MS Dhoni-Aravelly Avanish: CSK-তে ধোনির ব্যাকআপ, বিশ্বকাপে কেমন খেলছেন?

Jan 26, 2024 | 10:00 AM

ICC Under-19 World Cup: চেন্নাই সুপার কিংস স্কোয়াডে মহেন্দ্র সিং ধোনি রয়েছেন। আগামী মরসুমেও তিনি খেলবেন। ধোনির মতো ক্যাপ্টেন, কিপার থাকতে সিএসকে-যে বেশি ভাবনায় থাকবে না এটাই স্বাভাবিক। হয়তো সে কারণেই এই তরুণ কিপারকে নিয়েছে চেন্নাই সুপার কিংস। এর নেপথ্যে ধোনির পরামর্শও থাকতে পারে। গত ডিসেম্বরে অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের আগে ঘরের মাঠে একটি চারদেশীয় টুর্নামেন্ট হয়েছিল। সেখানে একটা দুর্দান্ত ইনিংস।

MS Dhoni-Aravelly Avanish: CSK-তে ধোনির ব্যাকআপ, বিশ্বকাপে কেমন খেলছেন?
Image Credit source: X

Follow Us

কলকাতা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নতুন সংস্করণ শুরু হবে ২২ মার্চ। এখনও সূচি প্রকাশ না হলেও সূত্রের খবর এমনই। নিলামে নজর ছিল চেন্নাই সুপার কিংসের দিকে। নিলামে কিপার নেওয়ার দিকে খুব বেশি জোর দিতে দেখা যায়নি। শেষ দিকে এক তরুণ কিপারকে নেয় তারা। আরাবল্লী অবনিশ। বেস প্রাইসেই এই তরুণ ক্রিকেটারকে নেয় চেন্নাই সুপার কিংস। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে জাতীয় দলের হয়ে খেলছেন সিএসকের এই নতুন সদস্য। বিশ্বকাপে কেমন পারফর্ম করছেন? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

চেন্নাই সুপার কিংস স্কোয়াডে মহেন্দ্র সিং ধোনি রয়েছেন। আগামী মরসুমেও তিনি খেলবেন। ধোনির মতো ক্যাপ্টেন, কিপার থাকতে সিএসকে-যে বেশি ভাবনায় থাকবে না এটাই স্বাভাবিক। হয়তো সে কারণেই এই তরুণ কিপারকে নিয়েছে চেন্নাই সুপার কিংস। এর নেপথ্যে ধোনির পরামর্শও থাকতে পারে। গত ডিসেম্বরে অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের আগে ঘরের মাঠে একটি চারদেশীয় টুর্নামেন্ট হয়েছিল। সেখানে অনবদ্য একটা ইনিংস খেলেছিলেন মিডল অর্ডার ব্যাটার আরাবল্লী। এশিয়া কাপে সেই অর্থে সাফল্য দেখা যায়নি। তবে বিশ্বকাপে নিজের ভূমিকায় সফল।

বাংলাদেশের বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম ম্যাচে ২৩ রান করেছিলেন। ৬ নম্বরে নেমে ১৭ বলে ২৩ রানের ক্যামিও ইনিংস। তবে দ্বিতীয় ম্যাচে তাঁর গ্লাভওয়ার্ক নজর কেড়েছে। আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে বাঁ হাতি পেসার নমন তিওয়ারির বোলিংয়ে ডানদিকে ঝাঁপিয়ে অনবদ্য একটা ক্যাচ নেন। শুধু তাই নয়, সৌম্য পান্ডের বোলিংয়ে দুর্দান্ত একটা স্টাম্পিং। এতটাই দ্রুত বেল উড়িয়েছেন থার্ড আম্পায়ারকে সিদ্ধান্ত নিতে রীতিমতো ঘাম ঝড়াতে হয়েছে। তার আগে ব্যাট হাতেও ১৩ বলে ২২ রানের ইনিংস।

জাতীয় দলে তাঁর ভূমিকা কী? অ্যাডাম গিলক্রিস্টের ভক্ত আরাবল্লী অবনিশ বলেন, ‘দলে আমার ভূমিকা দ্রুত রান তোলা। মূলত ম্যাচ যতটা শেষ দিকে নেওয়া যায়, সেই চেষ্টাই থাকে।’ আরাবল্লীর পছন্দের শট কভার ড্রাইভ। যদিও শট খেলার সময় এত বাছাই করা পছন্দ নয়। সহজ কথায় ‘ফিনিশার’-এর ভূমিকাই পছন্দ আরাবল্লীর। চেন্নাই সুপার কিংসে মহেন্দ্র সিং ধোনির পরামর্শ পেলে…।

Next Article