ওপেনিংয়ে শতরানের জুটি, পঞ্চম উইকেটেও। এর মাঝে ৪৩ রানে ৪ উইকেট হারাল ভারত। ঐতিহাসিক টেস্টে পরিস্থিতি সামাল দিলেন বিরাট কোহলি। যোগ্য সঙ্গ দিচ্ছেন রবীন্দ্র জাডেজা। এই জুটি টেস্ট ক্রিকেটে ভারতের পরশপাথর। জুটিতে ব্যাটিং গড় ৬৫-এর বেশি। রানিং বিটউইন দ্য উইকেট প্রতিপক্ষ ফিল্ডারদের ত্রাস। অবিচ্ছিন্ন জুটি, বিরাট কোহলির সেঞ্চুরির অপেক্ষা, কাঁধ ঝুঁকল ওয়েস্ট ইন্ডিজের। ভারত-ওয়েস্ট ইন্ডিজ শততম টেস্টের প্রথম দিন, বিস্তারিত রইল TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
টস হার যেন ভালোই হয়েছিল অধিনায়ক রোহিত শর্মার জন্য। ওয়েস্ট ইন্ডিজ ফিল্ডিং নেওয়ায় চাপে দেখায়নি রোহিতকে। পরিষ্কার করে দেন, টস জিতলে তিনি ব্যাটিংই নিতেন। গত ম্যাচে টেস্ট অভিষেক হয়েছে যশস্বী জয়সওয়াল এবং ঈশান কিষাণের। মাইলফলক টেস্টে অভিষেক হল বাংলার পেসার মুকেশ কুমারের।
রোহিত-যশস্বীর অর্ধশতরান, প্রথম সেশনে বিনা উইকেটে ১২১ রান যোগ করে ওপেনিং জুটি। রান রেট ছিল প্রায় ৫-এর কাছাকাছি। দ্বিতীয় সেশনেই খেই হারাল ভারত। অফস্টাম্পের অনেকটা বাইরের বলে জোরালো শট, ডিপ গালিতে কার্ক ম্যাকেঞ্জির ক্যাচে ফেরেন যশস্বী। শুভমন গিল ১০ রানেই কট বিহাইন্ড।
অনবদ্য ব্যাটিং করছিলেন অধিনায়ক রোহিত শর্মা। প্রথম ম্যাচে সেঞ্চুরি করেছিলেন রোহিতও। টেস্ট কেরিয়ারের ১১ নম্বর সেঞ্চুরির খুব কাছে ছিলেন। চোখ ধাঁধানো কিছু বাউন্ডারি এবং দুটি ওভার বাউন্ডারি। কিন্তু ধাঁধার সমাধান করতে পারলেন না। বাঁ হাতি স্পিনার জোমেল ওয়ারিক্যান টার্ন পাচ্ছিলেন। তাঁর একটি ডেলিভারি টার্নের জন্যই খেলেছিলেন। কিন্তু সেই বল সোজা ঢুকল। রোহিতের ডিফেন্স ভেঙে বোল্ড। ৮০ রানে ফেরেন অধিনায়ক।
বিরাট-রাহানে জুটি দীর্ঘস্থায়ী হয়নি। দীর্ঘ দিন পর টেস্টে ফিরেছেন শ্যানন গ্যাব্রিয়েল। অফ স্টাম্পের বাইরের একটা ডেলিভারি উইকেটে টেনে বোল্ড অজিঙ্ক রাহানে। এই সিরিজে এখনও অবধি দ্রুততম ডেলিভারি এটিই। বিরাটকে ভরসা দিলেন রবীন্দ্র জাডেজা। গত ম্যাচে ৭০-এর ঘরে ফিরেছিলেন বিরাট কোহলি। কেরিয়ারের ৫০০তম আন্তর্জাতিক ম্যাচে অনেক বেশি ফোকাসড। অযথা তাড়াহুড়ো না করে পার্টনারশিপ গড়ায় মন দেন। ৯৭ বলে বাউন্ডারি মেরে কেরিয়ারের ৩০তম অর্ধশতরানে বিরাট কোহলি। দেখা গিয়েছে ট্রেডমার্ক কভার ড্রাইভ। জাডেজার সঙ্গে তাঁর রসায়ন অজানা নয়। এ দিনও দু-রান নিতে গিয়ে ডাইভ দিয়ে সময় মতো ক্রিজে ঢুকলেন বিরাট। প্রথম দিনের শেষে ভারতের স্কোর ২৮৮-৪। ক্রিজে রয়েছেন বিরাট কোহলি (৮৭) এবং রবীন্দ্র জাডেজা (৩৬)। বিরাটের অপেক্ষা আর ১৩ রানের।