Virat Kohli’s 100th Test: বিরাটের শততম টেস্ট নিয়ে কী বললেন সৌরভ-সচিন-রাহুল-বীরুরা?
ভারতের দ্বাদশ ক্রিকেটার হিসেবে এই মাইলফলক স্পর্শ করছেন বিরাট। তার আগে বিরাট শুভেচ্ছাবার্তা পেলেন ভারতীয় ক্রিকেটের সেরা প্লেয়ারদের কাছ থেকে।
মুম্বই: আর মাত্র ২৪ ঘণ্টার অপেক্ষা। মোহালিতে কেরিয়ারের শততম টেস্ট ম্যাচ (Virat Kohli’s 100th Test) খেলতে নামবেন ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli)। ভারতের দ্বাদশ ক্রিকেটার হিসেবে এই মাইলফলক স্পর্শ করছেন বিরাট। তার আগে বিরাট শুভেচ্ছাবার্তা পেলেন ভারতীয় ক্রিকেটের সেরা প্লেয়ারদের কাছ থেকে। কোহলিকে রেকর্ড ম্যাচের জন্য বিসিসিআইয়ের তরফ থেকে এক ভিডিওবার্তায় শুভেচ্ছা জানিয়েছেন সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar), সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly), রাহুল দ্রাবিড় (Rahul Dravid) ও বীরেন্দ্র সেওয়াগরা (Virender Sehwag)।
বিসিসিআই-এর শেয়ার করা ভিডিওতে সচিন বলেন, “অস্ট্রেলিয়ায় ২০০৭ সালে যখন ছিলাম আমি প্রথম বার তোমার নাম শুনেছিলাম। তোমরা তখন মালয়েশিয়া অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলছিলে। তখনই দলের কয়েক ক্রিকেটার তোমাকে নিয়ে কথা বলা শুরু। এমনকি তোমার দিকে আলাদা করে নজর রাখতেও বলে। কারণ তুমি তখন ভালো ব্যাট করছিলে।”
সচিন আরও বলেন, “এর পর আমরা ভারতের হয়ে একসঙ্গে ক্রিকেটও খেলেছি। তবে খুব বেশি দিন নয়, কিন্তু বেশ কিছুটা সময় কাটিয়েছি। আমার মনে আছে তুমি শেখার জন্য সব সময় মুখিয়ে থাকতে। নিজের খেলাকে প্রতিদিন আরও বেশি করে উন্নত করতে চাইতে। ফিটনেসের ব্যাপারে যে কারও কাছে তুমি কিন্তু আদর্শ। তবে তোমার সব থেকে বড় শক্তি হল, পরবর্তী প্রজন্মকে অনুপ্রাণিত করতে পারাটা। ভারতীয় ক্রিকেটে এটা তোমার সত্যিকার অর্থে অন্যতম অবদান। শততম টেস্টের আগে তোমাকে জানাই অনেক শুভেচ্ছা। দারুণ খেলো এই কামনা করি।”
বিরাটের শততম টেস্ট নিয়ে বিসিসিআই সভাপতি সৌরভ বলেছেন, “অসাধারণ একটা যাত্রা বিরাটের। ১০-১১ বছর আগে শুরু করে আজ যে জায়গাটাতে ও পৌঁছেছে তা সত্যিই অসাধারণ। বিসিসিআই ছাড়াও, প্রাক্তন অধিনায়ক এবং ১০০ টা টেস্টের বেশি খেলা একজন ক্রিকেটার হিসেবে, তোমাকে আমি শুভেচ্ছা জানাই। একটা দারুণ ক্রিকেটজীবন কাটিয়ে এসেছে বিরাট। কিন্তু আরও অনেক মাইলফলক তৈরি করা বাকি রয়েছে। আশা করি সেটা করতেই থাকবে। বিরাটকে এবং ওর পরিবার, কোচ ও ওর ক্রিকেটার হয়ে ওঠার পেছনে যাঁদের অবদান রয়েছে তাঁদের সবাইকে আমি শুভেচ্ছা জানাই।”
টিম ইন্ডিয়ার বর্তমান হেড কোচ রাহুল দ্রাবিড়। বিরাটের শততম টেস্ট ম্যাচ নিয়ে তিনি বলেছেন, “১০০টা টেস্ট ম্যাচ খেলা সহজ কথা নয়। টেস্ট ক্রিকেটটা বেশ কঠিন। কিন্তু ১০০ টা টেস্ট খেলা কিন্তু অসাধারণ ব্যাপার। বিরাটের এর জন্য গর্বিত হওয়া উচিত। প্রথম টেস্টে খেলার সময় আমি ওর সঙ্গে ব্যাটিং করেছিলাম। গত ১০ বছরে ও যে ভাবে এগিয়ে গিয়েছে সেটা দেখে দারুণ লেগেছে। ক্রিকেটার এবং একজন ব্যক্তি হিসেবে নিজেকে ও অন্য উচ্চতায় তুলে নিয়ে গিয়েছে। দীর্ঘদিন ধরে অধিনায়ক হিসেবে দলকে টেনে নিয়ে গিয়েছে। দারুণ একটা অভিজ্ঞতা হতে চলেছে। দিনটা উপভোগ করো। খেলাটা উপভোগ করো।”
সচিন-সৌরভ-রাহুলদের পাশাপাশি নিজের চেনা ছন্দে ভারতের প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সেওয়াগ বলেন, “আমি তো বলি হজমির গুলি, উৎসবে হোলি আর ব্যাটিংয়ে কোহলি পুরো ভারতের পছন্দের।”
?? ??? ????!
Welcome to the 1⃣0⃣0⃣-Test club Virat Kohli ? ?#TeamIndia greats share their thoughts on @imVkohli's landmark Test, his achievements & the impact he's had on Indian cricket. ? ?
Watch the full feature ? ?https://t.co/m135xwB2zt pic.twitter.com/gzN71BZnCn
— BCCI (@BCCI) March 2, 2022
আরও পড়ুন: Virat Kohli’s 100th Test: কোহলির শততম টেস্টের আগে ফিরে দেখা তাঁর উজ্জ্বল টেস্ট কেরিয়ার