Rinku Singh: সাফল্যের রহস্য নিজেই ফাঁস করলেন রিঙ্কু, জানালেন চাপের মুখে মাথা ঠান্ডা রাখার মন্ত্র
Rinku Singh;s Latest Update: সদ্য শেষ হওয়া বিশ্বকাপে অস্ট্রেলিয়ার কাছে হার। সেই হতাশাকে সঙ্গে করেই ফের অজিদের বিরুদ্ধে সিরিজ খেলছে টিম ইন্ডিয়া। এখনও পর্যন্ত দুই ম্যাচের দুটিতেই সাফল্য পেয়েছে ভারত। বিশ্বকাপে হারের বদলা যেন এ ভাবে নিচ্ছে ভারত। নীল জার্সি গায়ে নজর কাড়ছেন রিঙ্কু সিং। এই তরুণ ব্যাটারের প্রশংসায় পঞ্চমুখ অনেকেই। স্বয়ং রিঙ্কুর অধিনায়ক সূর্যকুমার যাদব নাম না করে তাঁর সঙ্গে মহেন্দ্র সিং ধোনির তুলনা টানেন পর্যন্ত।

নয়াদিল্লি: আইপিএল দিয়ে শুরু। অভিষেকেই জাত চিনিয়েছিলেন রিঙ্কু সিং (Rinku Singh)। একের পর এক দুরন্ত ইনিংস উপহার দিয়েছেন। চলতি ভারত-অস্ট্রেলিয়া সিরিজেও নজর কাড়ছেন রিঙ্কু। ঠান্ডা মাথায় ক্রিজে টিকে থাকার জন্য প্রশংসিত হচ্ছেন বারবার। শেষের দিকে হাল ধরতে নেমে কীভাবে নিজের প্রতিভা মেলে ধরছেন রিঙ্কু, তা নিজের মুখেই জানালেন। এ ছাড়া ফাঁস করেছেন তাঁর নেট রুটিনও। এই প্রসঙ্গে কী বলছেন তরুণ ভারতীয় তারকা? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
সদ্য শেষ হওয়া বিশ্বকাপে অস্ট্রেলিয়ার কাছে হার। সেই হতাশাকে সঙ্গে করেই ফের অজিদের বিরুদ্ধে সিরিজ খেলছে টিম ইন্ডিয়া। এখনও পর্যন্ত দুই ম্যাচের দুটিতেই সাফল্য পেয়েছে সূর্যকুমাররা। বিশ্বকাপে হারের বদলা যেন এ ভাবে নিচ্ছে ভারত। নীল জার্সি গায়ে নজর কাড়ছেন রিঙ্কু সিং। এই তরুণ ব্যাটারের প্রশংসায় পঞ্চমুখ অনেকেই। স্বয়ং রিঙ্কুর অধিনায়ক সূর্যকুমার যাদব নাম না করে তাঁর সঙ্গে মহেন্দ্র সিং ধোনির তুলনা টানেন পর্যন্ত। চাপের মুখে ঠান্ডা মাথায় কীভাবে সবটা সামলে দেন রিঙ্কু তা জানতে চান অনেকেই। এ বার সেই রহস্য নিজেই ফাঁস করলেন রিঙ্কু। এই প্রসঙ্গে রিঙ্কু বলেন, “আমি সাধারণত এই নম্বরেই ব্যাটিং করি। ধারাবাহিক ভাবে তাই করে আসছি। তাই মাথা ঠান্ডা রাখাটা এখন অভ্যেস হয়ে গিয়েছে। এখন আর কোনও সমস্যা হয় না। বল পিচে কোথায় পড়ছে সেটা আগে বুঝেনি বরাবর।তারপর ব্যাট চালাই। বলটা স্লোয়ার না জোরে বল সেটা বুঝে নিয়ে শট মারি।”
শুধু তাই নয় কীভাবে নেটে গা ঘামিয়ে নিজেকে গড়েপিঠে নেন তিনি, জানান সেকথাও। তাঁর কথায়, ” ম্যাচ শেষ করা আমার কাজ। সেটা আমায় বলই দেওয়া হয়। আমি জানি খুব বেশি হলে ৫-৬ ওভার খেলতে পারব। কখনও সেটা মাত্র ২ ওভারও হতে পার। সেইভাবে মানসিক প্রস্তুতি নিয়েই মাঠে নামি। যতটা পারি নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে চেষ্টা করি দলের জন্য খেলার। বিশেষ ভাবে অনুশীলন করি। মাথাই রাখি যে শেষ পাঁচ জন ব্যাটারের একজন আমি। তাই অনুশীলনে বিশেষভাবে জোর দিই।”
