ডাবলিন: কারও কাছে প্রত্যাবর্তন, অনেকের কাছে মহড়া। ভারত বনাম আয়ার্ল্যান্ড তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জয় দিয়েই শুরু করেছে ভারত। টানা দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজও ভারতের। এই সিরিজে ভারতকে নেতৃত্ব দিচ্ছেন জসপ্রীত বুমরা। নেতৃত্বের অভিষেক হল সিরিজ জয় দিয়েই। চোট এবং অস্ত্রোপচারের পর এই সিরিজে বুমরার প্রত্যাবর্তন হয়েছে। প্রথম ম্যাচে অনবদ্য পারফর্ম করেছেন। দ্বিতীয় ম্যাচেও ভরসা দিলেন ক্যাপ্টেন। ৪ ওভারে মাত্র ১৫ রান দিয়ে ২ উইকেট। এর মধ্যে শেষ ওভারে উইকেট মেডেন। প্রত্যাবর্তনে অনবদ্য প্রসিধ কৃষ্ণাও। আগামী কাল এশিয়া কাপের দল নির্বাচন। তার আগে সঞ্জু স্যামসনের রান পাওয়া, নির্বাচকদেরও স্বস্তি দিল। ভারত (India) বনাম আয়ার্ল্যান্ড (Ireland) দ্বিতীয় টি-টোয়েন্টি (T20) ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট দেখতে নজর রাখুন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
আয়ার্ল্যান্ডে আরও একটা সিরিজ জয়। এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ ভারতের। ম্যাচের বিস্তারিত পড়ুন: আয়ার্ল্যান্ডে আরও একটা সিরিজ জয়, নেতৃত্বের অভিষেকে নজর কাড়লেন বুমরা
অনবদ্য ইনিংস আয়ার্ল্যান্ডের প্রাক্তন অধিনায়ক অ্যান্ড্রু বলবির্নির। মাত্র ৫২ বলে ৭২ রান।
কেরিয়ারের দশম আন্তর্জাতিক টি-টোয়েন্টি অর্ধশতরান অ্যান্ড্রু বলবির্নির। ৩৯ বলে হাফসেঞ্চুরিতে।
দুর্দান্ত ব্যাটিং করছিলেন সঞ্জু স্যামসন। মাত্র ২৬ বলে ৪০ রান করেন। স্পিনারের বলে কাট করতে গিয়ে উইকেটে বল। প্লেড অন।
বিশ্বকাপে চার নম্বরে খেলানো নিয়ে ভাবনায় রয়েছেন তিলক ভার্মা। এশিয়া কাপের দল নির্বাচেনর আগের রাতে এই ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ ছিল তাঁর কাছে। যদিও সুযোগ কাজে লাগাতে পারলেন না তিলক।
বাউন্ডারি লাইনে কার্টিস ক্যাম্ফারের অনবদ্য ক্যাচ। ক্রেগ ইয়ংয়ের বোলিংয়ে ফিরলেন যশস্বী জয়সওয়াল। ক্রিজে তিলক ভার্মা।
ভারতের বিরুদ্ধে প্রথম ম্যাচে হারলেও মন ভরানো পারফর্ম করেছিল আয়ার্ল্যান্ড। দ্বিতীয় ম্যাচে একই কম্বিনেশন ধরে রাখার সিদ্ধান্ত অধিনায়ক পল স্টার্লিংয়ের।
আয়ার্ল্যান্ডের একাদশ: পল স্টার্লিং (অধিনায়ক), অ্যান্ড্রু বলবির্নি, লরকান টাকার, হ্যারি টেক্টর, কার্টিস ক্যাম্ফার, জর্জ ডকরেল, মার্ক অ্যাডায়ার, ব্যারি ম্যাকার্থি, ক্রেগ ইয়ং, জশ লিটল, বেন হোয়াইট।
টস হেরে এক দিকে যেন ভালোই হল ভারতের। ব্যাটিং প্রস্তুতির প্রয়োজন ছিল। টস জিতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানাল আয়ার্ল্যান্ড। অপরিবর্তিত একাদশ নামানোর সিদ্ধান্ত অধিনায়ক জসপ্রীত বুমরার।
দেখে নিন আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০-তে ভারতের একাদশ: জসপ্রীত বুমরা (অধিনায়ক), ঋতুরাজ গায়কোয়াড় (সহ-অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসন, তিলক ভার্মা, রিঙ্কু সিং, শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, প্রসিধ কৃষ্ণা, অর্শদীপ সিং, রবি বিষ্ণোই।
আগামী কাল এশিয়া কাপের দল ঘোষণা করবে ভারতীয় ক্রিকেট বোর্ড। ভারত-আয়ার্ল্যান্ড দ্বিতীয় টি-টোয়েন্টিতে আজ বাড়তি নজর থাকবে ভারতীয় ব্যাটারদের ওপর।