Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Stokes on Dhoni: ধোনির পথেই সাফল্য! ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস যা বলছেন…

India vs England Test Series: চেন্নাই সুপার কিংস ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনি এবং কোচ স্টিফেন ফ্লেমিংয়ের সঙ্গে কাটানো মুহূর্ত, সেখান থেকে শিক্ষা নিয়ে কথা বলেন স্টোকস। ভারত-ইংল্যান্ড টেস্টের সম্প্রচারকারী চ্যানেলে বেন স্টোকস বলেন, 'আমাদের আইপিএল জয় নিয়ে অনেকেই কথা বলছেন। তবে আমি সেই অর্থে কোনও অবদান রাখতে পারিনি। চোট সমস্যায় জর্জরিত ছিলাম। তবে সিএসকের মতো ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত থাকতে পারাটাও বিশাল ব্যাপার।'

Stokes on Dhoni: ধোনির পথেই সাফল্য! ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস যা বলছেন...
Image Credit source: X
Follow Us:
| Updated on: Jan 31, 2024 | 12:05 AM

কলকাতা: শুধু ভারতীয় ক্রিকেটারই নন, বিদেশিদের কাছেও মহেন্দ্র সিং ধোনি আইকন। তাঁর ক্যাপ্টেন্সি অনেকের কাছে শেখার বিষয়। আইপিএলের গত সংস্করণে চ্যাম্পিয়ন হয়েছে চেন্নাই সুপার কিংস। ধোনির নেতৃত্বেই পাঁচ বার ট্রফি। গত বারের স্কোয়াডে ছিলেন বেন স্টোকসও। কিন্তু চোটের কারণে সেই অর্থে তাঁকে পাওয়া যায়নি। এই টেস্ট সিরিজের কথা মাথায় রেখে সতর্ক ছিলেন স্টোকস। ভারতের মাটিতে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ১-০ এগিয়ে ইংল্যান্ড। ক্যাপ্টেন বেন স্টোকস কৃতিত্ব দিচ্ছেন মহেন্দ্র সিং ধোনিকেও। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

চেন্নাই সুপার কিংস ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনি এবং কোচ স্টিফেন ফ্লেমিংয়ের সঙ্গে কাটানো মুহূর্ত, সেখান থেকে শিক্ষা নিয়ে কথা বলেন স্টোকস। ভারত-ইংল্যান্ড টেস্টের সম্প্রচারকারী চ্যানেলে বেন স্টোকস বলেন, ‘আমাদের আইপিএল জয় নিয়ে অনেকেই কথা বলছেন। তবে আমি সেই অর্থে কোনও অবদান রাখতে পারিনি। চোট সমস্যায় জর্জরিত ছিলাম। তবে সিএসকের মতো ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত থাকতে পারাটাও বিশাল ব্যাপার। এর আগে পুনে ওয়ারিয়র্সেও ফ্লেমিং এবং ধোনির সঙ্গে কাজ করেছি। ওরা যে ভাবে পরস্পরকে সম্মান করে, সেটা শিক্ষণীয় বিষয়।’

ব্রেন্ডন ম্যাকালাম ইংল্যান্ড টেস্ট টিমের কোচ হওয়ার পর কোনও সিরিজ হারেননি স্টোকসরা। কোচ ম্যাকালামের সঙ্গে স্টোকসের বোঝাপড়া দুর্দান্ত। ইংল্যান্ড অধিনায়ক আরও যোগ করেন, ‘যে কোনও সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ধোনি এবং ফ্লেমিংয়ের বোঝাপড়া, কোচ এবং ক্যাপ্টেনের যে আবেগ, অতুলনীয়। অনেক ক্ষেত্রে সাইড লাইনে বসে সেই আবেগটা বোঝা যায় না। ঠিক একই বিষয় আমার এবং বাজের (ব্রেন্ডন ম্যাকালাম) মধ্যেও মিল রয়েছে। বলা ভালো, ধোনি এবং ফ্লেমিংয়ের থেকে শেখার চেষ্টা করেছি।’