কলকাতা: ঝোপ বুঝে কোপ মারা একেই বলে। ভারতের মাটিতে খেলা তাঁর কাছে নতুন নয়। ইংল্যান্ড লায়ন্সের হয়েও ভারতের পিচে খেলেছেন। সদ্য আবু ধাবিতে শিবির করেছে ইংল্যান্ড ক্রিকেট দল। মূলত স্পিনের বিরুদ্ধেই প্রস্তুতি সেরেছে। সুইপ-রিভার্স সুইপে যে বেশি জোর দিয়েছে, এ কথা বলাই যায়। ম্যাচ পুরোপুরি ভারতের নিয়ন্ত্রণেই ছিল। যদিও ওলি পোপের সেঞ্চুরি ইনিংসে ফের ক্ষীণ আশা ইংল্যান্ড শিবিরে। তৃতীয় দিনের শেষে ৬ উইকেটে ৩১৬ রান তুলেছে ইংল্যান্ড। তাদের লিড ১২৬ রানের। ইনিংস হার বেঁচেছে ইংল্যান্ডের। চতুর্থ দিনের পিচে পাল্টা চাপে পড়তে পারে ভারতীয় ব্যাটিংও! বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
দ্বিতীয় দিনের শেষে পুরোপুরি অ্যাডভান্টেজ ছিল ভারত। সুযোগ ছিল প্রথম সেশনেই ম্যাচ ইংল্যান্ডের হাতের বাইরে নিয়ে যাওয়ার। তা অবশ্য হল না। এ দিন মাত্র ১৫ রান যোগ করতে পেরেছে ভারত। ৪২১-৭ থেকে ৪৩৬ রানে অলআউট। যশস্বী জয়সওয়াল, লোকেশ রাহুলের পর সেঞ্চুরি মিস রবীন্দ্র জাডেজারও। ৮৭ রানে ফেরেন জাড্ডু। প্রথম ইনিংসে ভারতের লিড দাঁড়ায় ১৯০। বোলারদের সৌজন্যে এই লিড যথেষ্ঠ মনে হয়েছিল। বিশেষ করে বলতে হয় জসপ্রীত বুমরার কথা। মধ্যাহ্নভোজের বিরতির পর দুর্দান্ত স্পেলে বেন ডাকেট এবং জো রুটকে ফেরান বুমরা।
সেট ব্যাটার জনি বেয়ারস্টোকে ফেরান জাডেজা। প্রতিপক্ষ ক্যাপ্টেন বেন স্টোকসের উইকেট নেন অশ্বিন। তাতেও অবশ্য ভারত স্বস্তিতে থাকতে পারেনি। অনবদ্য একটা ইনিংস উপহার দেন ওলি পোপ। সেঞ্চুরি পূরণ করেই থামেননি। বেন ফোকসের সঙ্গে বড় একটা জুটি গড়ার চেষ্টা করেন পোপ। দিনের খেলার শেষ দিকে ফোকসকে ফেরান অক্ষর প্যাটেল। পোপকে নড়ানো যায়নি। দিনের শেষে ১৪৮ রানে অপরাজিত রয়েছেন। সঙ্গে রেহান আহমেদ। চতুর্থ দিনের শুরুতে পোপকে ফেরাতে না পারলে ভারতের চাপ আরও বাড়বে।