India vs West Indies, 4th T20, Highlights : অনবদ্য ব্যাটিং, ৯ উইকেটের বিশাল জয় ভারতের

তিথিমালা মাজী | Edited By: দীপঙ্কর ঘোষাল

Aug 12, 2023 | 11:48 PM

India vs West Indies Live Score in Bengali: পডুন ভারত (India) বনাম ওয়েস্ট ইন্ডিজের (West Indies) চতুর্থ টি ২০ (T20) ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট।

India vs West Indies, 4th T20, Highlights : অনবদ্য ব্যাটিং, ৯ উইকেটের বিশাল জয় ভারতের

Follow Us

ফ্লোরিডা : টানটান জায়গায় পৌঁছে গিয়েছে ভারত-ওয়েস্ট ইন্ডিজ টি ২০ সিরিজ। সিরিজের চতুর্থ ম্যাচ ছিল আজ। প্রথম দু-ম্যাচ হেরে প্রবল চাপে ছিল হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন ভারতীয় দল। তৃতীয় ম্যাচ জিতে মেন ইন ব্লু শিবিরে কিছুটা স্বস্তি। পাঁচ ম্যাচের টি ২০ সিরিজে ওয়েস্ট ইন্ডিজ এগিয়ে ছিল ২-১ ব্যবধানে। সিরিজের শেষ দুটি টি ২০ আমেরিকায়। ফ্লোরিডায় চতুর্থ টি ২০ জিতে সমতা ফেরাল ভারতীয় দল। ২০১৬-এর পর এই প্রথম ভারতের বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজ জয়ের সুযোগ ওয়েস্ট ইন্ডিজের সামনে। তবে চতুর্থ ম্যাচে ভারতের ৯ উইকেটের দাপুটে জয়, যশস্বী-শুভমনের বিধ্বংসী ব্যাটিং ওয়েস্ট ইন্ডিজকে চাপে রাখল। রবিবার সিরিজ নির্ণায়ক ম্যাচ একই মাঠে।  ভারত (India) বনাম ওয়েস্ট ইন্ডিজের (West Indies) চতুর্থ টি-টোয়েন্টি (T20) ম্যাচের পুঙ্খানুপুঙ্খ আপডেটের জন্য নজর রাখুন TV9 Bangla Sports এর- এই লাইভে।

LIVE Cricket Score & Updates

The liveblog has ended.
  • 12 Aug 2023 11:28 PM (IST)

    তারুণ্যে বিশাল জয়

    ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চতুর্থ টি-টোয়েন্টিতে ৩ ওভার বাকি থাকতেই ৯ উইকেটের বিশাল জয়। বিস্তারিত ম্যাচ রিপোর্ট- মার্কিন মুলুকে অনবদ্য ব্যাটিং, সমতা ফেরাল ভারত

  • 12 Aug 2023 11:13 PM (IST)

    ১০ উইকেটে জয় হল না

    দুই ওপেনার যে ভাবে ব্যাট করছিলেন, ১০ উইকেটে জয় সময়ের অপেক্ষা ছিল। ৪৭ বলে ৭৭ রানে ফিরলেন শুভমন গিল। দলের চাই মাত্র ১৪ রান।


  • 12 Aug 2023 11:04 PM (IST)

    জয় থেকে মাত্র ২৮ রান দূরে

    দুই ওপেনার শুভমন গিল ও যশস্বী জয়সওয়াল যেন নিজেদের মধ্যেই প্রতিযোগিতায় নেমেছেন। ভারতীয় টিমের জন্য যা দারুণ ব্যাপার।

  • 12 Aug 2023 10:45 PM (IST)

    শুভমনের যশস্বী

    টেস্ট অভিষেকে সেঞ্চুরি করেছিলেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্বিতীয় ম্যাচেই ৩৩ বলে হাফসেঞ্চুরি যশস্বী জয়সওয়ালের। তাঁর আগেই হাফসেঞ্চুরি করেন শুভমন।

  • 12 Aug 2023 10:35 PM (IST)

    দুই ওপেনারই অর্ধশতরানের পথে

    সতর্ক শুরু করেও দুই ওপেনারই এখন অর্ধশতরানের পথে।

  • 12 Aug 2023 10:19 PM (IST)

    অনবদ্য পাওয়ার প্লে

    যশস্বী-শুভমন সতর্ক শুরু করলেও পরবর্তীতে গিয়ার বদলান দু-জনেই। পরিস্থিতি কিছুটা বুঝে শট খেলতে শুরু করেন। পাওয়ার প্লে-তে ৬৬ রান তুলে নিল ভারত।

  • 12 Aug 2023 10:16 PM (IST)

    স্মিথকে ছয়ে স্বাগত

    সিরিজে প্রথম ম্যাচ। প্রথম বল। স্লোয়ার দিয়েছিলেন ওডিন স্মিথ। স্ট্রেট বাউন্ডারিতে ছয় মেরে তাঁকে স্বাগত জানালেন শুভমন গিল।

  • 12 Aug 2023 10:09 PM (IST)

    শুভমনের শর্ট আর্ম জ্যাব

    একটা সময় বিরাট কোহলি নিয়মিত খেলতেন এই শট। এখন শুভমন খেলেন। প্রথম তিন ম্যাচে সেই অর্থে ভরসা দিতে পারেননি ভারতের এই তরুণ ওপেনার। শর্ট আর্ম জ্যাব শটে বাউন্ডারি মেরে যেন ফেরার বার্তা দিলেন শুভমন।

  • 12 Aug 2023 10:04 PM (IST)

    হোল্ডােরের দামি ওভার

    ভারতীয় ইনিংসের তৃতীয় ওভারে দাপট যশস্বীর। হোল্ডারের বোলিংয়ে তিনটি বাউন্ডারি মারলেন।

  • 12 Aug 2023 10:02 PM (IST)

    যশস্বীর দাপট শুরু

    সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি এই ফরম্যাটে দেশের হয়ে অভিষেক হয়েছিল যশস্বী জয়সওয়ালের। সেই ম্যাচে অবশ্য নজর কাড়তে পারেননি। এই ম্যাচে এখনও অবধি ভরসা দিচ্ছেন। সতর্ক শুরু।

  • 12 Aug 2023 09:55 PM (IST)

    রান তাড়ায় নামল ভারত

    রান তাড়া করতে নামল ভারত। ইনিংসের সূচনায় যশস্বী জয়সওয়াল এবং শুভমন গিল। ওবেদ ম্যাককয়ের বলে প্রথমেই বাউন্ডারি যশস্বীর।

  • 12 Aug 2023 09:41 PM (IST)

    ভারতের লক্ষ্য ১৭৯

    প্রাথমিক ধাক্কা কাটিয়ে শেই হোপ এবং শিমরন হেটমায়ারের ব্যাটে স্কোরবোর্ডে রান ১৭৮ রান তুলল ওয়েস্ট ইন্ডিজ। সর্বাধিক ৩৯ বলে ৬১ রান হেটমায়ারের। শেই হোপ ২৯ বলে ৪৫ রান করেন। ৩১ রান খরচ করে ৩টি উইকেট নিলেন অর্শদীপ সিং। ২টি উইকেট কুলদীপ যাদবের।

  • 12 Aug 2023 09:40 PM (IST)

    ১৭৮ রানে থামল ওয়েস্ট ইন্ডিজ

    ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৭৮ রানে থামল ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচ জিততে হলে ১৭৯ রান তুলতে হবে ভারতকে।

  • 12 Aug 2023 09:36 PM (IST)

    শেষ ওভারে ফিরলেন হেটমায়ার

    ১৯.২ ওভারে শিমরন হেটমায়ারকে ফেরালেন অর্শদীপ সিং। ৩৯ বলে ৬১ রান তাঁর।

  • 12 Aug 2023 09:28 PM (IST)

    ১৫০ পার ওয়েস্ট ইন্ডিজের

    ১৫০ রানের গণ্ডি পার হল ওয়েস্ট ইন্ডিজের। অর্ধশতরান করলেন শিমরন হেটমায়ার। ৩৫ বলে ৫০ রান তাঁর।

  • 12 Aug 2023 09:17 PM (IST)

    উইকেট পেলেন মুকেশ কুমার

    জেসন হোল্ডারকে বোল্ড আউট করলেন এই সিরিজে অভিষেক হওয়া মুকেশ কুমার।

  • 12 Aug 2023 09:13 PM (IST)

    ১৫ ওভার শেষ

    ওয়েস্ট ইন্ডিজের খাতায় ১৫ ওভারে ৬ উইকেট খুইয়ে উঠেছে ১২২ রান।

  • 12 Aug 2023 09:11 PM (IST)

    উইকেট পেলেন অক্ষর

    রোমারিও শেফার্ডকে (৯) ফেরালেন অক্ষর প্য়াটেল। ষষ্ঠ উইকেট হারাল ওয়েস্ট ইন্ডিজ।

  • 12 Aug 2023 09:05 PM (IST)

    জুটি ভাঙলেন চাহাল

    অর্ধশতরানের আগেই শেই হোপকে (৪৫) ফেরালেন যুজবেন্দ্র চাহাল। পঞ্চম উইকেট হারাল ওয়েস্ট ইন্ডিজ।

  • 12 Aug 2023 08:57 PM (IST)

    ১০০-র গণ্ডি পার ক্যারিবিয়ানদের

    ক্যারিবিয়ানদের স্কোর ১০০-র গণ্ডি পার হল। হোপ- হেটমায়ার জুটিকে ভাঙার প্রচেষ্টায় চাহালরা।

  • 12 Aug 2023 08:44 PM (IST)

    ১০ ওভারের খেলা বাকি

    প্রথম ১০ ওভারে ৪ উইকেট খুইয়ে ৭৯ রান তুলল ওয়েস্ট ইন্ডিজ। ক্রিজে শেই হোপ এবং শিমরন হেটমায়ার। ৩৭ রানে ব্যাট করছেন হোপ। ৫ রানে হেটমায়ার।

  • 12 Aug 2023 08:33 PM (IST)

    কুলদীপ ফেরালেন পাওয়েলকে

    ক্যারিবিয়ান অধিনায়ক রোভম্যান পাওয়েলকে ফেরালেন কুলদীপ যাদব। ৩ বলে ১ রান। দুটি উইকেট কুলদীপের। ওয়েস্ট ইন্ডিজ ৭.৩ ওভারে ৬০-৪।

  • 12 Aug 2023 08:29 PM (IST)

    পরপর দুই উইকেট খোয়াল ওয়েস্ট ইন্ডিজ

    প্রথমে ওপেনার ব্র্যান্ডন কিং এবং পরের ওভারেই নিকোলাস পুরানের উইকেট খোয়াল ক্যারিবিয়ানরা। ১৬ বলে ১৮ রান ব্র্যান্ড কিংয়ের। ১ রানে পুরানকে ফেরালেন কুলদীপ যাদব। দুই ওপেনারের উইকেট নিলেন অর্শদীপ সিং। ৬.১ ওভার শেষে ৫৫-৩ ওয়েস্ট ইন্ডিজ।

  • 12 Aug 2023 08:09 PM (IST)

    ফিরলেন মেয়ার্স

    কাইল মেয়ার্সের উইকেট হারাল ওয়েস্ট ইন্ডিজ। ৭ বলে ১৭ রান। অর্শদীপের বলে ফিরলেন মেয়ার্স।

  • 12 Aug 2023 07:56 PM (IST)

    ভারতের একাদশ

    যশস্বী জয়সওয়াল, শুভমন গিল, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, সঞ্জু স্যামসন, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, অর্শদীপ সিং, যুজবেন্দ্র চাহাল, মুকেশ কুমার

  • 12 Aug 2023 07:55 PM (IST)

    ওয়েস্ট ইন্ডিজ একাদশ

    ব্রেন্ডন কিং, কাইল মেয়ার্স, শেই হোপ, নিকোলাস পুরান, রোভম্যান পাওয়েল, শিমরন হেটমায়ার, জেসন হোল্ডার, রোমারিও শেফার্ড, ওডিয়েন স্মিথ, আকিল হোসেন, ওবেদ ম্যাককয়

  • 12 Aug 2023 07:53 PM (IST)

    টস আপডেট

    চতুর্থ টি ২০তে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত ওয়েস্ট ইন্ডিজের।

  • 12 Aug 2023 07:37 PM (IST)

    ভরসা দিচ্ছেন তিলক

    ২০ বছরের ব্যাটার তিলক ভার্মার ব্যাট ভরসা দিচ্ছে ভারতকে। তিনটি ম্যাচে ৩০-এর উপরে স্কোর করেছেন। একটি অর্ধশতরান ও একটি ৪৯ রানের ইনিংস তিলকের।

  • 12 Aug 2023 07:35 PM (IST)

    নজরে গিল

    চতুর্থ টি ২০তে শুভমন গিলের দিকে থাকবে নজর। সিরিজে এখনও পর্যন্ত তাঁর পারফরম্যান্স অত্যন্ত খারাপ। দুই অঙ্কের ঘরে রান করতে পারেননি এই তরুণ ওপেনার। ডু অর ডাই ম্যাচে গিলের ব্যাট কতটা অবদান রাখে সেটাই দেখার।

  • 12 Aug 2023 07:06 PM (IST)

    আমেরিকায় ক্রিকেটের অভিজ্ঞতা কেমন?

    আমেরিকায় ক্রিকেট! হ্যাঁ, এটাই এখন নয়া ট্রেন্ড। মেজর লিগ ক্রিকেটের পর ভারত-ওয়েস্ট ইন্ডিজ আন্তর্জাতিক ম্যাচ হচ্ছে। পরের বছর টি ২০ বিশ্বকাপ এখানেই। কেমন লাগছে আমেরিকার ক্রিকেট পরিবেশ? জানালেন ঈশান কিষাণ, শুভমন গিল, মুকেশ কুমাররা।