দলের প্রয়োজন। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। বৃষ্টিতে সময় কমছিল। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে টপ থ্রি-তে কোনও পরিবর্তন হয়নি। চার নম্বরে নামার কথা বিরাট কোহলির। প্রথম ইনিংসে অনবদ্য শতরান করেছিলেন বিরাট। আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর ৫০০তম ম্যাচ। যদিও বিরাট নামলেন না। চারে এলেন ঈশান কিষাণ! নেমেই বিধ্বংসী ইনিংস। মাত্র ৩৩ বলে টেস্ট কেরিয়ারের প্রথম হাফসেঞ্চুরি ঈশানের ব্যাটে। ওভার শেষ হতেই ইনিংস ঘোষণা করেন রোহিত শর্মা। ৩৪ বলে ৫২ রানে অপরাজিত ঈশান। তাঁকে চার নম্বরে পাঠানোর সিদ্ধান্ত অধিনায়ক এবং টিম ম্যানেজমেন্টের হলেও পরামর্শ দিয়েছিলেন আর একজন। সেই কথাই খোলসা করলেন ঈশান। কী বললেন, বিস্তারিত রইল TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
দিনের খেলা শেষে কেরিয়ারের প্রথম হাফসেঞ্চুরি নিয়ে প্রশ্ন করা হয় ঈশানকে। বলেন, ‘নিঃসন্দেহে আমার জন্য স্পেশাল ইনিংস। দল কী চাইছিল, জানতাম। পরিকল্পনা পরিষ্কার ছিল। আবহাওয়া যেমন চলছে, তাতে যতটা সম্ভব কম সময়ে বেশি রান তুলতে হত আমাদের। ব্যাটিংয়ে নামার আগে বিরাট ভাইয়ের সঙ্গে কথা হয়। তিনিই বলেন- মাঠে নেমে স্বাভাবিক খেলা খেলো। সেখান থেকেই বাড়তি সাহস পাই।’
ওয়েদারের জন্যই কি আপনাকে আগে নামানোর সিদ্ধান্ত? ঈশান খোলসা করলেন, ‘টিমের মধ্যে আলোচনা চলছিল। আসলে বিরাট ভাই সকলের সামনে প্রস্তাব দেন আমাকে আগে নামানোর জন্য। বিরাট ভাইয়ের পরামর্শ মেনেই ব্যাটিং অর্ডারে প্রোমোশন দেওয়া হয় আমাকে। ক্রিজে শুভমন ছিল। আমি নামলে ডান-বাঁ হাতি কম্বিনেশন কাজে দিত। একজন তরুণ ব্যাটার হিসেবে আমাকে সুযোগ দেওয়া হয়। চেষ্টা করেছি দলের চাহিদা অনুযায়ী বিধ্বংসী ব্যাটিং করার।’