India vs South Africa: বাংলাদেশের লজ্জার রেকর্ড এখন ভারতের, শাস্ত্রী মজা করে বললেন…

Jan 03, 2024 | 8:32 PM

IND vs SA, 2nd Test: মহম্মদ সিরাজের বিধ্বংসী স্পেল এবং জসপ্রীত বুমরা-মুকেশ কুমারের সহযোগিতায় দক্ষিণ আফ্রিকাকে প্রথম ইনিংসে মাত্র ৫৫ রানেই অলআউট করে ভারত। এতে উচ্ছ্বসিত হওয়ার ব্যাপার ছিল। ভারতীয় ব্যাটিংয়ের শুরুটা ভালো না হলেও ক্রমশ পরিস্থিতি বদলাচ্ছিল। ১১১-৪ স্কোরে চা বিরতিতে যায় ভারতীয় দল। ক্রিজে বিরাট কোহলি ও লোকেশ রাহুল। কে জানতো বিশ্বরেকর্ড অপেক্ষা করছে!

India vs South Africa: বাংলাদেশের লজ্জার রেকর্ড এখন ভারতের, শাস্ত্রী মজা করে বললেন...
Image Credit source: PTI

Follow Us

কলকাতা: রেকর্ড গড়তে কে না ভালো বাসে! কিন্তু এমন রেকর্ড কেউই পছন্দ করবেন না। টিম হিসেবে চূড়ান্ত লজ্জার রেকর্ড ভারতের দখলে। টেস্ট ক্রিকেটের ইতিহাসে এই প্রথম বিনা রানে ৬ উইকেট হারাল ভারত। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেঞ্চুরিয়নে প্রথম টেস্ট হেরেছিল ভারত। ইনিংস ও ৩২ রানে হেরেছিল সেই ম্যাচ। তার মূল কারণ ছিল ব্যাটিং বিপর্যয়। প্রথম ইনিংসে লোকেশ রাহুলের সেঞ্চুরি এবং দ্বিতীয় ইনিংসে বিরাট কোহলি ৭৬ রান করেছিলে। তবে কেপটাউনের বিপর্যয় তার চেয়েও বেশি লজ্জার। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

মহম্মদ সিরাজের বিধ্বংসী স্পেল এবং জসপ্রীত বুমরা-মুকেশ কুমারের সহযোগিতায় দক্ষিণ আফ্রিকাকে প্রথম ইনিংসে মাত্র ৫৫ রানেই অলআউট করে ভারত। এতে উচ্ছ্বসিত হওয়ার ব্যাপার ছিল। ভারতীয় ব্যাটিংয়ের শুরুটা ভালো না হলেও ক্রমশ পরিস্থিতি বদলাচ্ছিল। ১১১-৪ স্কোরে চা বিরতিতে যায় ভারতীয় দল। ক্রিজে বিরাট কোহলি ও লোকেশ রাহুল। কে জানতো বিশ্বরেকর্ড অপেক্ষা করছে! এর আগে ০ রানে পাঁচ উইকেট পড়ার নজির ছিল। হারারেতে জিম্বাবোয়ের বিরুদ্ধে ১৩৪-৫ থেকে একই স্কোরে অলআউট হয়েছিল বাংলাদেশ। সেই রেকর্ড এখন ভারতের দখলে! ০ রানে পড়ল ৬ উইকেট।

টেস্ট ক্রিকেটের প্রথম দিন সবচেয়ে বেশি উইকেট পড়ার রেকর্ড হয়েছিল ১৯০২ সালের ১ জানুয়ারি। অস্ট্রেলিয়া ১১২ রানে অলআউট হয়েছিল। জবাবে ইংল্যান্ডকে ৬১ রানে গুটিয়ে দেয় অস্ট্রেলিয়া। প্রথম দিনই ফের ব্যাটিংয়ে নেমে অস্ট্রেলিয়া ৪৮-৫ স্কোরে। কেপটাউনে একদিনে সবচেয়ে বেশি উইকেট পড়েছিল দক্ষিণ আফ্রিকা বনাম ইংল্যান্ড টেস্টে। একদিনে ২৩ উইকেট পড়ার রেকর্ড রয়েছে। এ দিন ভারত ও দক্ষিণ আফ্রিকা মিলিত ভাবে ৫৮.১ ওভারে ২০৮ রানে ২০ উইকেট হারাল। কমেন্ট্রি বক্সে মজা করে রবি শাস্ত্রী বললেন, ‘কে ভেবেছিল এমন বিশ্বরেকর্ড হবে! নতুন বছরের শুরু। সকলেই যেন ভেবেছিল, চলো নতুন বছর ধামাকায় শুরু করি।’

Next Article