ঐচ্ছিক অনুশীলনে মুকেশ কুমারের ক্লাস নিলেন ক্যাপ্টেন রোহিত!

Dec 30, 2023 | 3:46 PM

IND vs SA, New Year Test: নিউ ইয়ারের আগে চারিদিকে কার্যত ছুটির মেজাজ। ভারতীয় দল অবশ্য ততটা স্বস্তিতে থাকতে পারছে না। তার কারণ বক্সিং ডে-তে প্রথম টেস্টে পারফরম্যান্স। ব্যাটিংয়ে প্রথম ইনিংসে সেট হয়েও বড় রান করতে ব্যর্থ শ্রেয়স আইয়ার, বিরাট কোহলি। ভারতের ভরাডুবি আটকেছিল লোকেশ রাহুলের সেঞ্চুরি। তা অবশ্য যথেষ্ঠ ছিল না। বোলিংয়ে জসপ্রীত বুমরা ছাড়া কাউকে দেখেই মনে হয়নি উইকেট নিতে পারেন।

ঐচ্ছিক অনুশীলনে মুকেশ কুমারের ক্লাস নিলেন ক্যাপ্টেন রোহিত!
Image Credit source: X

Follow Us

কলকাতা: টি-টোয়েন্টি সিরিজে যুগ্মবিজয়ী, ওয়ান ডে সিরিজে জয়। ভারতের আসল লক্ষ্য ছিল টেস্ট সিরিজ। সব দেশেই টেস্ট সিরিজ জয়ের আশা পূরণ হয়েছে ভারতের। ব্যতিক্রম দক্ষিণ আফ্রিকা। একমাত্র দক্ষিণ আফ্রিকার মাটিতেই টেস্ট সিরিজ জয় অধরা ভারতের। এ বার অনেক আশা, স্বপ্ন, প্রস্তুতি নিয়ে দক্ষিণ আফ্রিকা জয়ে মনোনিবেশ করেছিল ভারত। মাঠে নামতেই বাস্তব চিত্রটা সামনে এসেছে। সেঞ্চুরিয়নে বক্সিং ডে টেস্টে ইনিংস ও ৩২ রানে হার ভারতের। হতাশা সরিয়ে দ্বিতীয় ম্যাচের প্রস্তুতি শুরু রোহিতদের। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

নিউ ইয়ারের আগে চারিদিকে কার্যত ছুটির মেজাজ। ভারতীয় দল অবশ্য ততটা স্বস্তিতে থাকতে পারছে না। তার কারণ প্রথম টেস্টে পারফরম্যান্স। ব্যাটিংয়ে প্রথম ইনিংসে সেট হয়েও বড় রান করতে ব্যর্থ শ্রেয়স আইয়ার, বিরাট কোহলি। ভারতের ভরাডুবি আটকেছিল লোকেশ রাহুলের সেঞ্চুরি। তা অবশ্য যথেষ্ঠ ছিল না। বোলিংয়ে জসপ্রীত বুমরা ছাড়া কাউকে দেখেই মনে হয়নি উইকেট নিতে পারেন। প্রোটিয়া ওপেনার ডিন এলগার একাই করেন ১৮৫। তেম্বা বাভুমা ব্যাটিংয়েই নামেনি। ভারতীয় বোলিংয়ের বিরুদ্ধে কোনও দল ৪০০-র ওপর রান করছে, গত কয়েক বছরে সচরাচর এমন দেখা যায়নি।

নিউ ইয়ার টেস্টে যেমন ব্যাটিংয়ে উন্নতি প্রয়োজন, তেমনই বোলিংয়েও। দ্বিতীয় টেস্ট কেপটাউনে। ভারতীয় দল এখনও সেঞ্চুরিয়নেই রয়েছে। আর এ দিন প্রস্তুতিতেও নেমে পড়ল। ঐচ্ছিক অনুশীলনে ছিলেন অধিনায়ক রোহিত শর্মা, মুকেশ কুমার, শার্দূল ঠাকুর, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাডেজা, প্রসিধ কৃষ্ণা, শ্রীকার ভরত, যশস্বী জয়সওয়াল ও অভিমন্যু ঈশ্বরণ।

সেঞ্চুরিয়নে টেস্ট অভিষেক হয়েছিল প্রসিধ কৃষ্ণার। তাঁর ঝুলিতে মাত্র এক উইকেট। প্রসিধের বোলিং নিয়ে প্রচুর সমালোচনা হয়েছে। কেপটাউন টেস্টে ভারতের বোলিং কম্বিনেশনে ব্যাপক পরিবর্তন দেখা যেতে পারে। স্কোয়াডে যোগ করা হয়েছে আবেশ খানকে। এ দিনের অনুশীলনে মুকেশ কুমারের দিকে বাড়তি জোর দিলেন অধিনায়ক রোহিত শর্মা।

গত ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট অভিষেক হয়েছিল মুকেশের। দুটি উইকেট নিয়েছিলেন। দক্ষিণ আফ্রিকায় কেন তাঁকে খেলানো হচ্ছে না, এমনও বলা হচ্ছে। উচ্চতার জন্যই কি প্রসিধকে খেলানোর সিদ্ধান্ত? কেপটাউনের কম্বিনেশনে মুকেশ ঢুকবে কিনা, বলা কঠিন। তবে রোহিত তাঁকে যে ভাবে সময় দিলেন, আশায় থাকতে পারেন বাংলার পেসার।

Next Article