
বয়স শুধুই সংখ্যামাত্র। এই উদাহরণ নতুন নয়। অজিঙ্ক রাহানের ক্ষেত্রেও বোধ হয় তাই। টেস্ট দল থেকে বাদ পড়েছিলেন। প্রায় দেড় বছর পর সরাসরি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল স্কোয়াডে। ওভালে প্রথম একাদশেও। ৩৫ বছর বয়সে প্রত্যাবর্তনের প্রত্যাশা অন্তত ভারতীয় ক্রিকেটে না করাই ভালো। একজন বাদ পড়লে, তাঁর জায়গা নিতে প্রস্তুত একঝাঁক তরুণ ক্রিকেটার। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে অনবদ্য পারফরম্যান্সের জেরেই জাতীয় দলে প্রত্যাবর্তন। ওভালের ফাইনালেও দারুণ পারফরম্যান্স। ওয়েস্ট ইন্ডিজ সফরে শুধু দলে থাকাই নয়, ফিরে পেয়েছেন ভাইস ক্যাপ্টেন্সিও। বয়স প্রসঙ্গ উঠতেই…। কী বললেন রাহানে? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
বিরাট কোহলি ক্যাপ্টেন থাকাকালীন টেস্টে ডেপুটি ছিলেন অজিঙ্ক রাহানে। কোহলির অনুপস্থিতিতে নেতৃত্বও দিয়েছেন। ২০২০ সালে অস্ট্রেলিয়া সফরে ভাঙাচোরা দল নিয়ে টেস্ট সিরিজও জেতেন ক্যাপ্টেন রাহানে। টেস্ট ক্রিকেটে ফেরা এবং ভাইস ক্যাপ্টেন হওয়া, ‘নতুন’ ভূমিকা নয়, পরিষ্কার করে দিলেন রাহানে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরুর আগে এই ‘বয়সে’ স্বপ্নের প্রত্যাববর্তন শুনেই রাহানে বলে উঠলেন, ‘ভাইস ক্যাপ্টেন নতুন নয়। আগেও ৫-৬ বছর ছিলাম। আর স্বপ্নের প্রত্যাবর্তন! আমি এখনও ইয়ং। আমার মধ্যে এখনও অনেক ক্রিকেট বাকি। ব্যাটিং নিয়ে আত্মবিশ্বাসী। গত এক দেড় বছর ফিটনেস নিয়েও কাজ করেছি। টিমের জন্য এবং ব্যক্তিগত ভাবে প্রতিটা ম্যাচ ধরে এগনোই লক্ষ্য।’
গত দু-তিন মাসে আপনার কেরিয়ারে কী বদলেছে? আইপিএলের পারফরম্যান্সের জন্যই জাতীয় দলের দরজা খুলেছে। রাহানে বলেন, ‘সিএসকে আমাকে স্বাধীনতা দিয়েছিল। প্রতিটা প্লেয়ারকেই কিছু দায়িত্ব দেওয়া থাকে। এর আগে আইপিএলে আমার ভূমিকা ছিল, ইনিংস অ্যাঙ্কর করা। সিএসকে নিজের মতো খেলার কথা বলে। আসলে আমার খেলার ধরন স্ট্রোকপ্লেয়িং। সবসময়ই রান করার দিকে নজর দিই। টিম যে ভূমিকা দিয়েছিল সেটাই পালন করেছি। এখানেও রোহিত শর্মা আমাকে যে দায়িত্ব দেবে, সেই অনুযায়ীই খেলব।’
ওয়েস্ট ইন্ডিজ টিমকে কাগজে কলমে বাকিরা যাই বলুক, রাহানে এবং টিম ইন্ডিয়া তাদের সমীহ করছে। রাহানে আরও যোগ করেন, ‘প্রস্তুতির দিক থেকে ভালো। প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। ওয়েস্ট ইন্ডিজকে সম্মান করছি। ওদের টেস্ট ব়্যাঙ্কিং, বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতে পারেনি। বাইরে কে কী বলছে, তা নিয়ে মাথা ঘামাচ্ছি না। কোনও প্রতিপক্ষকেই সহজ ভাবে নিই না। ওয়েস্ট ইন্ডিজ টেস্ট ক্রিকেটে ভালো পারফর্ম করছে। ঘরের মাঠে ওরা খুবই ভালো। তবে আমরা নিজেদের টিমের শক্তির দিকেই বেশি নজর দিচ্ছি।’