India vs South Africa: ভারতের হারেও পাওয়া গেল নতুন ‘অলরাউন্ডার’

IND vs SA 2nd ODI Report: প্রথম ওয়ান ডে-তে ভারতের জার্সিতে অভিষেক হয়েছিল সাই সুদর্শনের। অভিষেক ম্যাচেই সুদর্শন ইনিংস খেলেছিলেন সাই। ধারাবাহিকতা বজায় রাখলেন। দ্বিতীয় ওয়ান ডে-তে অভিষেক হল রিঙ্কু সিংয়ের। টি-টোয়েন্টি ক্রিকেটে নজর কেড়েছেন। দেশের হয়েও টি-টোয়েন্টি ফর্ম্যাটে এখনও অবধি সফল রিঙ্কু। দক্ষিণ আফ্রিকা সফরেই প্রথম বার ওয়ান ডে স্কোয়াডে জায়গা পেয়েছিলেন। অভিষেক ম্যাচে ব্যাট হাতে প্রত্যাশামতো পারফরম্যান্স পাওয়া গেল না। তবে সার্বিক ভাবে তাঁর আত্মবিশ্বাস বিরাট প্রাপ্তি।

India vs South Africa: ভারতের হারেও পাওয়া গেল নতুন 'অলরাউন্ডার'
Image Credit source: X
Follow Us:
| Updated on: Dec 20, 2023 | 12:13 AM

বেরহা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মিনি অকশন। অন্য দিকে, ভারত বনাম দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ওয়ান ডে। সিরিজের প্রথম ম্যাচে ৮ উইকেটের বিশাল ব্যবধানে জিতেছিল ভারত। দ্বিতীয় ম্যাচে জিতল দক্ষিণ আফ্রিকা। ব্যাটিংয়ে ভারতের শুরুটা ভালো হলেও শেষ দিনে ধস নামল। রান তাড়ায় অনবদ্য ব্যাটিং দক্ষিণ আফ্রিকার। দুরন্ত শতরান প্রোটিয়া ওপেনার টোনি ডে জোর্জির। তবে ভারতের হারেও প্রাপ্তি অনেক। যেমন একজন অলরাউন্ডার! আন্তর্জাতিক ওয়ান ডে-তে অভিষেক ম্যাচেই নজর কাড়লেন। নামটা বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়। রিঙ্কু সিং। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

প্রথম ওয়ান ডে-তে ভারতের জার্সিতে অভিষেক হয়েছিল সাই সুদর্শনের। অভিষেক ম্যাচেই সুদর্শন ইনিংস খেলেছিলেন সাই। ধারাবাহিকতা বজায় রাখলেন। দ্বিতীয় ওয়ান ডে-তে অভিষেক হল রিঙ্কু সিংয়ের। টি-টোয়েন্টি ক্রিকেটে নজর কেড়েছেন। দেশের হয়েও টি-টোয়েন্টি ফর্ম্যাটে এখনও অবধি সফল রিঙ্কু। দক্ষিণ আফ্রিকা সফরেই প্রথম বার ওয়ান ডে স্কোয়াডে জায়গা পেয়েছিলেন। অভিষেক ম্যাচে ব্যাট হাতে প্রত্যাশামতো পারফরম্যান্স পাওয়া গেল না। তবে সার্বিক ভাবে তাঁর আত্মবিশ্বাস বিরাট প্রাপ্তি।

টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল দক্ষিণ আফ্রিকা। ভারতের শুরুটা খুব ভালো হয়নি। টানা দু-ম্যাচে হতাশ করলেন ঋতুরাজ গায়কোয়াড়। তেমনই অভিষেক সিরিজেই টানা দ্বিতীয় হাফসেঞ্চুরিতে নজর কাড়লেন সাই সুদর্শন। অধিনায়ক লোকেশ রাহুলের সঙ্গে মজবুত জুটি গড়েন। ৮৩ বলে ৬২ রানের ঝকঝকে ইনিংস সাইয়ের। অর্ধশতরান করেন অধিনায়ক রাহুলও। মিডল ও লোয়ার অর্ডার দায়িত্ব নিতে ব্যর্থ। রিঙ্কু শুরুটা ভালো করলেও দ্রুত রান তোলার পরিচিত মেজাজে ব্যাট করার চেষ্টায় খেই হারালেন। ১৪ বলে ১৭ রানে স্টাম্প আউট রিঙ্কু। শেষ অবধি মাত্র ২১১ রানেই অলআউট ভারত।

অর্শদীপ সিং, আবেশ খানরা ভালো বোলিং করলেও ব্রেক থ্রু দিতে পারছিলেন না। শতরানের ওপেনিং জুটি গড়ে দক্ষিণ আফ্রিকা। রিজা হেনড্রিক্সকে ফিরিয়ে প্রথম ব্রেক থ্রু অর্শদীপের। ততক্ষণে বোর্ডে ১৩০ রান তুলে নিয়েছে প্রোটিয়ারা। ম্যাচ হাত থেকে বেরিয়ে গিয়েছে দেখে তরুণদের বোলিংয়ের সুযোগ দিলেন লোকেশ রাহুল। ওয়ান ডে বিশ্বকাপে ষষ্ঠ বোলালের অভাবে ভুগেছে ভারত। এরকম ম্যাচে পরীক্ষা করাই যায়।

আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম বার বোলিং করেন বিধ্বংসী ব্যাটার রিঙ্কু সিং। ঘরোয়া ক্রিকেটে ১৬ উইকেট রয়েছে তাঁর। আন্তর্জাতিক ওয়ান ডে-তে প্রথম ওভারেই উইকেট নিলেন। অফস্পিনারের বোলিংয়ে কাট করার চেষ্টায় কট বিহাইন্ড সেট ব্যাটার রাসি ভ্যান ডার ডুসেন। এক ওভারই বোলিংয়ের সুযোগ পেয়েছেন রিঙ্কু। মাত্র ২ রান দিয়ে ১ উইকেট। এখন কি তাঁকে নিয়মিত বোলিং বিকল্প ভাবা যেতে পারে?