IND W vs ENG W: ন’বছর পর দেশের মাটিতে টেস্ট, নজরে বাংলার তিন কন্যা

Dec 14, 2023 | 12:29 AM

India vs England Only Test: দু-বছর আগে সাদা জার্সিতে খেলার স্বপ্ন পূরণ হতে পারতো। অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট স্কোয়াডে থাকলেও খেলার সুযোগ হয়নি। এ বার স্বপ্নপূরণ হতে পারে! চার দিনের ম্যাচে ক্রিকেটীয় দক্ষতার চেয়েও বেশি জরুরি মানসিক কাঠিন্য। লম্বা স্পেলে বোলিংয়ের দক্ষতা রয়েছে তিতাসের। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের খেলা শেষ টেস্টের একাদশে ছিলেন ঝুলন গোস্বামী। হতেই পারে ঘরের মাঠে তাঁর ছাত্রী তিতাস সাধু টেস্ট অভিষেক করলেন!

IND W vs ENG W: নবছর পর দেশের মাটিতে টেস্ট, নজরে বাংলার তিন কন্যা
Image Credit source: PTI, X

Follow Us

কলকাতা: ফটোসেশনে অভিব্যক্তিগুলোই যেন বলে দেয় উচ্ছ্বাসের পরিধি। দীর্ঘ নয় বছর পর! দেশের মাটিতে অবশেষে টেস্ট খেলতে চলেছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। আর সার্বিক ভাবে টেস্ট! দু-বছরের ব্যবধানে। মেয়েদের ক্রিকেটে উন্নতি হয়েছে সন্দেহ নেই, তবে টেস্ট ক্রিকেট! এখনও অনেকটা পথ এগনো বাকি। দু-বছর আগে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ায় একটি করে টেস্ট খেলেছিল ভারত। এ বার ঘরের মাঠে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটি করে টেস্ট। হরমনপ্রীত কৌর, স্মৃতি মান্ধানাদের কাছে এ যেন বড় পরীক্ষা। ইংল্যান্ড ও অস্ট্রেলিয়াকে হারাতে পারলে, কে জানে পরবর্তীতে হয়তো টেস্টের সংখ্যা বাড়বে! নবি মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে ভারত ও ইংল্যান্ড প্রথম টেস্ট। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

ন’বছর আগে দেশের মাটিতে টেস্ট খেলা ভারতীয় দলের মাত্র দুই সদস্য এ বার রয়েছেন। অধিনায়ক হরমনপ্রীত কৌর ও স্মৃতি মান্ধানা। তবে এই টেস্ট আরও দু-জনের জন্য স্পেশাল হতে চলেছে। দু-বছর আগে ভারতীয় মহিলা দল যখন শেষ বার টেস্ট খেলে, এই দুই ক্রিকেটার জাতীয় দলের ধারে কাছেও ছিলেন না। সাইকা ইসাক এবং তিতাস সাধু। ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজই প্রথম বার জাতীয় দলে জায়গা করে নেওয়া সাইকার। অভিষেক সিরিজে নজর কেড়েছেন এই বাঁ হাতি স্পিনার।

ঝুলন গোস্বামীর পর বাংলা আরও এক পেসারকে নিয়ে স্বপ্ন দেখছে। তিতাস সাধু। সিনিয়র দলে প্রথম বার ডাক পাওয়া নয়। খেলেছেন এশিয়ান গেমসে। ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে খেললেও সাদা জার্সিতে প্রথম বার জাতীয় দলে। শুরুতেই যে লাইনটা বলা হয়েছে, অভিব্যক্তিই বলে দিচ্ছে কতটা উচ্ছ্বসিত তিতাসরা। তবে আরও একজনের দিকে বাড়তি নজর থাকবে। রিচা ঘোষ। মেয়েদের ক্রিকেটে পরিচিত মুখ। পাওয়ার হিটিংয়ের জন্য পরিচিত। দু-বছর আগে সাদা জার্সিতে খেলার স্বপ্ন পূরণ হতে পারতো। অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট স্কোয়াডে থাকলেও খেলার সুযোগ হয়নি। এ বার স্বপ্নপূরণ হতে পারে!

ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের একাদশে বাংলার তিন কন্যাই সুযোগ পাবেন, এমনটা নয়। তবে কোনও দু-জনের সুযোগ হতেই পারে। বিশেষ করে বলতে হয় তিতাস সাধুর কথা। টি-টোয়েন্টি সিরিজে প্রথম ম্যাচে তাঁকে খেলানো হয়নি। তার অন্যতম কারণ হতে পারে, ওয়ার্কলোড ম্যানেজমেন্ট। চার দিনের ম্যাচে ক্রিকেটীয় দক্ষতার চেয়েও বেশি জরুরি মানিসক কাঠিন্য। লম্বা স্পেলে বোলিংয়ের দক্ষতা রয়েছে তিতাসের। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের খেলা শেষ টেস্টের একাদশে ছিলেন ঝুলন গোস্বামী। হতেই পারে ঘরের মাঠে তাঁর ছাত্রী তিতাস সাধু টেস্ট অভিষেক করলেন!

ভারত বনাম ইংল্যান্ড, একমাত্র টেস্ট, সকাল ৯.৩০, স্পোর্টস ১৮ ও জিও সিনেমায় সম্প্রচার