কলকাতা: টিমে অফস্পিনার নেই কেন? চাপের মুখে পড়তে হয়েছিল জাতীয় নির্বাচকদের। প্রশ্নের উত্তর খোঁজার জন্যই কি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (India vs Australia ODI Series 2023) ওয়ান ডে সিরিজে দুই অফস্পিনারকে টিমে নেওয়া হল? ঘরের মাঠে বিশ্বকাপের আগে প্রস্তুতি সারার জন্য অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ রাখা হয়েছে। এই গুরুত্বপূর্ণ হোম সিরিজে এক সঙ্গে দুই অফস্পিনারকে নেওয়া হল। রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin) যেমন ফিরলেন ভারতীয় টিমে, তেমনই এশিয়া কাপের (Asia Cup 2023) ফাইনালের আগে হঠাৎ ডাক পাওয়া ওয়াশিংটন সুন্দরও রইলেন। বিশ্বকাপের (World Cup 2023) ঠিক আগে তিন ম্যাচের সিরিজের জন্য আসলে দুটো টিম ঘোষণা করা হল। প্রথম দুটোতে নেতা লোকেশ রাহুল। শেষ ওয়ান ডে ম্যাচে নেতা রোহিত শর্মা। TV9Bangla Sportsএ বিস্তারিত।
এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়ে সোমবার ভোরে দেশে ফিরেছেন ভারতীয় ক্রিকেটাররা। রাতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ওয়ান ডে ম্যাচের সিরিজের দল ঘোষণা করে দেওয়া হল। প্রথম ওয়ান ডে ম্যাচ হবে ২২ সেপ্টেম্বর মোহালিতে। ২৪ সেপ্টেম্বর দ্বিতীয় ওয়ান ডে ম্যাচ ইন্দোরে। ২৭ সেপ্টেম্বর তৃতীয় ওয়ান ডে ম্য়াচ রাজকোটে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনটে ওয়ান ডে ম্যাচের প্রথম দুটোতে বিশ্রাম দেওয়া হল রোহিত শর্মা, বিরাট কোহলি ও হার্দিক পান্ডিয়াকে। চোটের কারণে টিম থেকে বাদ পড়েছেন অক্ষর প্যাটেল। তবে তৃতীয় ওয়ান ডে ম্যাচে তাঁকে টিমে রাখা হয়েছে। এশিয়া কাপের সময়ই তাঁর চোট লেগেছিল। শোনা যাচ্ছে, তাঁর যা অবস্থা তাতে বিশ্বকাপের টিম থেকে বাদ পড়তে পারেন। তিনি কী অবস্থায় থাকেন, তা দেখে নেওয়া হবে রাজকোটে তৃতীয় ওয়ান ডে ম্যাচের আগেই। যদি পরিস্থিতি নিয়ন্ত্রণে না থাকে বিশ্বকাপের টিমে তাঁর বদলি হিসেবে নেওয়া হতে পারে অশ্বিন-সুন্দরের মতো কাউকে।
প্রথম দুটো ওয়ান ডে ম্যাচে টিমের নেতৃত্ব দেবেন লোকেশ রাহুল। চোট সারিয়ে টিমে ফিরেছেন এশিয়া কাপের সময়ই। রাহুল পাকিস্তানের বিরুদ্ধে সেঞ্চুরি করে নিজেকে প্রমাণ করেছেন। অস্ট্রেলিয়ান বিরুদ্ধে যে কারণে তাঁর কাঁধে নেতৃত্বভার দেওয়া হয়েছে। টিমে রয়েছেন শ্রেয়স আইয়ারও। তাঁর চোট নিয়ে এখনও কিছুটা আশঙ্কা রয়েছে। যে কারণে বিশ্বকাপের আগে তাঁকে আর একবার পরখ করে নিতে চান নির্বাচকরা। টিমের ভাইস ক্যাপ্টেন রবীন্দ্র জাডেজা। চার পেসার সামি, বুমরা, সিরাজ ও প্রসিধ থাকছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় ওয়ান ডে ম্যাচে বিশ্বকাপ টিমের ১৫জন থাকছেন।
প্রথম দুটো ওয়ান ডে ম্যাচের জন্য ভারতীয় টিম: লোকেশ রাহুল (ক্যাপ্টেন), শুভমন গিল, ঋতুরাজ গায়কোয়াড়, শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, ঈশান কিষাণ, রবীন্দ্র জাডেজা (ভাইস ক্যাপ্টেন), শার্দূল ঠাকুর, ওয়াশিংটন সুন্দর, রবিচন্দ্রন অশ্বিন, জসপ্রীত বুমরা, মহম্মদ সামি, মহম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণা।
তৃতীয় ওয়ান ডে ম্যাচের জন্য টিম: রোহিত শর্মা (ক্যাপ্টেন), হার্দিক পান্ডিয়া (ভাইস ক্যাপ্টেন), শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, লোকেশ রাহুল, ঈশান কিষাণ, রবীন্দ্র জাডেজা, শার্দূল ঠাকুর, অক্ষর প্যাটেল। ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, রবিচন্দ্রন অশ্বিন, জসপ্রীত বুমরা, মহম্মদ সামি, মহম্মদ সিরাজ।