বেঙ্গালুরু: ভারত-অস্ট্রেলিয়া পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষ হল। ভারতের কাছে মধুরেণ সমাপয়েৎ। প্রথম দু-ম্যাচ জিতে এগিয়ে ছিল ভারত। তৃতীয় ম্যাচে হার। চতুর্থ ম্যাচ জিতেই সিরিজ নিশ্চিত করে ভারত। দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়ার আগে জয়ের আত্মবিশ্বাস সঙ্গী করতে চাইছিলেন অধিনায়ক সূর্যকুমার যাদব। বেঙ্গালুরুতে শেষ ওভারে ৬ রানের রুদ্ধশ্বাস জয় তরুণ ভারতের। ব্যাটিংয়ে ভরসা দেন অভিজ্ঞ শ্রেয়স আইয়ার ও অক্ষর প্যাটেল। মাত্র ১৬০ রানের পুঁজি নিয়ে বারবার চাপে পড়েছে ভারত। বোলাররা ম্যাচের রং বদলেছেন। ১৭তম ওভারে মুকেশ কুমারের জোড়া উইকেট ভারতকে ফের ম্যাচে ফেরায়। শেষ ওভারে জয়ের নায়ক অর্শদীপ সিং। ৯ রান ডিফেন্ড করতে হত। শেষ ওভারে ৩ রান দিয়ে ১ উইকেট নেন। অনবদ্য বোলিং অক্ষর প্যাটেল-রবি বিষ্ণোই স্পিন জুটির। ভারত-অস্ট্রেলিয়া পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচের আপডেটের জন্য নজর রাখুন TV9 Bangla Sports-এর এই লাইভ ব্লগে।
শেষ ওভারে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিল ভারত। সিরিজ জয় ৪-১ ব্যবধানে। বিস্তারিত পড়ুন : লো-স্কোরিং হাইভোল্টেজ নাটকীয় ম্যাচে জয়ের হাসি ভারতের
বেন ম্যাকডরমেটের হাফসেঞ্চুরি। ভারতীয় শিবির চাপে। দুই স্পিনার অক্ষর প্যাটেল ও রবি বিষ্ণোই অনবদ্য বোলিং করেন। তাঁদের কোটা শেষ। সেটাই চিন্তার বিষয়।
মুকেশ কুমার অজি শিবিরে প্রথম ধাক্কা দিয়েছিলেন। অক্ষর প্যাটেল-রবি বিষ্ণোই স্পিন জুটি আক্রমণে আসতেই কাউন্টার অ্যাটাকে অজি ব্যাটাররা। এতেই সাফল্য। হেডের পর অ্যারন হার্ডির উইকেট রবি বিষ্ণোইয়ের খাতায়।
শ্রেয়স আইয়াররের অনবদ্য ইনিংস। তাঁকে যোগ্য সঙ্গ দেন অক্ষর প্যাটেল। এই জুটিই মূলত ভরসা দিল ভারতকে। কঠিন পিচে অস্ট্রেলিয়াকে ১৬১ রানের লক্ষ্য দিল ভারত। বেঙ্গালুরুর পরিসংখ্যান অনুযায়ী রানটা কম মনে হলেও পরিস্থিতি বলছে, অজিদের জন্য কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে।
দুই ওপেনারই আউট। পাওয়ার প্লে-তে তিন উইকেটও হারাতে পারত ভারত। পয়েন্টে অল্পের জন্য শ্রেয়সের ক্যাচ ফসকান ম্যাকডেরমট। বল ধরে দ্রুত ছুড়েছিলেন। রান আউট থেকেও কোনওরকমে বাঁচেন শ্রেয়স। মন্থর পিচ, আউট ফিল্ডও স্লো। শট খেলতে সমস্যা হচ্ছে। পাওয়ার প্লে-তে ২ উইকেট হারিয়ে মাত্র ৪২ রান ভারতের। ক্রিজে সূর্য-শ্রেয়স জুটি।
বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে হাইস্কোরিং ম্যাচই দেখা যায়। যদিও ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে অনেক ডেলিভারিই থমকে আসছে। নতুন বলেও সমস্যা। শট খেলতে অস্বস্তিতে পড়ছেন ব্যাটাররা।
আইপিএলের উন্মাদনা যেন এখন থেকেই শুরু। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়াম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হোম গ্রাউন্ড। ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে গ্যালারি থেকে RCB…RCB… ধ্বনি।
শেষ ম্যাচেও সুযোগ হল না পেস বোলিং অলরাউন্ডার শিবম দুবে এবং অফস্পিনার ওয়াশিংটন সুন্দরের। স্কোয়াডে থাকলেও পুরো সিরিজে বেঞ্চেই কাটাত হল।
ভারতের একাদশে একটিই পরিবর্তন। গত ম্যাচেই প্রত্যাবর্তন ঘটানো দীপক চাহারের ফের চোট! তাঁর পরিবর্তে একাদশে ফিরেছেন অর্শদীপ সিং।
ভারতের একাদশ-যশস্বী জয়সওয়াল, ঋতুরাজ গায়কোয়াড়, শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, জীতেশ শর্মা, রিঙ্কু সিং, অক্ষর প্যাটেল, অর্শদীপ সিং, রবি বিষ্ণোই, আবেশ খান, মুকেশ কুমার
অস্ট্রেলিয়া একাদশ: জশ ফিলিপি, ট্রাভিস হেড, বেন ম্যাকডেরমট, অ্যারন হার্ডি, টিম ডেভিড, ম্যাথিউ শর্ট, ম্যাথিউ ওয়েড, নাথান এলিস, বেন ডোয়েরিস, জেসন বেহরেনডর্ফ, তনবীর সাঙ্ঘা
বেঙ্গালুরুতে টস সে ভাবে ফ্যাক্টর হয় না। প্রথমে ব্যাট করা কিংবা রান তাড়া, পরিসংখ্যানে বিশাল কোনও ফারাক নেই। এই মাঠে প্রথম ইনিংসে গড় স্কোর ১৮৬ (শেষ দশটি টি ২০ ম্যাচের নিরিখে)। ফলে হাইস্কোরিং ম্যাচ হবে এ বিষয়ে সন্দেহ নেই। ফের টস হার সূর্যর। টস জিতে রান তাড়ার সিদ্ধান্ত ম্যাথিউ ওয়েডের।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে আজ বেঙ্গালুরুতে মুখোমুখি ভারত। ঋতুরাজ গায়কোয়াড়, যশস্বী, রিঙ্কু সিংরা দুর্দান্ত ছন্দে। চিন্নাস্বামীর ছোট মাঠে বড় স্কোরের প্রত্য়াশা। ম্যাচের লাইভ আপডেট পেতে নজর রাখুন।