প্রত্যাশা ছিল। হলও তাই। অবশেষে টেস্ট ক্রিকেটে আত্মপ্রকাশ আকাশ দীপের। জসপ্রীত বুমরাকে বিশ্রাম দেওয়া হয়েছে। রাঁচি টেস্টে মুকেশ কুমার কিংবা আকাশ দীপের মধ্যে কোনও এক জনকে বেছে নেওয়া হত। মুকেশ কুমার টেস্ট খেলেছেন। বিশাখাপত্তনমে তাঁকে সেই অর্থে কার্যকর দেখায়নি। আকাশদীপ শুরু থেকেই নজর কাড়লেন। তাঁর গতি মুকেশের তুলনায় বেশি। পিচে হিট করেন। অনেকটা উমেশ যাদবের মতো। টেস্ট কেরিয়ারের ২৬তম ডেলিভারিতে স্বপ্নের ‘দীপ’ জ্বলল। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
বাঁ হাতি বেন ডাকেটের বিরুদ্ধে আগের ওভারেই লেগ বিফোরের আবেদন উঠেছিল। যদিও আম্পায়ার্স কলে রক্ষা পান বেন ডাকেট। জাডেজা সহ টিমের সকলেই হতাশ হন। সেই হতাশা মিটে যায় পরের ওভারে। রাউন্ড দ্য উইকেট বোলিং করছিলেন আকাশ দীপ। বাঁ হাতি ব্যাটার বেন ডাকেটের ব্যাট ছুঁয়ে কিপার ধ্রুব জুরেলের হাতে। বেন ডাকেটকে ফিরিয়েই থামলেন না। ক্রিজে প্রবেশ ওলি পোপের। তাঁকেও দ্বিতীয় বলেই লেগ বিফোর করেন আকাশ দীপ। অন ফিল্ড আম্পায়ার আউট না দেওয়ায় রিভিউ নেন রোহিত শর্মা। সাফল্য আসে।
টেস্ট ক্রিকেট, প্রথম ম্যাচ, প্রথম সেশন, প্রথম ঘণ্টা, এক ওভারে জোড়া উইকেট। আর কী চাই! ক্রিজে জো রুট। অল্পের জন্য তিনিও হয়তো প্রথম বলেই ক্রিজে ফিরতেন। বলের ইমপ্যাক্ট অফসাইডের বাইরে হওয়ায় সে যাত্রায় বেঁচে যান জো রুট। অভিষেক টেস্টে উইকেটের জন্য আকাশ দীপকে হয়তো নিজের পঞ্চম ওভার অবধি অপেক্ষা করতে হত না। যদিও একটা নো বলের কারণে অপেক্ষা একটু বাড়ে মাত্র!