
কলকাতা: চলতি সিরিজে ভারতের জন্য বড় ধাক্কা। নিউজিল্যাল্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ দারুণ জিতে শুরু করেছে ভারত। তার মধ্যেই খারাপ খবর। চোটের কারণে দল থেকে ছিটকে গেলেন ওয়াশিংটন সুন্দর। অফস্পিনার অলরাউন্ডারের এই চোট চাপে ফেলেছে টিম ম্যানেজমেন্টকে। রবিবার বরোদায় খেলার সময় চোট পান সুন্দর। সেই চোটের কারণেই তিনি ওয়ান ডে সিরিজের বাকি দুটো ম্যাচে খেলতে পারবেন না। ২১ জানুয়ারি থেকে নাগপুরে শুরু হতে চলেছে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। বিশ্বকাপের ঠিক আগে ওই সিরিজ খুব গুরুত্বপূর্ণ ভারতের। টি-টোয়েন্টি সিরিজে ফিরতে পারবেন ওয়াশিংটন, প্রশ্ন রয়েছে।
চোট বারবার সমস্যায় ফেলছে ভারতকে। এর আগে উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ চোট নিয়ে সিরিজ থেকে ছিটকে গিয়েছেন। তবে সুন্দরকে নিয়ে ভারতের উদ্বেগ আরও বেশি। তিনি ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের একজন গুরুত্বপূর্ণ সদস্য। সুন্দর চোটপ্রবণ ক্রিকেটার। এর আগেও তিনি চোট পেয়ে ছিটকে গিয়েছেন। ফলে, তাঁকে নিয়ে চাপে থাকাটা স্বাভাবিক। বিসিসিআই সূত্র থেকে জানা গিয়েছে, বরোদায় প্রথম ওয়ান-ডেতে চোট পাওয়ায় নিউজিল্যান্ডের বিরুদ্ধে বাকি দুইটি ম্য়াচ, যা ২৪ জানুয়ারি রাজকোট এবং ২৮ জানুয়ারি ইন্দোরে হওয়ার কথা, ওয়াশিংটন সুন্দরকে বিশ্রাম দেওয়া হয়েছে।
হর্ষিত রানা সুন্দরের চোট নিয়ে বলেন, “ওয়াশিংটনের সাইড স্ট্রেন হয়েছে। ব্যাটিং করার সময় ও ব্যথা পাচ্ছিল। মেডিক্যাল টিম ওকে পর্যবেক্ষণ রেখেছে। পরে আপডেট দেওয়া হবে।” চোটের প্রভাব মাঠেও ছিল স্পষ্ট। নিউজিল্যান্ডের ইনিংসে মাত্র পাঁচ ওভার বল করেছেন সুন্দর। দিয়েছেন ২৭ রান। দৌড়াতে কষ্ট হলেও সুন্দর ৭ বলে ৭ রান করেন। কেএল রাহুলের সঙ্গে ১৬ বলে ২৭ রান করে ভারতকে চার উইকেটের জয় এনে দেন। ঋষভ পন্থের বদলে ইতিমধ্যেই ধ্রুব জুরেলকে দলে নেওয়া হয়েছে। ওয়াশিংটন সুন্দর যদি চোটের কারণে বিশ্বকাপের টিম থেকে বাদ পড়েন, কাকে সুযোগ দেওয়া হবে? এ নিয়েও কিন্তু চর্চার শেষ নেই।