India vs Bangladesh 1st Test Preview: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দৌড় শুরু ভারতের
INDvsBAN: ভারতীয় শিবির পরীক্ষার পথে হাঁটলে পাঁচে শুভমনকে দেখা হতে পারে। সেক্ষেত্রে অভিষেক হতে পারে ওপেনার অভিমন্যু ঈশ্বরণের। বাংলাদেশে এ দলের হয়ে অনবদ্য ছন্দে ছিলেন অভিমন্য়ু। বহুদিন ধরেই টেস্টের দরজায় কড়া নাড়ছেন। স্কোয়াডে ডাক পেলেও খেলার সুযোগ 'এ' দল অবধিই সীমাবদ্ধ।
চট্টগ্রাম : মাঝে কেটে গিয়েছে কয়েকটা মাস। ইংল্যান্ড সফরে টেস্ট খেলেছিল ভারত। লাল-বলের ক্রিকেটে ছিল দীর্ঘ বিরতি। এশিয়া কাপ, বিশ্বকাপ ছাড়াও ছিল দ্বিপাক্ষিক সিরিজ। সবটাই সাদা বলে। বুধবার থেকে শুরু হচ্ছে ভারত-বাংলাদেশ টেস্ট সিরিজ। চোটে জর্জরিত ভারতীয় শিবির। অধিনায়ক রোহিত শর্মা, জসপ্রীত বুমরা, মহম্মদ সামি, রবীন্দ্র জাডেজা। নেই-এর তালিকা দীর্ঘ। যাঁরা রয়েছেন, তাঁদের নিয়েই কঠিন লড়াই শুরু হচ্ছে ভারতের। শুধুমাত্র সিরিজ জেতাই লক্ষ্য নয়। এর সঙ্গে জড়িয়ে রয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের যোগ্যতা অর্জনের প্রশ্ন। টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবলের যা পরিস্থিতি, তাতে ভারতের কাছে জয় ছাড়া বিকল্প নেই। আর সেই জয়ের রাস্তা শুরু করতে হবে বাংলাদেশ থেকেই। প্রথম টেস্টের প্রিভিউ TV9Bangla-য়।
সাদা জার্সিতে মাঠে নামার অপেক্ষায় বিরাট কোহলি। এই ফর্ম্যাট তাঁর খুবই পছন্দের। খরা কি কাটবে? কীসের খরা! এশিয়া কাপে টি-টোয়েন্টি শতরানে দীর্ঘ প্রায় তিন বছরের খরা কেটেছিল। সদ্য বাংলাদেশের বিরুদ্ধে ওয়ান ডে-তেও শতরান করেছেন। তবে টেস্ট ক্রিকেটে বিরাট কোহলির শেষ শতরান এসেছিল ২০১৯ সালের নভেম্বরে। প্রতিপক্ষ এই বাংলাদেশই। ইডেন গার্ডেন্সে গোলাপি টেস্টে তিন অঙ্কের রানে পৌঁছেছিলেন। টি-টোয়েন্টি, ওয়ান ডে শতরানের পর বিরাটের থেকে অপেক্ষা এ বার লাল-বলে শতরানের। বিরাট যে ছন্দে রয়েছেন, তাতে অসম্ভব নয়। ভারতীয় শিবিরও সেই অপেক্ষায় থাকবে।
একাদশ নিয়ে খুব বেশি ধোঁয়াশা নেই। তবে শুভমন গিলকে নিয়ে পরীক্ষা হবে কী না, সেটা অবশ্যই প্রশ্ন। রোহিত থাকলে শুভমনকে মিডল অর্ডারে দেখার পরিকল্পনা ছিল। রোহিত না থাকায় লোকেশ রাহুল, শুভমনকেই হয়তো ওপেনিংয়ে দেখা যাবে। তিন ও চারে পূজারা, বিরাট। পাঁচে শ্রেয়স আইয়ার। তবে ভারতীয় শিবির পরীক্ষার পথে হাঁটলে পাঁচে শুভমনকে দেখা হতে পারে। সেক্ষেত্রে অভিষেক হতে পারে ওপেনার অভিমন্যু ঈশ্বরণের। বাংলাদেশে এ দলের হয়ে অনবদ্য ছন্দে ছিলেন অভিমন্য়ু। বহুদিন ধরেই টেস্টের দরজায় কড়া নাড়ছেন। স্কোয়াডে ডাক পেলেও খেলার সুযোগ ‘এ’ দল অবধিই সীমাবদ্ধ। বোলিং কম্বিনেশনে বুমরা, সামি না থাকায় কিছুটা হলেও চিন্তার জায়গা রয়েছে ভারতীয় শিবিরে। চট্টগ্রামের পাটা উইকেটে পেসারদের জন্য খুবই কঠিন হতে চলেছে। নতুন বলেই বাজিমাত করার কথা বলছেন বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ।
ভারত বনাম বাংলাদেশ, সকাল ৯টা