টানা আট ম্যাচে জয়। প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত হয়েছিল। আজ ভারতের ম্যাচ দিয়েই বিশ্বকাপের লিগ পর্ব শেষ হচ্ছে। সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। আইসিসি টুর্নামেন্টে নিউজিল্যান্ড বরাবর ভারতের শক্ত গাঁট। নক আউটের আগে আজ নেদারল্যান্ডসের বিরুদ্ধে রোহিতদের নজরে ‘নয়’। সেমিফাইনালের আগে আত্মবিশ্বাস ধরে রাখতে মরিয়া ভারতীয় শিবির। গত ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে বিশাল ব্যবধানে হারিয়েছে ভারত। ডাচদের বিরুদ্ধে নানা বিষয়ে নজর থাকবে। তার মধ্যে প্রধান, ভারতের কম্বিনেশন। বিস্তারিত রইল TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
আলোর রোশনাইয়ে মেতে ভারতীয় দলের ক্রিকেটাররা। তার আগে নেদারল্যান্ডস ম্যাচের প্রস্তুতি হয়েছে জোরকদমে। সঙ্গে সেমিফাইনালের প্রস্তুতিও। তেইশের বিশ্বকাপ এখনও অবধি ভারতের কাছে ম্যাজিকের মতোই কেটেছে। এক যুগ আগে দেশের মাটিতেই বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। ফের একবার সুযোগ ভারতের সামনে। এখনও অবধি পারফরম্যান্সে তারই ছাপ। তবে একটা কথা বলাই যায়, ভারত এতটাই ভালো পারফর্ম করেছে, সেই অর্থে কোনও প্রতিপক্ষর বিরুদ্ধেই পরীক্ষার সামনে পড়তে হয়নি। এটা ভালো দিক না খারাপ, বোঝা কঠিন।
এ বারের বিশ্বকাপ নানা অঘটন দেখেছে। ক্রিকেটে এমন অনেক কিছুই হয়। নেদারল্যান্ডসের ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটার তেজা নিদামানুরুও এই ম্যাচ প্রসঙ্গে বলেছিলেন, ক্রিকেটে অনেক মজার ঘটাই ঘটে। আসলে তাঁর কথায় যে ভারতকে হারানো সম্ভব, সেটাই ইঙ্গিত দিয়েছিলেন। ডাচ দলে বেশ কয়েকজন ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটার রয়েছেন। তাদের কাছে এই ম্যাচটা স্পেশ্যাল। ভিন দেশের হয়ে দেশের বিরুদ্ধে আবেগের ম্যাচ। তারকা ক্রিকেটারদের বিরুদ্ধে খেলার সুযোগ। নজর কাড়ার বাড়তি তাগিদ থাকবে ডাচ ক্রিকেটারদের কাছে।
ভারতের কাছে এই ম্যাচ পরীক্ষার। কাগজে কলমে নেদারল্যান্ডস দুর্বল দল। সে কারণেই পরীক্ষা। হার্দিক পান্ডিয়ার চোটের কারণে নিউজিল্যান্ডের বিরুদ্ধে কম্বিনেশন বদলাতে বাধ্য হয়েছিল ভারত। সেই ম্যাচটাই যেন টার্নিং পয়েন্ট। এরপর থেকে ভারতের পারফরম্যান্সে আরও উন্নতি হয়েছে। এই কম্বিনেশনই সেরা মনে হয়েছে। সেমিফাইনাল নিশ্চিত হওয়ার পরও কম্বিনেশনে বদলের পথে হাঁটেনি টিম ইন্ডিয়া। এই ম্যাচেও প্রত্যাশা তেমনই। তারপরও ধোঁয়াশা থাকছে, ডাচদের বিরুদ্ধে পেসারদের কাউকে বিশ্রাম দেওয়া যায় কীনা।
গত কয়েকদিন অনুশীলনে ঈশান কিষাণ, রবিচন্দ্রন অশ্বিন এবং হার্দিকের পরিবর্তে স্কোয়াডে আসা প্রসিধ কৃষ্ণ জোরকদমে প্রস্তুতি সেরেছেন। অধিনায়ক রোহিত শর্মা এবং হেড কোচ রাহুল দ্রাবিড় বদলের পথে হাঁটেন কিনা, সেটাই দেখার।