
কলকাতা: নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজ হার চাপ আরও বাড়িয়ে দিয়েছে ভারতের। দু’সপ্তাহ পর দেশের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার ঠিক আগে সেই নিউজিল্যান্ডের কাছে এই হার কোচ গৌতম গম্ভীর তো বটেই, ক্রিকেটারদের উপর চাপ তৈরি করবে। কেন ওয়ান ডে সিরিজে ১-২ হার ভারতের? সেই সত্য আড়াল করার কোনও চেষ্টাও করেননি ভারতের অধিনায়ক শুভমন গিল। রবিবার ইন্দোর স্টেডিয়ামে ৪১ রানে হারের পর গিল জানান, রান তাড়া করতে নেমে কেন পিছিয়ে পড়ল ভারত? কেন নিউজিল্যান্ডের কাছে হারতে হল?
গিলের স্পষ্ট কথা, “এই নয় যে আমরা ম্য়াচে খারাপ ব্যাটিং করেছি। আসলে আমরা লম্বা সময় ব্যাট করতে পারিনি। ভালো শুরু পেয়েও ব্যাটসম্যানরা বড় ইনিংস খেলতে পারেনি। এই ম্যাচ জেতার জন্য অন্তত দু’জনের বড় ইনিংস খেলাটা জরুরি ছিল। এখানেই ওদের সঙ্গে আমাদের পার্থক্য তৈরি হয়ে গিয়েছিল।”
পুরো সিরিজ জুড়েই ব্যাটিং বারবার সমস্যায় ফেলেছে ভারতকে। ইন্দোরেও তার ব্যতিক্রম হয়নি। ৭১ রানে চার উইকেট পড়ে যাওয়ার পরও বিরাট কোহলিকে টলানো যায়নি। ভিকে-র লড়াকু সেঞ্চুরি কিছুটা আশা দেখিয়েছিল। তাতেও জয় আসেনি। গিল বারবার নিউজিল্যান্ডের সঙ্গে ভারতের ব্য়াটিংয়ের তুলনা টানেন। ড্যারিল মিচেল অনবদ্য ছন্দে ছিলেন পুরো সিরিজে। প্রথম ম্যাচে করেছিলেন হাফসেঞ্চুরি। পরের দুটো ম্যাচে সেঞ্চুরি। অভিজ্ঞ কিউয়ি ব্যাটারের দুরন্ত ফর্মেই সিরিজ জয় নিউজিল্যান্ডের।
গিল বলেছেন, “আগের দুটি ম্য়াচে আমিও সেট হয়ে গিয়েছিলাম। কিন্তু বড় রানের কাছে পৌঁছতে পারিনি।” কাউকে কাঠগড়ায় দাঁড় করাতে নারাজ গিল। “জাদেজা ভালোই ছন্দে ছিল। শুধু ও নয়, আমারা কেউই ভালো শুরু করেও বড় স্কোর দিতে পারিনি দলকে।” বোলিংয়ে ভারতের দুর্বলতা ধরা পড়েছে। জাডেজা বল হাতেও সফল নন। গিল বলেন,”ও সবসময় দলের স্ট্রাইক বোলার। এবার হয়তো সফল হয়নি, তবে ক্রিকেটে এমনটা হয়। ফিল্ডিংয়েও খুব গুরুত্বপূর্ণ সময়ে আমরা কিছু ক্যাচ মিস করেছি। এ দিকটা আমাদের উন্নতি করতে হবে।”
এই হতাশা নিয়েও ভবিষ্য়তের দিকে তাকাচ্ছেন গিল। হার্ষিত রানাকে নিয়ে তিনি বলেন, “আট নম্বর একটা গুরুত্বপূর্ণ জায়গা। ওই পজিশনে হার্ষিত খুবই ভালো খেলছে। ভবিষ্য়তে ও দলের বড় সম্পদ হতে পারে।” ওয়ান ডে বিশ্বকাপ এখনও দূরে। তাও এই হার শিক্ষা নিতে চাইছেন গিল। ভারতের ক্যাপ্টেনের কথায়, “আমাদের হাতে সময় আছে। যেখানে যেখানে ভুলত্রুটি রয়েছে, আমাদের ঠিক করতে হবে। আশাকরি আগামী দুই-একটা সিরিজে তার প্রমাণও মিলবে। সব ঠিক করে সেরা পারফরম্য়ান্স দিতে পারব।”