IND vs ENG: ঘরের মাঠে সিরিজ জয়, WTC পয়েন্ট টেবলে ভারতের পরিস্থিতি কী?
WTC Point Table: টানা তিনটি টেস্ট জিতে পয়েন্টের শতকরাও বেড়েছে ভারতের। ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজ। ৩-১ এগিয়ে ভারত। রাঁচি টেস্টে যদিও সহজ জয় বলা যায় না। প্রথম ইনিংসে ৩৫৩ রান করেছিল ইংল্যান্ড। পরিস্থিতি কঠিন হয়ে দাঁড়িয়েছিল ভারতের। ধ্রুব জুরেল দুটি গুরুত্বপূর্ণ জুটি গড়েন কুলদীপ যাদব ও আকাশ দীপকে নিয়ে। মাত্র ১০ রানের জন্য সেঞ্চুরি মিস করেন জুরেল। তবে তাঁর ইনিংসের সৌজন্যেই মাত্র ৪৬ রানের লিড নিতে সক্ষম হয় ইংল্যান্ড।

হায়দরাবাদে প্রথম টেস্ট হারে ভারতীয় শিবিরে বড় একটা ধাক্কা লেগেছিল। তার আগে বছর শেষে দক্ষিণ আফ্রিকার মাটিতে হার। প্রোটিয়া সফরে দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত ভাবে ঘুরে দাঁড়িয়েছিল ভারত। কেপটাউনে অনবদ্য জয় ছিনিয়ে নেয়। ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট হারলেও দারুণ ভাবে ঘুরে দাঁড়িয়েছে ভারত। বিশাখাপত্তনমে সমতা ফেরায়। রাজকোটে ৪৩৪ রানের রেকর্ড ব্যবধানে জিতেছিল ভারত। রাঁচিতে ৫ উইকেটের জয়ে সিরিজও নিশ্চিত করে নিয়েছে ভারতীয় দল। পঞ্চম টেস্ট ধরমশালায়। সিরিজ জিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট টেবলে কী পরিস্থিতি ভারতের? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
টানা তিনটি টেস্ট জিতে পয়েন্টের শতকরাও বেড়েছে ভারতের। ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজ। ৩-১ এগিয়ে ভারত। রাঁচি টেস্টে যদিও সহজ জয় বলা যায় না। প্রথম ইনিংসে ৩৫৩ রান করেছিল ইংল্যান্ড। পরিস্থিতি কঠিন হয়ে দাঁড়িয়েছিল ভারতের। ধ্রুব জুরেল দুটি গুরুত্বপূর্ণ জুটি গড়েন কুলদীপ যাদব ও আকাশ দীপকে নিয়ে। মাত্র ১০ রানের জন্য সেঞ্চুরি মিস করেন জুরেল। তবে তাঁর ইনিংসের সৌজন্যেই মাত্র ৪৬ রানের লিড নিতে সক্ষম হয় ইংল্যান্ড। দ্বিতীয় ইনিংসে কুলদীপ যাদব ও অশ্বিনের অনবদ্য বোলিংয়ে ভারত ঘুরে দাঁড়ায়। চতুর্থ ইনিংসে ১৯২ রানের লক্ষ্য তাড়ায় নেমে ওপেনিং জুটির শুরুটা দুর্দান্ত হয়। পরপর উইকেট হারিয়ে ফের চাপে পড়ে ভারত। শুভমন গিল ও ধ্রুব জুরেলের পরিণত ব্যাটিংয়ে ৫ উইকেটে জয়।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম দুটি সংস্করণেই ফাইনালে উঠেছিল ভারত। যদিও রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয়। নতুন সাইকেলে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। রাঁচিতে জয়ের পর দ্বিতীয় স্থান আরও মজবুত হল। এই ম্যাচের আগে ভারতের শতকরা পয়েন্ট ছিল ৫৯.৫২। রাঁচি টেস্টের পর তা হয়েছে ৬৪.৫৮। তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা অস্ট্রেলিয়া ও বাংলাদেশের গ্যাপ অনেকটাই বাড়িয়ে নিল ভারতীয় দল। ধরমশালা টেস্টেও জিততে পারলে পরিস্থিতি আরও ভালো হবে।
