
আগামী জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। কম্বিনেশন বাছাই এখনও হয়নি। ভারতীয় দলের হাতে তিনটিই ম্যাচ রয়েছে। এরপর ভরসা আইপিএল। তবে সেখানে টিম হিসেবে দেখা সম্ভব হবে না। শুধু তাই নয়, এই সিরিজ থেকে আদৌ ফাইনাল প্রস্তুতি সম্ভব কিনা, সেটা নিয়েও প্রশ্ন থাকতে পারে। টি-টোয়েন্টি স্কোয়াডে ফিরেছেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। যদিও আজ প্রথম টি-টোয়েন্টিতে খেলবেন না বিরাট কোহলি। টিমের সঙ্গে মোহালি আসেননি বিরাট। অধিনায়ক রোহিত শর্মা চার্টার্ড বিমানে এসে প্রস্তুতিতে নেমে পড়েন। কী বিষয়ে নজর থাকবে প্রথম টি-টোয়েন্টিতে? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
আফগানিস্তান স্কোয়াডে রয়েছেন রশিদ খান। যদিও ফুল ফিট নন তিনি। ভারতের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপের পর আর খেলেননি রশিদ। ম্যাচের আগে আফগানিস্তান অধিনায়ক ইব্রাহিম জাদরান সাংবাদিক সম্মেলনে জানিয়ে দিয়েছেন এই সিরিজে খেলবেন না রশিদ। তাতে অবশ্য খুব বেশি নিশ্চিন্ত হওয়ার জায়গা নেই ভারতীয় শিবিরে। আফগানিস্তান শিবিরে মুজিব উর রহমান, মহম্মদ নবি, নুর আহমেদের মতো স্পিনারও রয়েছেন। পেস বোলিংয়ে রয়েছেন নবীন উল হক। সবচেয়ে বেশি নজর থাকবে পেস বোলিং অলরাউন্ডার আজমতুল্লা ওমরজাই।
ভারতের হয়ে ওপেন করবেন অধিনায়ক রোহিত শর্মা। তাঁর ওপেনিং সঙ্গী হতে চলেছেন যশস্বী জয়সওয়াল। শুধু এক ম্যাচেই নয়, এই জুটিকে নিয়ে দীর্ঘমেয়াদী ভাবনা হেড কোচ রাহুল দ্রাবিড়ের। বিরাট কোহলি না থাকায় প্রথম ম্যাচে তিনে নামার সম্ভাবনা শুভমন গিলের। কিপার ব্যাটার হিসেবে সঞ্জু স্যামসনের, জীতেশ শর্মার মধ্যে লড়াই। গত কয়েক ম্যাচে জীতেশকেই খেলানো হয়েছে। এই সিরিজে চমক সঞ্জু। তাঁকে বিশ্বকাপের ভাবনায় রাখা হয়েছে কিনা, এ নিয়েও ধোঁয়াশা রয়েছে।
আজকের ম্যাচে দু-দলের আরও বড় চিন্তা আবহাওয়া। প্রচণ্ড ঠান্ডা। তাপমাত্রা ৩ ডিগ্রিতেও নামতে পারে। আবহাওয়া দফতর এমনই জানিয়েছে। এতে অবশ্য ভারতীয় পেসাররা কিছুটা উচ্ছ্বসিত হতেই পারেন। বলের মুভমেন্ট তুলনামূলক বেশি হতে পারে। চিন্তা রয়েছে কুয়াশার। বল ঠিকঠাক দেখা যাবে তো! এমনিতেই মোহালি স্টেডিয়ামের ফ্লাডলাইট টাওয়ারের উচ্চতা কম হওয়ায় অনেক ক্যাচ মিস হয়। বিশ্বকাপের প্রস্তুতিতে কিছু মিস না হলেই হল।