India vs Ireland, 3rd T20, Highlights: বৃষ্টিতে ভেস্তে গেল তৃতীয় টি-টোয়েন্টি, ২-০ সিরিজ ভারতের

Aug 23, 2023 | 11:49 PM

India vs Ireland Live Score in Bengali: পড়ুন ভারত (India) বনাম আয়ার্ল্যান্ড (Ireland) তৃতীয় টি-টোয়েন্টি (T20) ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট।

India vs Ireland, 3rd T20, Highlights: বৃষ্টিতে ভেস্তে গেল তৃতীয় টি-টোয়েন্টি, ২-০ সিরিজ ভারতের
Image Credit source: TV9 Bangla Graphics

Follow Us

ডাবলিন: সিরিজ আগেই জিতে নিয়েছিল ভারত। নজর ছিল ক্লিন সুইপ করা। সঙ্গে আরও কিছু লক্ষ্য ছিল ভারতীয় দলের। সামনে এশিয়া কাপ। তার কিছুদিন পর এশিয়ান গেমস। আয়ার্ল্যান্ডে থাকা ভারতীয় স্কোয়াডের বেশির ভাগ ক্রিকেটারই এশিয়ান গেমসের টিমে রয়েছেন। হাতে গোনা কয়েকজন এশিয়া কাপের স্কোয়াডে। তিন ম্যাচের সিরিজে সকলকে খেলার সুযোগ দেওয়া কঠিন। সিরিজ আগেই জিতে নেওয়ায় এই ম্যাচে বাকিদের খেলানোর একটা সম্ভাবনা ছিল। বিশেষ করে কিপার-ব্যাটার জীতেশ শর্মার। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সৌজন্যে তাঁর নাম অজানা নয়। লোয়ার অর্ডারে ব্যাট করলেও কার্যকরী ইনিংস খেলেন। পঞ্জাব কিংসের এই ব্যাটারকে জাতীয় দলে ভবিষ্যতের ফিনিশার হিসেবে দেখা হচ্ছে। ভারতীয় দলের হেড কোচ খোদ রাহুল দ্রাবিড়ও তাঁকে এই বার্তা দিয়েছিলেন। এখনও অবধি ম্যাচে সুযোগ পাননি জীতেশ। তৃতীয় ম্যাচটি বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় কোনও সুযোগই হল না। ভারত (India) বনাম আয়ার্ল্যান্ড (Ireland) তৃতীয় টি-টোয়েন্টি (T20) ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট দেখতে নজর রাখুন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

LIVE Cricket Score & Updates

The liveblog has ended.
  • 23 Aug 2023 11:29 PM (IST)

    ম্যাচের বিস্তারিত

    বৃষ্টিতে তৃতীয় টি-টোয়েন্টি ভেস্তে গেল। তিন ম্যাচের সিরিজে টানা দশটি জয় ভারতের। বিস্তারিত পড়ুন : বৃষ্টিতে ভেস্তে গেল তৃতীয় টি-টোয়েন্টি, প্রস্তুতি হল না জীতেশদের

  • 23 Aug 2023 10:47 PM (IST)

    সিরিজ সেরা

    বৃষ্টিতে ভেস্তে গেল তৃতীয় টি-টোয়েন্টি। ২-০ ব্যবধানে সিরিজ জিতল ভারত। অনবদ্য নেতৃত্ব এবং বোলিংয়ে সিরিজ সেরার পুরস্কার জিতলেন জসপ্রীত বুমরা।


  • 23 Aug 2023 08:52 PM (IST)

    ওভার কমবে!

    ভারত সময় রাত ৯.১৫- এর মধ্যে খেলা শুরু হলে অবশ্য ওভার কমবে না। তবে এরপর থেকে ওভার নষ্ট হতে থাকবে।

     

  • 23 Aug 2023 07:37 PM (IST)

    অপেক্ষা বাড়ছেই

    আবহাওয়ায় কোনও উন্নতি নেই। ডাবলিনে তৃতীয় টি-টোয়েন্টির টসও হল না এখনও অবধি। ক্লিন সুইপের পাশাপাশি নতুন দের সুযোগ দেওয়ায় নজর ভারতীয় টিম ম্যানেজমেন্টের।

  • 23 Aug 2023 06:59 PM (IST)

    গর্বের মুহূর্ত- বিরাট, শুভমনদের শুভেচ্ছা বার্তা

    ডাবলিনে আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি শুরুর অপেক্ষা। জসপ্রীত বুমরার নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া ক্লিন সুইপের লক্ষ্যে। তার আগে দেশের গুরুত্বপূর্ণ মিশন সাকসেসফুলে শুভেচ্ছা বার্তা বিরাট, শুভমনদের। তারা অবশ্য আয়ার্ল্যান্ডে নেই। আপাতত বিশ্রামে।

     

     

    দেখে নিন শুভমন গিল কী বলছেন…

  • 23 Aug 2023 06:49 PM (IST)

    মিশন সাকসেসফুল

    ভারতের মিশন সাকসেসফুল। এ বার জসপ্রীত বুমরাদের মিশন আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে ক্লিন সুইপ।

     

  • 23 Aug 2023 06:47 PM (IST)

    চক দে ইন্ডিয়া

    ভারত-আয়ারল্যান্ড টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচ শুরু হবে আরও কিছুক্ষণ পর। তার আগে ভারতীয় দলও সামিল দেশের গর্বের মুহূর্তে। বুঝতে পারছেন নিশ্চয়ই? চাঁদে পা রাখল ভারত। এমন মুহূর্ত কেই বা মিস করতে চায়! টিম ইন্ডিয়াও করেনি। চাঁদে পা রাখার সেই সফর বিস্তারিত পড়ুন : ‘চাঁদের পাহাড়’-এ সফল অবতরণ ভারতের চন্দ্রযান-৩-এর, ইতিহাসের সাক্ষী দেশবাসী