একটা সময় জাতীয় দলে খেলেছেন, দুটো বিশ্বকাপ জিতেছেন। এ বার সুযোগ এসেছে কোচের ভূমিকায় দেশকে এমনই সাফল্য এনে দেওয়ার। সদ্য ভারতীয় দলের কোচ হয়েছেন গৌতম গম্ভীর। খেলোয়াড় জীবন শেষে ধারাভাষ্যের সঙ্গেও যুক্ত ছিলেন। এ ছাড়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে লখনউ সুপার জায়ান্টস এবং গত মরসুমে কলকাতা নাইট রাইডার্সের মেন্টর ছিলেন গৌতম গম্ভীর। রাজনীতির সঙ্গেও যুক্ত ছিলেন গম্ভীর। ভোটে জিতে সাংসদও হয়েছিলেন। ক্রিকেটে মনসংযোগ করতে রাজনীতি অব্য়হতি নিয়েছিলেন। ক্রিকেটের সঙ্গেই নানা ভাবে যুক্ত ছিলেন। এ বার সামনে বড় চ্যালেঞ্জ। শ্রীলঙ্কা সফর দিয়ে জাতীয় দলে কোচ হিসেবে অভিষেক হতে চলেছে তাঁর। লক্ষ্য চ্যাম্পিয়ন্স ট্রফি, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। গৌতম গম্ভীর জাতীয় দলের কোচ হওয়ার পরই তাঁর নানা বিষয়ে আগ্রহের জায়গা তৈরি হওয়াই প্রত্যাশিত। তেমনই একটা বিষয়, তাঁর বাড়ি, গাড়ির সংগ্রহ। কত সম্পত্তির মালিক গুরু-গম্ভীর?
সফল ক্রিকেটার। দুটো বিশ্বকাপ। এবং দুটি বিশ্বকাপেই দুর্দান্ত পারফরম্যান্স করেছেন গৌতম গম্ভীর। বিশেষ করে বলতে হয় ফাইনালের কথা। বাইশগজে তাঁর রাজত্ব কুর্নিশ জানানোর মতোই। গম্ভীরের সাম্রাজ্য ঘুরে দেখলে কেমন হয়?
গৌতম গম্ভীরের মোট সম্পত্তির পরিমাণ আনুমানিক ২৬৫ কোটি টাকা। ক্রিকেটের বাইরেও তাঁর আয়ের উৎস ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট, ব্যবসা এবং বিনিয়োগ থেকে। এমআরএফ, রিবকের মতো নানা ব্র্যান্ড এন্ডোর্স করেছেন গম্ভীর। পাশাপাশি ধারাভাষ্যও আয়ের অন্যতম বড় উৎস ছিল। তাঁর স্থাবর সম্পত্তির দিকে আসা যাক। দিল্লির রাজিন্দরনগরের এক বিলাসবহুল বাড়ি রয়েছে। সেখানেই থাকেন গম্ভীর। এই বাড়ির আনুমানিক মূল্য ১৫ কোটি টাকা। এর পাশাপাশি নয়ডা এবং মলকাপুরে একটি করে জমি রয়েছে, যাঁর মূল্য প্রায় ৪ কোটি ও ১ কোটি।
গৌতম গম্ভীরের গাড়ির সংগ্রহে আসা যাক। তাঁর সংগ্রহে রয়েছে- মারুতি সুজুকি, টয়োটা, বোলেরোর মতো গাড়ি। সঙ্গে অডি, বিএমডব্লিউয়ের মতো বিলাসবহুল গাড়িও। এ ছাড়াও বিভিন্ন বিনিয়োগ রয়েছে সদ্য ভারতীয় দলের কোচ হওয়া গৌতম গম্ভীরের।