Mukesh Kumar: প্রত্যাশা পূরণ, ওয়েস্ট ইন্ডিজে টেস্ট স্কোয়াডে বাংলার পেসার

India tour of West Indies: ক্যারিবিয়ান সফরে তিনি যে মূল স্কোয়াডে আসতে পারেন, এমনটাই আন্দাজ করা হচ্ছিল। অবশেষে প্রত্যাশা পূরণ। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজে মূল স্কোয়াডেই রয়েছেন বাংলার পেসার।

Mukesh Kumar: প্রত্যাশা পূরণ, ওয়েস্ট ইন্ডিজে টেস্ট স্কোয়াডে বাংলার পেসার
Image Credit source: twitter, FILE
Follow Us:
| Updated on: Jun 23, 2023 | 4:24 PM

মুম্বই: দীর্ঘ সময় ধরেই ভারতীয় বোর্ডের নির্বাচকদের রাডারে ছিলেন বাংলার পেসার মুকেশ কুমার। এর আগে সীমিত ওভারের দলে জায়গা করে নিয়েছেন। সদ্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতের স্ট্যান্ড বাই স্কোয়াডেও ছিলেন মুকেশ কুমার। ক্যারিবিয়ান সফরে তিনি যে মূল স্কোয়াডে আসতে পারেন, এমনটাই আন্দাজ করা হচ্ছিল। অবশেষে প্রত্যাশা পূরণ। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজে মূল স্কোয়াডেই রয়েছেন বাংলার পেসার। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

মুকেশ কুমার দীর্ঘ সময় ধরেই ভারত ‘এ’ টিমে খেলছিলেন। প্রথম শ্রেনির ক্রিকেটে মুকেশের পারফরম্যান্স নজরকাড়া। রঞ্জি ট্রফির পাশাপাশি ইরানি ট্রফিতেও দুর্দান্ত পারফর্ম করছেন। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সীমিত ওভারের স্কোয়াডে ছিলেন মুকেশ। তবে জাতীয় দলের জার্সিতে অভিষেক হয়নি। অনেক ক্রিকেটারের ক্ষেত্রে এর আগে এমনটা দেখা গিয়েছে। সিনিয়র দলের সঙ্গে রেখে ভবিষ্যতের জন্য তাঁদের প্রস্তুত করা হয়। ঘরের মাঠে বর্ডার-গাভাসকর ট্রফিতেই মুকেশের সুযোগ পাওয়ার সম্ভাবনা ছিল। যদিও শেষ অবধি তা হয়নি।

ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ২০৯ রানের বিশাল ব্যবধানে হেরেছে ভারত। স্কোয়াডে স্ট্যান্ড বাই ছিলেন বাংলার পেসার মুকেশ কুমার। ডিউক বলে প্রস্ততি সেরেছেন মুকেশ। তাঁকে স্ট্যান্ড বাই রাখার অন্যতম কারণও ছিল এটা। ওয়েস্ট ইন্ডিজেও ডিউক বলে খেলা হয়। ইংল্যান্ডে ডিউক বলে প্রস্তুতি সেরেছেন মুকেশ। ক্যারিবিয়ান সফরে তাঁর টেস্ট অভিষেকের সম্ভাবনা প্রবল।

টেস্ট স্কোয়াডের পাশাপাশি ওডিআই স্কোয়াডেও রয়েছেন মুকেশ কুমার। এ বছর ঘরের মাঠে ওডিআই বিশ্বকাপ। সামি, বুমরা, সিরাজদের পাশাপাশি বেঞ্চ স্ট্রেন্থ বাড়ানোই লক্ষ্য ভারতীয় বোর্ডের। সেই লক্ষ্যে মুকেশকেও প্রস্তুত করা হচ্ছে। ক’দিন পরই শুরু হচ্ছে দলীপ ট্রফি। ইস্ট জোনের স্কোয়াডে রয়েছেন মুকেশ। দলীপে ভালো পারফর্ম করতে পারলে ক্যারিবিয়ান সফরে বাড়তি আত্মবিশ্বাস পাবেন এই পেসার।