Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

India vs Pakistan : ‘ভারত ফেভারিট, তবে পাকিস্তানও পার্থক্য কমিয়ে এনেছে’, বলছেন শাস্ত্রী

Ravi Shastri : শাস্ত্রী চান সব টপ অর্ডার ব্যাটাররা বাবর আজমের বড় স্কোর গড়ার পথ অনুসরণ করে চলুক।

India vs Pakistan : 'ভারত ফেভারিট, তবে পাকিস্তানও পার্থক্য কমিয়ে এনেছে', বলছেন শাস্ত্রী
Follow Us:
| Edited By: | Updated on: Sep 02, 2023 | 7:32 AM

কলকাতা : ২২ গজে ভারত বনাম পাকিস্তান (India vs Pakistan) ম্যাচ বলে কথা। এই ম্যাচ ঘিরে উত্তেজনা, উৎকণ্ঠা, আলোচনা, জল্পনার মাত্রা ২২ গজের বাকি সব লড়াইকে ছাপিয়ে যায়। এশিয়ার সেরা (Asia Cup 2023) ক্রিকেট টিম হওয়ার লড়াই শুরু হয়ে গিয়েছে। আজ, শনিবার শ্রীলঙ্কায় ভারত-পাকিস্তান দ্বৈরথ। প্রাক্তন ক্রিকেটাররা এই ম্যাচ নিয়ে মন্তব্য করা থেকে নিজেদের বিরত রাখতে পারছেন না। রবি শাস্ত্রীও (Ravi Sastri) তার ব্যতিক্রম নন। একটা সময় জাতীয় দলের কোচের পদ সামলেছেন। খুব কাছ থেকে এই ম্যাচের প্রভাব দেখেছেন। বর্তমানে ধারাভাষ্যকার রবি শাস্ত্রীও শনিবাসরীয় ভারত-পাক ম্যাচ নিয়ে নিজের মতামত জানিয়েছেন। এই ম্যাচে কোন দলকে এগিয়ে রাখছেন শাস্ত্রীজি? ইএসপিএল ক্রিকইনফোকে দেওয়া সাক্ষাৎকারে শাস্ত্রী জানিয়েছেন, এই ম্যাচ ভারতকেই ফেভারিট ধরছেন তিনি।  বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

তিনি বলেছেন, “আমি বলব ফেভারিট হিসেবে এই ম্যাচ শুরু করবে ভারত। ২০১১ সালের পর এটাই ভারতের সবচেয়ে শক্তিশালী টিম। এই দলে অভিজ্ঞ ও তরুণ ক্রিকেটারদের মিশেল রয়েছে। একইসঙ্গে এমন একজন অধিনায়ক রয়েছেন যিনি খেলাটা অন্য অনেকের চেয়ে ভালো বোঝেন।” ভারতকে ফেভারিট বলেও একটা ‘কিন্তু’ যোগ করেছেন প্রাক্তন জাতীয় কোচ। তিনি বলেন, “এরপরেও আমি বলব যে ভারতের সঙ্গে পার্থক্য কমিয়ে এনেছে পাকিস্তান। ৭-৮ বছর আগেও দুই টিম এবং ক্রিকেটারদের মধ্যে শক্তির পার্থক্য ছিল। এখন সেটা কমে এসেছে। পাকিস্তান বর্তমানে ভালো দলে পরিণত হয়েছে। ওদেরকে হারাতে হলে সেরা ক্রিকেট খেলতে হবে।”

ভারত-পাক ম্যাচে চাপ সামলে পারফর্ম করাটাই একজন ক্রিকেটারের মানসিক দৃঢ়তার পরিচয় দেয়। চাপ সামলানোর বিষয়ে শাস্ত্রী বলেছেন, “এই ম্যাচকে আর পাঁচটা ম্যাচের মতোই দেখতে হবে। এই ম্যাচকে অতিরিক্ত গুরুত্ব দেওয়ার ভাবনাচিন্তা বন্ধ করতে হবে। আর পাঁচটা ম্যাচের মতোই খেলতে হবে। চাপ বেশি থাকায় মানসিকভাবে শক্ত ক্রিকেটাররাই এই ম্যাচের সামাল দিতে পারে।”