয়া যাচ্ছে না। ভারতীয় টিমের বেশ কয়েক জন সিনিয়র ক্রিকেট জীবনের প্রান্তে চলে এসেছেন। রাহানে, পূজারারা টেস্টে একটা সময় অপরিহার্য ছিলেন। কিন্তু তাঁদের আবার ফেরানো মানে পিছনের দিকে তাকানো। যা চাইছে না টিম ম্যানেজমেন্ট। রোহিত যে ভাবে পুরো ব্যাপারটা ব্যাখা করছেন, পূজারা ও রাহানের মতো দুই সিনিয়র ক্রিকেটারের আন্তর্জাতিক কেরিয়ারের যে শেষ, অনুমান করাই যায়।