ভারতীয় শিবিরে আতঙ্ক, অনুশীলনে কাঁধে চোট অলরাউন্ডারের

IND vs SA, Shardul Thakur: হতাশা থেকে বেরনোর রাস্তা ছিল দক্ষিণ আফ্রিকা সফর। অন্তত ক্যাপ্টেন রোহিত শর্মার ক্ষেত্রে তাই বলা যায়। দক্ষিণ আফ্রিকায় কখনও টেস্ট সিরিজ জেতেনি ভারত। বক্সিং ডে টেস্ট হারে এ বারও সেই সুযোগ নেই। বরং কী করে দ্বিতীয় টেস্ট জিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবলে উন্নতি করা যায়, নজর সে দিকেই। তার আগে আরও একটা ধাক্কা ভারতীয় শিবিরে। কাঁধে চোট পেলেন অলরাউন্ডার।

ভারতীয় শিবিরে আতঙ্ক, অনুশীলনে কাঁধে চোট অলরাউন্ডারের
Image Credit source: PTI
Follow Us:
| Updated on: Dec 30, 2023 | 4:29 PM

কলকাতা: চূড়ান্ত হতাশায় বছর শেষ করছে ভারতীয় ক্রিকেট দল। ঘরের মাঠে ওয়ান ডে বিশ্বকাপে টানা দশ ম্যাচ জিতে ফাইনালে উঠেছিল ভারত। যদিও ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হার। সেই হতাশা থেকে বেরনোর রাস্তা ছিল দক্ষিণ আফ্রিকা সফর। অন্তত ক্যাপ্টেন রোহিত শর্মার ক্ষেত্রে তাই বলা যায়। দক্ষিণ আফ্রিকায় কখনও টেস্ট সিরিজ জেতেনি ভারত। বক্সিং ডে টেস্ট হারে এ বারও সেই সুযোগ নেই। বরং কী করে দ্বিতীয় টেস্ট জিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবলে উন্নতি করা যায়, নজর সে দিকেই। তার আগে আরও একটা ধাক্কা ভারতীয় শিবিরে। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

কেপটাউনে নিউ ইয়ার টেস্ট শুরু হচ্ছে ৩ জানুয়ারি। ভারতীয় দল সেঞ্চুরিয়নে প্রস্তুতি শুরু করে দিয়েছে। ঐচ্ছিক অনুশীলনেই কাঁধে চোট লাগে শার্দূল ঠাকুরের। ভারতীয় দলের হাতে গোনা কয়েকজন অনুশীলনে নেমেছিলেন। থ্রো ডাউনের সময় নেটে সকলের আগে পৌঁছন শার্দূল ঠাকুর। ফিল্ডিং কোচ টি দীলিপের থ্রো ডাউনে কাঁধে চোট লাগে ভারতের পেস বোলিং অলরাউন্ডার শার্দূল ঠাকুরের। তাঁর চোট কতটা গুরুতর এখনই বলা যাচ্ছে না। তবে শার্দূলকে প্রচন্ড অস্বস্তিতে দেখিয়েছে। স্ক্যানের পরই পরিস্থিতি বোঝা যাবে।

সেঞ্চুরিয়নের পিচে অনেক লেন্থ ডেলিভারিই বাউন্স হয়েছে। থ্রো ডাউনেও হঠাৎ লাফিয়ে ওঠা ডেলিভারিতে কাঁধে চোট লাগে শার্দূলের। সে সময় অবশ্য ব্যাটিং চালিয়ে যান। নেটে ব্যাটিং শেষে ফিজিও তাঁকে পরীক্ষা করেন। বেশ কিছুক্ষণ স্লিং লাগিয়ে বসেছিলেন শার্দূল। হতেই পারে চোট খুব গুরুতর নয়। এমনিতেই প্রথম টেস্টে ইনিংস ও ৩২ রানে হেরে প্রবল চাপে রয়েছে ভারতীয় দল। ম্যাচে শার্দূলের পারফরম্যান্সও অস্বস্তির। ব্যাট হাতে সাফল্য পাননি। বোলিংয়ে ১৯ ওভারে দিয়েছে ১০০ রান। নিয়েছিলেন ১ উইকেট।