
আইসিসি টুর্নামেন্টে ভারতের সামনে নিউজিল্যান্ড। পরিস্থিতিটা যেন এই ছবির মতোই। এ বারের বিশ্বকাপে অপরাজিত ভারত ও নিউজিল্যান্ড। আজ কোনও এক দলের অপরাজিত তকমা সরবে। বিরাট কোহলির মতো কে এই ‘হার্ডল’ টপকাতে সফল হবে, সেটাই আসল। তবে আইসিসি টুর্নামেন্টে ভারতীয় ক্রিকেট প্রেমীদের হৃদয় ভাঙায় যথেষ্ঠ এগিয়ে নিউজিল্যান্ড। বিস্তারিত রইল TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
গত ওয়ান ডে বিশ্বকাপই ধরা যাক! ইংল্যান্ডের মাটিতে ফেভারিট হিসেবেই নেমেছিল বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় দল। ওপেনার রোহিত শর্মা স্বপ্নের ফর্মে ছিলেন। বিশ্বকাপের মঞ্চে পাঁচটি সেঞ্চুরি! স্বপ্নের চেয়েও বেশি। ভারতকে সম্ভাব্য চ্যাম্পিয়ন ধরেই নেওয়া হয়েছিল। কিন্তু ছন্দপতন সেমিফাইনালে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ চারের ম্যাচ গড়ায় রিজার্ভ ডে-তে। সুইং বোলিংয়ের আদর্শ পরিবেশে ম্যাট হেনরি এবং ট্রেন্ট বোল্টের স্পেল, ভারতকে প্রবল চাপে ফেলেছিল। তারপরও ঘুরে দাঁড়ানোর মরিয়া চেষ্টা করেছিল ভারত।
রবীন্দ্র জাডেজা এবং মহেন্দ্র সিং ধোনি অনবদ্য খেলছিলেন। মাহির মতো ফিনিশার থাকায় ভারতীয় ক্রিকেট প্রেমীরাও হাল ছাড়েননি। কিন্তু মার্টিন গাপ্টিলের একটা থ্রো, সব সম্ভাবনা শেষ করে দেয়। শেষ চারেই বিদায় ভারতের। আরও একটা উদাহরণ দেওয়া যাক। যদিও সেটা সাদা বলের ক্রিকেটে নয়। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী সংস্করণে ফাইনালে উঠেছিল ভারত ও নিউজিল্যান্ড। ফাইনালে হার ভারতের। আজ ধরমশালায় গ্রুপ পর্বে দেখা হচ্ছে ভারত-নিউজিল্যান্ডের।
ভারতীয় ক্রিকেট প্রেমীদের কাছে দ্বিতীয় পছন্দের টিম নিউজিল্যান্ড। তাঁদের ক্রিকেটাররা বরাবরই সম্মান অর্জন করে নেয়। যদি আইসিসি ইভেন্টে অপছন্দের টিমের কথা বলা হয়। সেখানেও উত্তরটা নিউজিল্যান্ড। এর কারণ পরিসংখ্যান। ১৯৯২ সাল থেকে আইসিসি ইভেন্টে ৯ বার সাক্ষাৎ ভারত ও নিউজিল্যান্ডের। ভারত জিতেছে মাত্র একবার! বেদনার পরিসংখ্যান হলেও এটাই সত্যি। সাদা বলের ক্রিকেটে গত তিন সাক্ষাতের কথাই ধরা যাক! ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০১৯ ওয়ান ডে বিশ্বকাপের কথা তো বলাই হল। এই তিন সাক্ষাতেই ভারতের হার।
ধরমশালায় আজ শুধু একটা লিগ পর্বের ম্যাচ, তা কিন্তু নয়। এ বারের বিশ্বকাপে দুই অপরাজিত দল, দুর্দান্ত ফর্মে থাকা বোলিং-ব্যাটিং আক্রমণ, সঙ্গী পরিসংখ্যান। এই স্টেডিয়াম যত সুন্দর, নিউজিল্যান্ডের বিরুদ্ধে পরিসংখ্যান বদলে দিতে তার চেয়েও সুন্দর পারফরম্যান্স প্রয়োজন ভারতের। তার চেয়ে বরং বলা ভালো, নিউজিল্যান্ড হার্ডল টপকাতে এখনও অবধি টুর্নামেন্টের সেরা পারফরম্যান্স এই ম্যাচেই করতে হবে রোহিতদের।