IND vs NZ: ক্রিজে অপরাজিত, ভারতকে চ্যালেঞ্জ কিউয়ি স্পিনার এজাজ প্যাটেলের!

India vs New Zealand 3rd Test: দিনের শেষ ওভারে ম্যাট হেনরির উইকেট নেন রবীন্দ্র জাডেজা। অনেকটাই অ্যাডভান্টেজ নিয়ে মাঠ ছেড়েছে ভারতীয় দল। এরপরও যদি-কিন্তু থাকছে। ক্রিজে রয়েছেন এজাজ প্যাটেল। তৃতীয় দিন বল হাতেও ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন প্রথম ইনিংসে পাঁচ উইকেট নেওয়া এজাজ।

IND vs NZ: ক্রিজে অপরাজিত, ভারতকে চ্যালেঞ্জ কিউয়ি স্পিনার এজাজ প্যাটেলের!
Image Credit source: PTI
Follow Us:
| Updated on: Nov 02, 2024 | 11:09 PM

ওয়াংখেড়ে টেস্টে সুপার-সানডে অপেক্ষা করছে। এখনও অবধি ম্যাচে চালকের আসনে ভারতই। তবে এই পিচে কোনও কিছুরই গ্যারান্টি দেওয়া যায় না। প্রথম দিন থেকেই টার্ন পাচ্ছেন স্পিনাররা। সঙ্গে বাউন্স। গতির হেরফের করলে ব্যাটাররা চাপে পড়তে বাধ্য। দ্বিতীয় দিনের শেষ ওভারে ম্যাট হেনরির উইকেট নেন রবীন্দ্র জাডেজা। অনেকটাই অ্যাডভান্টেজ নিয়ে মাঠ ছেড়েছে ভারতীয় দল। এরপরও যদি-কিন্তু থাকছে। ক্রিজে রয়েছেন এজাজ প্যাটেল। তৃতীয় দিন বল হাতেও ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন প্রথম ইনিংসে পাঁচ উইকেট নেওয়া এজাজ।

ব্যাটিংয়ের হাত খুব খারাপ বলা যায় না এজাজের। টেস্ট ক্রিকেটে ২৯ ইনিংসে ১৭৪ রান করেছেন। সর্বাধিক স্কোর ৩৫। প্রথম শ্রেনির ক্রিকেটে তিনটি হাফসেঞ্চুরি রয়েছে। দিনের শেষে ৭ রানে ক্রিজে রয়েছেন। এই ম্যাচে প্রত্যেকটা রান সমান গুরুত্বপূর্ণ। এজাজ যদি তৃতীয় দিন আর ২০টা রান যোগ করেন! ভারতের টার্গেটও বাড়বে। আপাতত ১৪৩ রানে এগিয়ে নিউজিল্যান্ড। এজাজ প্যাটেল এখন থেকেই সতর্কবার্তা দিয়ে রাখছেন। ভারতীয় শিবিরের জন্য হুঁশিয়ারিও বলা যায়।

টার্গেট ছোট হলেও কাজটা সহজ হবে না, এমনই মনে করেন এই কিউয়ি স্পিনার। দ্বিতীয় দিনের খেলা শেষে এজাজ প্যাটেল বলেন, ‘বল টার্ন হচ্ছে। তবে কোন ডেলিভারি কতটা টার্ন হবে, কতটা বাউন্স, আন্দাজ করা কঠিন। একজন স্পিনার হিসেবে এটা ভেবে ভালো লাগছে। তবে ব্যাটিংয়ের দিক থেকে বলতে পারি, তৃতীয় দিন ব্যাটিং আরও কঠিন হবে। দু-প্রান্ত থেকেই টার্ন পাচ্ছেন স্পিনাররা। শুধু বাউন্সের হেরফের রয়েছে। সুতরাং, ব্যাটিংয়ের দিক থেকে বলতে পারি, খুবই চ্যালেঞ্জিং পরিস্থিতি হবে।’