Indian Cricket Team: সুনীলের বদলে শ্রীকান্ত ওপেনার… গিল বিতর্কে জল ঢাললেন রামন!

WV Raman on Shubman Gill Controversy: কেন শুভমনের মতো ব্যাটারকে বাদ দেওয়া হল, তা নিয়ে কথা চলছে। এই বিতর্ক মেটালেন ভারতের এক প্রাক্তন ওপেনার। তিনি যুক্তি হিসেবে তুলে ধরেছেন সুনীল গাভাসকর ও কৃষ্ণমাচারি শ্রীকান্তকে। দু'জনেই ওপেনার। কিন্তু দু'জনের সাফল্যের ক্ষেত্র আলাদা। ফর্ম্যাট আলাদা। কে এই প্রাক্তন?

Indian Cricket Team: সুনীলের বদলে শ্রীকান্ত ওপেনার... গিল বিতর্কে জল ঢাললেন রামন!
গাভাস্কর, শ্রীকান্ত, শুভমান...Image Credit source: Adrian Murrell/Allsport/Getty Images/Hulton Archive

| Edited By: সুপ্রিয় ঘোষ

Dec 23, 2025 | 4:32 PM

কলকাতা: টি-টোয়েন্টি বিশ্বকাপের দল থেকে বাদ পড়েছেন শুভমন গিল। আর তাতে ওপেনিং নিয়ে অঙ্ক অনেকটাই পরিষ্কার হয়ে গিয়েছে। অভিষেক শর্মার সঙ্গে ওপেন করবেন সঞ্জু স্যামসন। ২ বছর পর ভারতীয় দলে ফেরা ঈশাণ কিশানের জন্য থাকছে সুযোগ। তবে সঞ্জুই পাবেন অ্যাডভান্টেজ। এ নিয়ে বিতর্ক শুরু হয়ে গিয়েছে। কেন শুভমনের মতো ব্যাটারকে বাদ দেওয়া হল, তা নিয়ে কথা চলছে। এই বিতর্ক মেটালেন ভারতের এক প্রাক্তন ওপেনার। তিনি যুক্তি হিসেবে তুলে ধরেছেন সুনীল গাভাসকর ও কৃষ্ণমাচারি শ্রীকান্তকে। দু’জনেই ওপেনার। কিন্তু দু’জনের সাফল্যের ক্ষেত্র আলাদা। ফর্ম্যাট আলাদা। কে এই প্রাক্তন?

ইনি আর কেউ নন, ডব্লিউভি রামন। প্রাক্তন প্লেয়ারের পাশাপাশি তিনি একই সঙ্গে ভারতীয় দলের কোচও। সেই তাঁর মনে হচ্ছে, কেন তড়িঘড়ি বোর্ড টি-টোয়েন্টি টিমের ভাইস ক্যাপ্টেন করেছিল শুভমনকে? রামনের যুক্তি, ‘গিল নিজের দোষে টিম থেকে বাদ পড়েনি। অন্য যে প্লেয়াররা রয়েছে, তারা ওর থেকে বেশি আগ্রাসী। যে কোয়ালিটি আজকের টি-টোয়েন্টি ক্রিকেটে খুব জরুরি।’ এখানেই শেষ নয়, রামন উদাহরণ দিয়ে প্রতিষ্ঠা করেছেন নিজের যুক্তি। তাঁর কথায়, ‘ধরা যাক, টি-টোয়েন্টি ফর্ম্যাটে সুনীল গাভাসকর উপযোগী ব্যাটার। তার বদলে কৃষ্ণমাচারি শ্রীকান্তকে ওপেনার হিসেবে বাছা হল। ওই ফর্ম্যাটে কে ভালো ব্যাটার, তা জানার পরও এটা হলে যেমন হয়, তেমন হত ব্যাপারটা। একটা ব্যাপার অবশ্য আমাকে অবাক করেছে। কেন টি-টোয়েন্টি টিমে শুভমনকে তড়িঘড়ি ভাইস ক্যাপ্টেন করা হল। যখন ওই দায়িত্ব পালন করার জন্য কেউ না কেউ ছিল।’

ভারতীয় দলের প্রতিভার অভাব নেই। তিন ফর্ম্যাটে দল নির্বাচনের সময় উপযোগী ক্রিকেটার বাছার উপরেই গুরুত্ব দিয়েছেন নির্বাচকরা। সেই ভাবনা থেকেই দল থেকে বাদ দেওয়া শুভমন গিলকে। টেস্টও ওয়ান ডে টিমের ক্যাপ্টেনের যোগ্য়তা নিয়ে প্রশ্ন নেই। কিন্তু এই ফর্ম্যাটে এখনকার যে ভারতীয় দল, তাতে তিনি আসেন না। এর অর্থ এই নয় যে, টেস্ট ও ওয়ান ডে টিমে তাঁর কার্যকারীতা কম। ইংল্য়ান্ডের টেস্ট সিরিজের পর তিনি যে একজন সফল লিডার, তাও প্রমাণ করেছেন।