India vs West Indies 2023: দ্বিতীয় টেস্টের একাদশে বদল হবে? অধিনায়ক রোহিত যা বললেন…

Rohit Sharma, IND vs WI, 100Th Test: দ্বিতীয় ম্যাচে জয়দেব উনাদকাটের পরিবর্তে টেস্ট অভিষেক হতে পারে মুকেশ কুমারের। যদিও রোহিত শর্মা পরিষ্কার করে দিয়েছেন, একাদশে খুব বেশি পরিবর্তন করবে না টিম ম্যানেজমেন্ট।

India vs West Indies 2023: দ্বিতীয় টেস্টের একাদশে বদল হবে? অধিনায়ক রোহিত যা বললেন…
Image Credit source: twitter
Follow Us:
| Edited By: | Updated on: Jul 19, 2023 | 3:35 AM

ইনিংস এবং ১৪১ রানের বিশাল ব্যবধানে প্রথম টেস্ট জিতেছে ভারত। পোর্ট অব স্পেনে দ্বিতীয় টেস্ট। ডমিনিকায় এক পেশে ম্যাচ হয়েছে। ওয়েস্ট টিমের যা হাল এমন ফলই প্রত্যাশিত ছিল। যদিও তাঁদের অসহায় আত্মসমর্পণ অবাক করেছে অনেককেই। ভারত অধিনায়ক রোহিত শর্মা মনে করছেন, দ্বিতীয় টেস্টে প্রতিরোধ গড়বে ওয়েস্ট ইন্ডিজ। ত্রিনিদাদে ভারত-ওয়েস্ট ইন্ডিজ নিজেদের মধ্যে শততম টেস্ট খেলতে চলেছে। এই ম্যাচে ভারতের একাদশে কি কোনও বদল হবে? রোহিত যা বললেন…। বিস্তারিত রইল TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

ডমিনিকায় অনভিজ্ঞ পেস আক্রমণ নিয়ে নেমেছিল ভারত। মহম্মদ সিরাজ, শার্দূল ঠাকুর কিছুটা পারফর্ম করেছেন। বোলিংয়ে মূলত ভরসা দিয়েছেন অভিজ্ঞ দুই স্পিনার রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাডেজা। ঘরোয়া ক্রিকেটে এক যুগের বেশি সময় ধরে খেলছেন বাঁ হাতি পেসার জয়দেব উনাদকাট। যদিও আন্তর্জাতিক ক্রিকেটে ততটা অভিজ্ঞতা নেই। ডমিনিকায় নতুন বলে মহম্মদ সিরাজের বোলিং সঙ্গী ছিলেন উনাদকাট। তবে ভরসা দিতে পারেননি। রোহিত শর্মাও তাঁকে খুব বেশি ব্যবহার করেননি। দ্বিতীয় ম্যাচে জয়দেব উনাদকাটের পরিবর্তে টেস্ট অভিষেক হতে পারে মুকেশ কুমারের। যদিও রোহিত শর্মা পরিষ্কার করে দিয়েছেন, একাদশে খুব বেশি পরিবর্তন করবে না টিম ম্যানেজমেন্ট।

ত্রিনিদাদে প্র্যাক্টিস শেষে ভারত অধিনায়ক রোহিত শর্মা বলেন, ‘ডমিনিকায় পিচ এবং পরিস্থিতি সম্পর্কে আমাদের পরিষ্কার ধারনা ছিল। এখানকার পরিস্থিতি সম্পর্কে এখনও অবধি পরিষ্কার কিছু জানা নেই। তবে আমার মনে হয় না একাদশে বেশি কিছু পরিবর্তন হবে। পরিস্থিতি বুঝে ম্যাচের আগেই সিদ্ধান্ত নেব।’

রোহিত শর্মা মনে করছেন দ্বিতীয় ম্যাচে চ্যালেঞ্জ করবে ওয়েস্ট ইন্ডিজ। শততম টেস্টের মাইলফলকের ম্যাচ প্রসঙ্গে রোহিত বলছেন, ‘এমন একটা ম্যাচে খেলতে পারা বিরাট সম্মানের। এমনটা রোজ হয় না। দু-দেশের বর্ণময় ইতিহাস রয়েছে। রুদ্ধশ্বাস ম্যাচ রয়েছে। এই টেস্টে দু-দলের মধ্যে বিরাট কোনও পার্থক্য থাকবে না বলে আশা করব। আমি নিশ্চিত, ওয়েস্ট ইন্ডিজ ঘুরে দাঁড়াবে এবং একটি কড়া টক্করের ম্যাচ হবে।’