IND vs ENG: প্রধান স্পিনারের চোটে চাপ বাড়ল ইংল্যান্ডের! বোলিং করতে পারবেন?

Jan 27, 2024 | 12:04 AM

India vs England 1st Test: ইংল্যান্ড স্পিন বোলিং লাইন আপে রয়েছেন টম হার্টলি, রেহান আহমেদ এবং জ্যাক লিচ। টম হার্টলির টেস্ট অভিষেক হল। রেহান কেরিয়ারের দ্বিতীয় টেস্ট খেলছেন। প্রধান স্পিনার জ্যাক লিচ। এখনও অবধি সেই অর্থে ম্যাচে ছাপ ফেলতে পারেননি। তার ওপর বাউন্ডারি বাঁচাটে গিয়ে হাঁটুতে চোট পেয়েছেন জ্যাক লিচ। এ দিন ৮৭ ওভারের খেলায় মাত্র ১৬ ওভার করেছেন জ্যাক লিচ।

IND vs ENG: প্রধান স্পিনারের চোটে চাপ বাড়ল ইংল্যান্ডের! বোলিং করতে পারবেন?
Image Credit source: PTI

Follow Us

কলকাতা: ভারত-ইংল্যান্ড পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ শুরু হয়েছে। হায়দরাবাদ টেস্টে অ্যাডভান্টেজ ভারত। স্পিনত্রয়ীর পাশাপাশি জসপ্রীত বুমরার অনবদ্য পারফরম্যান্সে ইংল্যান্ডকে ২৪৬ রানে অলআউট করেছিল ভারত। তবে ইংল্যান্ডের স্পিন আক্রমণ দেখে মনে হয়েছিল, ম্যাচটা রুদ্ধশ্বাস হতে পারে। ভারতীয় ব্যাটারদের দাপট এবং ইংল্যান্ড স্পিনারদের ব্যর্থতায় ম্যাচের একতরফা ভারতের হাতেই। ইংল্যান্ড শিবিরে আরও চাপ তৈরি করছে তাদের প্রধান স্পিনারের চোট। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

ইংল্যান্ড স্পিন বোলিং লাইন আপে রয়েছেন টম হার্টলি, রেহান আহমেদ এবং জ্যাক লিচ। টম হার্টলির টেস্ট অভিষেক হল। রেহান কেরিয়ারের দ্বিতীয় টেস্ট খেলছেন। প্রধান স্পিনার জ্যাক লিচ। এখনও অবধি সেই অর্থে ম্যাচে ছাপ ফেলতে পারেননি। তার ওপর বাউন্ডারি বাঁচাটে গিয়ে হাঁটুতে চোট পেয়েছেন জ্যাক লিচ। এ দিন ৮৭ ওভারের খেলায় মাত্র ১৬ ওভার করেছেন জ্যাক লিচ। পার্টটাইম জো রুট করেছেন ২৫ ওভার। জ্যাক লিচ সব মিলিয়ে ২৫ ওভারে ৫৪ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন। সবচেয়ে কম রান দিয়েছেন তিনিই। বেন স্টোকস অবশ্য প্রধান স্পিনারকে বেশি ব্যবহার করার সুযোগই পেলেন না।

দ্বিতীয় দিনের শেষে ইংল্যান্ডের স্পিন বোলিং কোচ জিতেন প্যাটেল বলেন, ‘প্রথম দিনের শেষেই ফাইন লেগে ফিল্ডিং করার সময় হাঁটুতে চোট লাগে ওর। দ্বিতীয় দিন ফের একবার চোট পেয়েছে। সে কারণেই অস্বস্তিতে রয়েছে জ্যাক লিচ। আপনারাও হয়তো লক্ষ্য করে থাকবেন, অনেক ক্ষেত্রেই বল ধরতে গিয়ে আটকে গিয়েছে। তারপরও ও যা বোলিং করেছে, প্রশংসা করার মতোই।’

জ্যাক লিচের চোটটা গুরুতর বলেই মনে করেন ইংল্যান্ডের স্পিন বোলিং কোচ। পুরো ফিট থাকলে জ্যাক লিচ আরও বেশি ইমপ্যাক্ট ফেলতে পারতেন এমনটাই মনে করছেন জিতেন।