India vs South Africa: সিরিজ সেরা, এক নম্বর বোলার না হওয়াই ভালো! বিষ্ণোইকে হুঁশিয়ারি গম্ভীরদের
IND vs SA 3rd T20I Selection: বিশ্বকাপের পরই ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছে ভারত। অস্ট্রেলিয়াকে ৪-১ ব্যবধানে উড়িয়ে দিয়েছিল সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন তরুণ দল। দক্ষিণ আফ্রিকা সফরে কয়েকজন সিনিয়র প্লেয়ার ফিরেছেন। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের সর্বাধিক রান স্কোরার ছিলেন ওপেনার ঋতুরাজ গায়কোয়ার। বোলিংয়ে নজর কাড়েন ডান হাতি রিস্ট স্পিনার রবি বিষ্ণোই।
জোহানেসবার্গ: সিরিজ সেরা কিংবা বিশ্বের এক নম্বর বোলার হওয়া যাবে না। ক্ষোভ উগড়ে তরুণ ক্রিকেটারদের এমন বার্তাই দিলেন ভারতের প্রাক্তন দুই ক্রিকেটার গৌতম গম্ভীর ও সঞ্জয় মঞ্জরেকর। তাঁদের লক্ষ্য অবশ্য ভারতীয় টিম ম্য়ানেজমেন্ট। ভালো পারফর্ম করেও যদি একাদশে জায়গা ধরে রাখা না যায়, তা হলে পারফর্ম করে লাভ কী? এমন প্রশ্নও তুলছেন দুই কিংবদন্তি। সেই ক্ষোভ থেকেই টিম ম্যানেজমেন্টের প্রতি বিদ্রুপের এই প্রতিক্রিয়া। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
বিশ্বকাপের পরই ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছে ভারত। অস্ট্রেলিয়াকে ৪-১ ব্যবধানে উড়িয়ে দিয়েছিল সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন তরুণ দল। দক্ষিণ আফ্রিকা সফরে কয়েকজন সিনিয়র প্লেয়ার ফিরেছেন। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের সর্বাধিক রান স্কোরার ছিলেন ওপেনার ঋতুরাজ গায়কোয়ার। বোলিংয়ে নজর কাড়েন রবি বিষ্ণোই। সিরিজে ৯ উইকেট নেন। সিরিজ সেরার পুরস্কার জেতেন এবং আইসিসি টি-টোয়েন্টি বোলারদের ক্রমতালিকায় শীর্ষস্থান দখল করেন রবি বিষ্ণোই।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের সেরা দুই পারফর্মার দক্ষিণ আফ্রিকায় ভারতের স্কোয়াডেও রয়েছেন। প্রথম ম্যাচে ‘ফিট’ ছিলেন না ঋতুরাজ গায়কোয়াড়। জাডেজা, কুলদীপ ফেরায় জায়গা হয়নি রবি বিষ্ণোইয়ের। তৃতীয় টি-টোয়েন্টিতেও একাদশে জায়গা হয়নি রবি বিষ্ণোইয়ের। ব্যাটিং প্যারাডাইস এবং শুকনো খটখটে আবহাওয়ায় কোনও এক পেসারকে বসিয়ে ডানহাতি রিস্ট স্পিনার রবি বিষ্ণোইকে খেলানো উচিত ছিল, এমনটাই মত গৌতম গম্ভীরের। ক্ষুব্ধ গম্ভীর বলেন, ‘সিরিজ সেরার পুরস্কার জেতাটাই যেন ওর ভুল।’ সঙ্গে সঞ্জয় মঞ্জরেকর যোগ করেন, ‘আইসিসি ক্রমতালিকায় এক নম্বর বোলার হওয়াটাও বোধ হয়।’