গাব্বায় ঐতিহাসিক টেস্ট সিরিজ জয় ভারতের

sushovan mukherjee |

Jan 19, 2021 | 2:53 PM

অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয় ভারতের।

গাব্বায় ঐতিহাসিক টেস্ট সিরিজ জয় ভারতের
গাব্বায় ইতিহাস ভারতের। ছবি সৌজন্যে: বিসিসিআই

Follow Us

ব্রিসবেন: অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয় ভারতের। শেষ দিন ৩২৮ রান তাড়া করে তিন উইকেটে জয় তুলে নিল রাহানের দল। অপরাজিত ৮৯ রানের ইনিংসে খেলে জয়ের নায়ক ঋষভ পন্থ। ৯১ রান করেন শুভমন গিলও। প্রথম দল হিসেবে পরপর দুবার অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জিতল ভারত।

সিডনিতে দুরন্ত ইনিংস খেলেও ভারতকে জয় এনে দিতে পারেননি পন্থ। গাব্বায় অবশ্য অপরাজিত থেকে ভারতকে ঐতিহাসিক টেস্ট জয় এনে দেন দিল্লির উইকেটরক্ষক। ৩২ বছর পর গাব্বায় হারের মুখ দেখল অস্ট্রেলিয়া।

দিনের শুরুতে শুভমন গিলের দুরন্ত ব্যাটিং ভারতের জয়ের আশা জোরালো করে। ৯১ রানের অনবদ্য ইনিংস খেলে আউট হন পঞ্জাবের ব্যাটসম্যান। প্রথম টেস্ট শতরান থেকে মাত্র ৯ রানে থামেন গিল। ৫৬ রানের ইনিংস খেলেন পূজারা। বাকি কাজটা সারেন পন্থ। একশো আটত্রিশ বলে ৮৯ রানে অপরাজিত থাকেন দিল্লির উইকেটকিপার। তাঁর ইনিংস সাজানো ছিল নটা চার আর একটা বিশাল ছয় দিয়ে। গাব্বায় ম্যাচের সেরাও পন্থ।

আরও পড়ুন:ইব্রা ম্যাজিকে শীর্ষে এসি মিলান

গাব্বায় ঐতিহাসিক টেস্ট জয়ের পরই টিম ইন্ডিয়ার জন্য পাঁচ কোটি টাকার বোনাস ঘোষণা করে বিসিসিআই।

 

 

 

Next Article