ICC World Cup 2023: বিশ্বকাপের মহারণে টস জিতলেন রোহিত, কিউয়িদের বড় টার্গেট দেওয়াই লক্ষ্য

বুধ-দুপুরে ঐতিহাসিক ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারত-নিউজিল্যান্ডের মেগা ম্যাচ। গ্রুপ পর্বে যতই নয়ে নয় হোক, সেমিফাইনালের প্রতিপক্ষকে যথেষ্ট সমীহ করছেন রোহিত শর্মা। গভীরতা, ভারসাম্য, মানসিকতার জন্য নিউজিল্যান্ডকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন। সেমিফাইনালে নামার আগে ভারতের ক্যাপ্টেন বললেন, ৬-৭ বছর ধরে আইসিসির টুর্নামেন্টগুলোতে ধারাবাহিকভাবে ভালো খেলছেন কেন উইলিয়ামসনরা। বিশ্বকাপের সেমিফাইনাল সহজ হবে না।

ICC World Cup 2023: বিশ্বকাপের মহারণে টস জিতলেন রোহিত, কিউয়িদের বড় টার্গেট দেওয়াই লক্ষ্য
বিশ্বকাপের মহারণে টস জিতলেন রোহিত, কিউয়িদের বড় টার্গেট দেওয়াই লক্ষ্য

| Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Nov 15, 2023 | 4:23 PM

অভিষেক সেনগুপ্ত

মুম্বই: বিশ্বকাপের (ICC World Cup 2023) সেমিফাইনালের জন্য তৈরি ওয়াংখেড়ে। বুধবার ঐতিহাসিক ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারত-নিউজিল্যান্ডের মেগা ম্যাচ। গ্রুপ পর্বে যতই নয়ে নয় হোক, সেমিফাইনালের প্রতিপক্ষকে যথেষ্ট সমীহ করছেন রোহিত শর্মা (Rohit Sharma)। গভীরতা, ভারসাম্য, মানসিকতার জন্য নিউজিল্যান্ডকে (New Zealand) যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন। সেমিফাইনালে নামার আগে ভারতের ক্যাপ্টেন জানান, ৬-৭ বছর ধরে আইসিসির টুর্নামেন্টগুলোতে ধারাবাহিকভাবে ভালো খেলছেন কেন উইলিয়ামসনরা। বিশ্বকাপের সেমিফাইনাল সহজ হবে না। অবশ্য মুম্বইয়ে আজ টস ভাগ্য সঙ্গ দিয়েছে রোহিতের। এ বার দেখার ম্যাচে কী হয়। টসের পর কী বললেন দুই দলের অধিনায়ক? দুই দলের সেমিফাইনালের একাদশই বা কী? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

মুম্বইয়ে টস জিতে কিউয়িদের বিরুদ্ধে ব্যাটিং বেছে নিয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। টসের পর রোহিত বলেন, ‘আমরা প্রথমে ব্যাটিং করব। পিচ ভালোই দেখাচ্ছে। একটু ধীরগতির মনে হচ্ছে। যা-ই করি না কেন, আমাদের ভালো পারফর্ম করতে হবে। মনে হচ্ছে ২০১৯ সাল ফিরে এসেছে। যখন আমরা সেমিফাইনালে খেলেছিলাম। নিউজিল্যান্ড অন্যতম ধারাবাহিক দল। আজ গুরুত্বপূর্ণ একটা দিন।’

কিউয়ি অধিনায়ক কেন উইলিয়ামসন টসের পর বলেন, ‘টস জিতলে আমরাও ব্যাটিং বেছে নিতাম। ৪ বছর আগে একই পরিস্থিতি ছিল। কিন্তু জায়গা আলাদা ছিল। ভারতীয় টিম দারুণ ক্রিকেট খেলছে। মনে হয়ে সন্ধের দিকে শিশির ফ্যাক্টর হবে। চ্যালেঞ্জের জন্য তৈরি। একটা ভালো ম্যাচ হতে চলেছে। দুই দলই বিভিন্ন পরিস্থিতিতে খেলেছে। আজ নকআউটে আমাদের মূল ফোকাস।’

সাগরপারে আজ ভারত ও নিউজিল্যান্ডের গুরুত্বপূর্ণ ম্যাচ। সেমিফাইনাল বলে কথা। কোনও ঝুঁকি নেওয়ার জায়গা নেই। দুই দলই যে কারণে নিজেদের উইনিং কম্বিনেশন ভাঙল না।

ভারতের একাদশ – রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুল (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাডেজা, জসপ্রীত বুমরা, কুলদীপ যাদব, মহম্মদ সামি ও মহম্মদ সিরাজ।

নিউজিল্যান্ডের একাদশ – ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র, কেন উইলিয়ামসন (অধিনায়ক), ড্যারেল মিচেল, টম ল্যাথাম (উইকেটকিপার), গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, মিচেল স্যান্টনার, টিম সাউদি, লকি ফার্গুসন ও ট্রেন্ট বোল্ট।